সুপ্রিম কোর্ট দু’ মাস আগেই জানিয়ে দিয়েছিল, আর টালবাহানা চলবে না। নারায়ণদত্ত তিওয়ারির ডিএনএ পরীক্ষা করতে হবে। তাতেই প্রমাণ হবে তিনি রোহিতশেখর শর্মার বাবা কি না। প্রয়োজনে পুলিশের সাহায্যে তিওয়ারির রক্তের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আজ রায়ের পরে রোহিত জানিয়েছেন, মা উজ্জ্বলার আশীর্বাদেই লড়াই চালিয়ে যেতে পেরেছেন তিনি।
তিওয়ারির বিরুদ্ধে ২০০৮-এ প্রথম মামলা করেন রোহিত। তাঁর মা উজ্জ্বলা বহুদিন ধরেই স্বামী ডি পি শর্মার থেকে আলাদা থাকেন। রোহিতের দাবি, তিওয়ারিই তাঁর বাবা। উজ্জ্বলার সঙ্গে তাঁর সম্পর্ক প্রকাশ্যে মেনেও নেন তিওয়ারি। কিন্তু, রোহিতের পিতৃত্ব স্বীকার করতে চাননি। শুরু হয় আইনি লড়াই।
|
পিতৃত্বের ইতিবৃত্ত |
২০০৮
• নারায়ণ দত্ত তিওয়ারির বিরুদ্ধে পিতৃত্ব-মামলা রোহিতশেখরের। |
২৭ এপ্রিল, ২০১২
• তিওয়ারির ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল্লি হাইকোর্টের।
প্রয়োজনে পুলিশের সাহায্য নিতে নির্দেশ। |
২৪ মে, ২০১২
• হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। |
২০ জুলাই, ২০১২
• ডিএনএ পরীক্ষার ফল ঘোষণা প্রকাশ্যেই, জানাল হাইকোর্ট। |
২৭ জুলাই, ২০১২
• তিওয়ারিই রোহিতের জন্মদাতা পিতা, রায় হাইকোর্টের। |
এর পর?
• সুপ্রিম কোর্টে যেতে পারেন তিওয়ারি। |
|
প্রাক্তন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শের সিংহের মেয়ে উজ্জ্বলা কংগ্রেসের মহিলা মোর্চার সক্রিয় কর্মী হওয়ায় নারায়ণদত্তের যাতায়াত ছিল তাঁদের বাড়িতে। ২০০৯-এ আদালতে উজ্জ্বলা বলেছিলেন, নারায়ণদত্ত তাঁর কাছে সন্তান চেয়েছিলেন। তিনি বলতেন, স্ত্রী সুশীলার কিছু সমস্যা আছে। তাঁর পক্ষে মা হওয়া অসম্ভব। তিনি নারায়ণদত্তের সন্তানের আকাঙ্ক্ষাকেই মর্যাদা দিয়েছিলেন। সম্পর্কের প্রমাণ হিসেবে কয়েকটি ছবিও প্রকাশ করেন রোহিত। দীপাবলির একটি ছবিতে দেখা যাচ্ছে কিশোর রোহিতের পাশেই রয়েছেন তিওয়ারি। তবু কখনও দিল্লি হাইকোর্ট, কখনও সুপ্রিম কোর্টে বাগ্যুদ্ধ চালিয়ে গিয়েছেন তিওয়ারির আইনজীবীরা। এক সময়ে আশা ছেড়েই দেন রোহিতশেখর।
রক্তের নমুনা সংগ্রহের সময়ে সাক্ষী হিসেবেই রোহিত ও উজ্জ্বলাকে হাজির থাকতে বলেছিল হাইকোর্ট। এত তিক্ততার মধ্যে তিন জনে দেখা হলে পরিস্থিতি কী দাঁড়াবে সেটা নিয়েই কৌতূহল তৈরি হয়েছিল। দেরাদুনের বন গবেষণা কেন্দ্রের অতিথিশালায় রক্তের নমুনা নিতে রোহিত-উজ্জ্বলাকে নিয়ে যান দেরাদুনের জেলা বিচারক ও দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার। সে দিন উজ্জ্বলা-রোহিতের সামনে বিন্দুমাত্র তিক্ততা দেখাননি নারায়ণদত্ত। দেখা দেন আশ্চর্য রকমের খোশমেজাজে। রোহিতের কাছে জানতে চান, তাঁর পড়াশোনার কথা। রীতিমতো চমকে যান রোহিত। আমতা-আমতা করে বলেন, “আইন পাশ করেছি। পেশাদার আইনজীবী হিসেবে কাজ করছি।”
|
|
সব আইনি অধিকার ভোগ করব। নিজেকে রোহিতশেখর তিওয়ারিও বলতে পারি।
রোহিতশেখর |
|
সত্যের জয় হয়েছে।
উজ্জ্বলা শর্মা |
আমার ব্যক্তিগত জীবনে উঁকি মারার
অধিকার কারও নেই......যে ভাবে চাই সে ভাবে বাঁচার অধিকার আমার আছে।
নারায়ণ দত্ত তিওয়ারি |
|
|
|
দেওয়ালে টাঙানো জওহরলাল নেহরুর একটি বিরল ছবির দিকে তাকিয়ে ছিলেন রোহিত। তিওয়ারি দেহরক্ষীকে বলেন, ছবিটা রোহিতকে দিয়ে দিতে। আরও হকচকিয়ে যান রোহিত। অবশ্য সে উপহার নেননি।
উজ্জ্বলাকে আদালতে অপমান করেছিলেন তিওয়ারির আইনজীবীরা। দেরাদুনে সে দিন তিক্ততার লেশমাত্র দেখা যায়নি তিওয়ারির মুখে। বরং উজ্জ্বলার গলায় শোনা বেশ কয়েকটি গানের কথা মনে পড়ে তাঁর। উজ্জ্বলার কাছে জানতে চান, তাঁর সুরমল্লার, পুরিয়া, বৃন্দাবনী সারঙে গাওয়া গানের টেপগুলি পাওয়া যাবে কি না। এই পরিবেশেই রক্তের নমুনা দেন তিওয়ারি। নমুনা যায় হায়দরাবাদের পরীক্ষাগারে। তাদের রিপোর্টের ভিত্তিতেই দিল্লি হাইকোর্টের বিচারপতি রেবা ক্ষেত্রপাল জানান, তিওয়ারিই রোহিতের বাবা। তবে ঘাবড়াচ্ছেন না তিওয়ারি। বিবৃতিতে নিজেকে গাঁধী-নেহরু, স্বাধীনতা সংগ্রামীদের অনুগামী হিসেবে দাবি করে তিনি জানান, তাঁর ব্যক্তিগত জীবনে নাক গলানোর অধিকার নেই কারও। বরং আগামী প্রজন্মের জন্য কাজ করার আছে। সেই কাজেই মন দিতে চান তিনি। |
আরও যাঁরা |
টমাস জেফারসন |
তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসন তাঁর
পরিচারিকা স্যালি হেমিংসের ছয় সন্তানের পিতা বলে গুজব ছিল।
১৯৯৮ সালে জেফারসনের পুরুষ বংশধরদের সঙ্গে
স্যালির ছোট ছেলের বংশধরের ডিএনএ-র কিছু মিল পাওয়া যায়। |
|
১৯৪৫ সালে রক্ত পরীক্ষার পর
অভিনেত্রী জোন ব্যারির কন্যার বাবা হিসেবে
ঘোষণা করা হয় চার্লি চ্যাপলিনকে। |
চার্লি চ্যাপলিন |
|
ইমরান খান |
পাক ক্রিকেটার ইমরানই তাঁর মেয়ের বাবা বলে
অভিযোগ করেন প্রাক্তন প্রেমিকা সিটা হোয়াইট।
ডিএনএ পরীক্ষা করাতে অস্বীকার করেন ইমরান।
১৯৯৭ সালে মার্কিন আদালত তাঁকেই ওই সন্তানের বাবা বলে রায় দেয়। |
|
২০০৭ সাল। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়,
হলিউডের এডি মারফিই ব্রিটিশ গায়িকা
মেলানি ব্রাউনের কন্যাসন্তানের বাবা। |
এডি মারফি |
|
বরিস বেকার |
২০০৭ সালে ডিএনএ পরীক্ষায়
প্রমাণিত হয়, মডেল এঞ্জেলা এরমাকোভার
সন্তানের বাবা বরিস বেকার। |
|
চিত্রশিল্পী ক্রিসান ব্রেনানের সন্তানের
বাবা হওয়ার কথা প্রথমে অস্বীকার করেন ‘অ্যাপল’-এর প্রতিষ্ঠাতা স্টিভ জোবস।
পরে অবশ্য তা স্বীকার করে নেন। |
স্টিভ জোবস |
|
|