|
|
|
|
কুলটিকরি এবিএস কলেজ |
ছাত্রীকে উত্যক্ত, হাতাহাতি টিএমসিপি-এসএফআইয়ের |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ ঘিরে শুক্রবার দুপুরে সাঁকরাইলের কুলটিকরিতে ‘এবিএস কলেজে’ হাতাহাতিতে জড়াল টিমসিপি ও এসএফআই। গুরুতর জখম হন টিএমসিপি নেতা দেবব্রত পাত্র। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
টিএমসিপি’র জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরির অভিযোগ, “এ দিন প্রথম বর্ষের পড়ুয়াদের সঙ্গে আলাপ করছিলেন কলেজে সংগঠনের ইউনিট-সভাপতি দেবব্রত। তিনি পাসকোর্সে তৃতীয় বর্ষের ছাত্র। তখনই বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসএফআই সমর্থকরা দেবব্রতকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।” এসএফআইয়ের পাল্টা অভিযোগ, কদিন ধরেই সংস্কৃত অনার্সে প্রথম বষের্র এক ছাত্রীকে উত্যক্ত করছিলেন দেবব্রত। বৃহস্পতিবার ওই ছাত্রী ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে দেবব্রতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। শুক্রবার দুপুরে এ নিয়ে বৈঠক ডেকেছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরিপদ মহাপাত্র। কিন্তু তার আগেই ‘তৃণমূলীরা’ গোলমাল শুরু করে দেয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, “ছাত্রীটির অভিযোগের ব্যাপারে এ দিন কলেজে বৈঠক ডাকা হয়েছিল। গোলমালের জেরে বৈঠক হয়নি।” পরিকাঠামোগত কিছু খামতির কারণে ২০০৭ সালে চালু হওয়া এই কলেজে এখনও ছাত্র সংসদ গঠিত হয়নি। ফলে, উভয় ছাত্র সংগঠনই কলেজে ক্ষমতা বাড়াতে সচেষ্ট। |
|
|
|
|
|