টুকরো খবর
সম্প্রতি ব্যারাকপুর আনন্দপুরী হর হলে শিক্ষাবিদ দীনেন্দ্রনারায়ণ মুন্সীর স্মরণসভা অনুষ্ঠিত হল। এলাকার শিক্ষানুরাগীদের উপস্থিতিতে দীনেন্দ্রনারায়ণের নামাঙ্কিত পাঠাগারে নিজের লেখা বই দান করেন শচীন দাস, বীরেশ ঘটক প্রমুখ। দীর্ঘ দিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরীক্ষা) ছিলেন দীনেন্দ্রবাবু।
তাঁর স্ত্রী রণিতা মুন্সী বলেন, ‘‘তিনি বই ভালবাসতেন। দুঃস্থ পড়ুয়াদের নিয়ে তাঁর অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্ন সার্থক করতেই ২০১০-এ এই পাঠাগার তৈরি করেছিলাম।’’ অনুষ্ঠানে সরোদ বাজান অভিজিৎ ঘোষ, গানে ছিলেন গৌতম দাস বাউল।

সম্প্রতি ৩০তম বার্ষিক মিলনোৎসবের আয়োজন করেছিল ‘পাঞ্চজন্য সঙ্গীত বিতান’। হাওড়া শরৎ সদন (২) প্রেক্ষাগৃহে ওই উৎসবে পরিবেশিত হয় গান, আবৃত্তি, শ্রুতিনাটক। একক সঙ্গীতে ছিলেন অগ্নিভ বন্দোপাধ্যায়। সংস্থার সদস্যেরা নৃত্যগীতি আলেখ্য ‘মননে রবীন্দ্রনাথ’ পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন তপতী রায়।

হাওড়া প্রেস ক্লাবের উদ্যোগে সম্প্রতি পালিত হল রবীন্দ্র নজরুল সন্ধ্যা। সহযোগিতায় ছিল ‘সপ্তক সাংস্কৃতিক সংস্থা’। শরৎ সদন ২ প্রেক্ষাগৃহে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। দৃষ্টিহীন শিল্পী নবীনচন্দ্র খাঁড়ার গানের ক্যাসেট প্রকাশ করা হয় এই অনুষ্ঠানে। ছিলেন কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়, বিধায়ক ব্রজমোহন মজুমদার, হাওড়ার পুলিশ কমিশনার অজেয় রানাডে প্রমুখ।


দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে সাদার্ন অ্যাভিনিউয়ের বুলেভার্ডে দ্বিজেন্দ্রলালের নব স্থাপিত মূর্তিতে
মালা দিচ্ছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। রয়েছেন কৃষ্ণা বসু, মেয়র পারিষদ (উদ্যান ও বাজার) দেবাশিস কুমার,
ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, নুপূরছন্দা ঘোষ প্রমুখ। আয়োজনে ‘ডাইমেনশন ফোর’। ছবি: শুভাশিস ভট্টাচার্য


থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে
ক্লাব ফ্রাইডের অনুষ্ঠান। ছিলেন বিধায়ক
সুজিত বসু। সম্প্রতি সল্টলেকের
রবীন্দ্র-ওকাকুরা ভবনে।
করুণাময়ী কালীমন্দিরের অন্তর্গত আনন্দ আশ্রম
তপস্যা ভবনের উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশন
স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক
কেন্দ্রের সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ।

রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষে সুশীলা বিড়লা গার্লস স্কুল আয়োজিত এক আলোচনাচক্রে
বাঁ দিক থেকে বিশ্বভারতীর অধ্যাপিকা কুমকুম ভট্টাচার্য, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
আবিদা ইসলাম এবং ব্রিটিশ কাউন্সিলের ইস্ট ইন্ডিয়া প্রোগ্রামসের প্রধান সমরজিৎ গুহ।

—নিজস্ব চিত্র।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.