দুই আমলার অলিম্পিক দেখতে যাওয়া
নিয়ে উত্তপ্ত ঝাড়খণ্ডের রাজ্য-রাজনীতি
ধারাবাহিক মাওবাদী জঙ্গি হামলার জ্বলন্ত সমস্যা তো আছেই। তার উপরে সম্প্রতি সরকারি অধিগৃহীত জমি পুনর্দখলের জন্য আদিবাসী-কৃষক আন্দোলনের জটিল সমস্যায় বিব্রত ঝাড়খণ্ড প্রশাসন। এই পরিস্থিতিতে, রাজ্য প্রশাসনের দুই প্রধান আমলার অলিম্পিক দেখতে লন্ডন যাওয়াকে ঘিরে তুমুল হইচই শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন মহলে। ক্রীড়া দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর সঙ্গে লন্ডনে গিয়েছেন রাজ্যের মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রীর প্রধান সচিব। এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে জোট সরকারের রাজনৈতিক অন্দরমহলেও।
আজ সন্ধ্যায় এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেন। আজ সন্ধ্যায় দলের দুই প্রতিনিধি সুপ্রিয় ভট্টাচার্য এবং বিনোদ পাণ্ডেকে তিনি মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার বাসভবনে পাঠিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে দিয়েছেন। জেএমএম প্রধানের বক্তব্য উদ্ধৃত করে দলের মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “রাজ্যের অনেক জেলায় এখন খরা পরিস্থিতি দেখা দিয়েছে। জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব সরকারি খরচে লন্ডনে বসে অলিম্পিক দেখছেন, এটা মেনে নেওয়া যায় না।” ঝাড়খণ্ড প্রশাসনের প্রধান দুই আমলার ওই লন্ডন সফরকে ঘিরে ক্ষুব্ধ জোট সরকারের অন্যতম প্রধান শরিক, বিজেপি-ও।
ঘটনার তীব্র সমালোচনা করেছে রাজ্যের প্রধান দুই বিরোধী দল, কংগ্রেস এবং ঝাড়খণ্ড বিকাশ মোর্চার প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরান্ডি। তিনি বলেন, “অলিম্পিকের আসরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং ক্রীড়া সচিবের উপস্থিতির তাও একটা যুক্তি আছে। তাঁরা যেতেই পারেন। কিন্তু রাজ্যের হাজারো সমস্যা ফেলে মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রীর প্রধান সচিব অলিম্পিক দেখতে সরকারি খরচে লন্ডনে যাবেন কেন?” একই বক্তব্য রাজ্য কংগ্রেসেরও। কংগ্রেসের তরফে বলা হয়েছে, সরকারি খরচে রাজ্য থেকে কত জন অলিম্পিকের খেলা দেখতে লন্ডনে গিয়েছেন, এবং তাতে সরকারের মোট কত খরচ হচ্ছে, তার বিশদ তথ্য সরকারের প্রকাশ করা উচিত। কারণ টাকাটা আসলে জনগণের। আজ বিজেপি-র মুখপাত্র প্রদীপ সিংহ বলেন, ‘‘অলিম্পিকের জন্য মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের লন্ডন সফরকে কেউই ভাল চোখে দেখছেন না।” বিজেপির রাজ্য নেতাদের একাংশ বলছেন, “ওই আমলাদের হয়তো লন্ডনের পরিকাঠামো ঘুরে দেখার জন্য পাঠানো হয়েছে। লন্ডনের অভিজ্ঞতা তাঁরা যাতে ঝাড়খণ্ডে কাজে লাগাতে পারেন, সেটাই হয়তো উদ্দেশ্য।” মুখ্যমন্ত্রী অবশ্য এখনও নীরব। তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, এই দুই আমলার খরচ যে সরকার শেষ পর্যন্ত বহন করবে না, তা লন্ডনেই এই দুই অফিসারকে জানিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর উপর চাপ রয়েছে। যদিও শিবু সোরেনরা চাইছে, দুই আমলাকে এখনই রাজ্যে ফিরে আসতে বলুন মুখ্যমন্ত্রী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.