|
|
|
|
|
ভীতু’র ডিম, ভয়ে হিমশিম |
ভূতে ভয়, অঙ্কে ভয়, সে-সব আর নতুন কী? কিন্তু বাঁ দিকের ভয়? বা মাধ্যাকর্ষণের?
কিংবা ভয়কেই ভয়? আজব সব ফোবিয়া’র ছোট্ট একটা ফর্দ। নির্ভয়ে পড়ুন। |
|
গেলিয়োফোবিয়া |
দারুণ একটা মজার কথা শুনে আপনার হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। কিন্তু আপনার পাশের সঙ্গীটি অনেকটা ব্যাজার মুখে বসে আছেন। অথচ ক্ষয়ে যাওয়া দাঁত, মুখে দুর্গন্ধ কোনও কিছুর প্রমাণই আপনি পাননি। তা হলে? দাঁড়ান, ইনি গেলিয়োফোবিয়ায় ভোগেন না তো? হাসির কোনও কথা শুনলেই এঁরা ভয়ানক ঘাবড়ে যান। এমনকী, পাছে আশপাশের লোকের হাসির আওয়াজ কানে আসে, তাই এরা লোকজনের সঙ্গ এড়িয়ে একলা থাকতেই ভালবাসেন। আচ্ছা গোমড়াথেরিয়াম কি এঁদেরই কেউ? |
|
|
লেভোফোবিয়া |
এই রোগীরা আর যা-ই হোন, বামপন্থী নন। কারণ বাঁ দিকে থাকা যে কোনও জিনিসই এঁদের হৃৎকম্প ধরিয়ে দেয়। আসলে, বাঁ দিকটাই এঁদের বড় অপছন্দের। কী বিপদ ভাবুন! এঁদের জীবনে কোনও ‘বাঁয়ে হাত কা খেল’ বলে কিছু নেই, মোড় থেকে বাঁ দিকে টার্ন নিতে হলেই বা কী করবেন, কে জানে? |
|
|
ব্যারোফোবিয়া |
যদি আমাদের এই মাধ্যাকর্ষণ শক্তিটাই না থাকত, কী হত? বা, যদি মাধ্যকর্ষণ হঠাৎ ভীষণ শক্তিশালী হয়ে ওঠে, তখনই বা কী হবে? ভাবছেন, খামখা মাধ্যাকর্ষণ নিয়ে ভাবতে বসার কী আছে? আপনি ভাবতে না চান, অনেকে কিন্তু এই চিন্তাতেই মাথার চুল ছিঁড়তে বাকি রাখেন। এঁরা আসলে ব্যারোফোবিয়ায় ভোগেন। এঁদের হঠাৎ হঠাৎ নিজেকে পালকের মতো হালকা লাগতে পারে। আর ঠিক এই কারণেই এঁরা এসকালেটর, লিফট এ সবের ধার পর্যন্ত মাড়াতে চান না। |
|
|
ফোবোফোবিয়া |
এক-একটা বিষয় নিয়ে এক-এক রকম ভয়, আর তার নানা রকম নাম। কিন্তু এই ভয় পাওয়াকেই কেউ যদি ভীষণ ভয় পেতে থাকেন, তা হলে তাঁর রোগকে কী বলা হবে, জানেন? ফোবোফোবিয়া। মানে ভয় পাওয়ার ভয়। এই মানুষেরা সারা ক্ষণই সিঁটিয়ে থাকেন এই বুঝি তাঁকে ফোবিয়ায় ধরল। ফোবিয়া হতে পারে, এটা ভেবেই এঁরা এক ধরনের অ্যাংজাইটি ডিজঅর্ডার-এ ভুগতে থাকেন। |
|
|
হিপ্পোপোটোমনস্ট্রসেসকুইপ্পেডালিয়োফোবিয়া
hippopotomonstrosesquippedaliophobia |
পড়তে গিয়ে হোঁচট খেলেন তো? খাবেনই তো, এটা একটা শব্দ না আস্ত ফ্লাইওভার? বাপ রে বাপ! তা এমনই সব মস্ত মস্ত শব্দের ভয়কেই বলে, ওই ওপরে যেটা লেখা আছে, সেটা। এই নাম অবশ্য মজা করে রাখা হয়েছে, আসল নামখানা কিছুটা ছোট সেসকুইপেডালোফোবিয়া। যাঁদের হয়তো ছোটবেলা বড় কোনও শব্দ উচ্চারণ করতে অসুবিধে হত, দেখা গিয়েছে, তাঁদেরই মধ্যে কেউ কেউ পরে এই ফোবিয়ায় আক্রান্ত হয়েছেন। |
|
|
|
|
|
|