|
|
|
|
জঙ্গলমহলে ফের ব্যানার মাওবাদীদের |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জঙ্গলমহলে অনেক দিন পর ফের মাওবাদীদের নামে পোস্টার-ব্যানার মিলল। গত বেশ কয়েক বছর ধরেই মাওবাদীরা সিপিআই (এমএল)-এর প্রতিষ্ঠাতা চারু মজুমদারের মৃত্যুদিবস, ২৮ জুলাই দিনটি ‘শহিদ দিবস’ এবং ৩ অগস্ট পর্যন্ত ‘শহিদ সপ্তাহ’ পালন করে। সেই ‘শহিদ সপ্তাহ’ পালনের ডাক দিয়েই জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় পোস্টার-ব্যানার দিয়েছে মাওবাদীরা। শুক্রবার বেলপাহাড়ির ভুলাভেদা থেকে এ ধরনের ব্যানার-পোস্টার উদ্ধার করেছে পুলিশ। রাস্তা থেকে উদ্ধার হয়েছে মাওবাদী-লিফলেট। বেলপাহাড়িরই বিদরি গ্রামে এবং বিনপুর, লালগড় ও নয়াগ্রামের কয়েকটি এলাকাতেও এ রকম পোস্টার চোখে পড়েছে বাসিন্দাদের। আগামী ৭ ও ৮ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের জঙ্গলমহল সফরে আসছেন। বেলপাহাড়িতেও তাঁর সভা করার কথা। তার আগে এলাকায় ফের মাওবাদী পোস্টার-ব্যানার মেলায় নজরদারি বাড়াচ্ছে যৌথ বাহিনী। জোরদার করা হয়েছে তল্লাশি-অভিযান। খড়্গপুর-টাটানগর শাখায় রাতে ট্রেন-চলাচলের সময়েও বিশেষ নজরদারির ব্যবস্থা হয়েছে। শুক্রবারই খড়্গপুর ডিআরএম অফিসে রেল-নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের এসপি সুনীল চৌধুরী, ঝাড়গ্রামের এসপি ভারতী ঘোষ, রেলের নিরাপত্তা আধিকারিক এবং ঝাড়খণ্ডের পূর্ব-সিংভূম জেলা পুলিশের কর্তারা। পাশাপাশি, মাওবাদীদের জনবিচ্ছিন্ন করতে পুলিশের জনসংযোগ কর্মসূচিও চলছে। এ দিন সকালে সিআরপি-র ১৬৫ নম্বর ব্যাটালিয়ন ও বিনপুর থানার যৌথ উদ্যোগে মালাবতী থেকে বিনপুর পর্যন্ত ৬ কিমি ‘সাইকেল র্যালি’র আয়োজন করা হয়। যোগ দেন যুবক-যুবতীরা। |
|
|
|
|
|