টুকরো খবর
ভূতুড়ে বিদ্যুৎবিল, বিক্ষোভ দফতরে
বিদুৎ দফতরে বিক্ষোভ। নিজস্ব চিত্র
বিপিএল তালিকায় নাম রয়েছে। সরকারি উদ্যোগেই নিখরচায় বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। কিন্তু বিদ্যুতের ত্রৈমাসিক বিল দেখে চক্ষু চড়কগাছ! বিল এসেছে সাড়ে ৮ লক্ষেরও বেশি! ছুটে গিয়েছেন স্থানীয় কাউন্সিলরের কাছে। কাউন্সিলরের পরামর্শে ছুটেছেন বিদ্যুৎ দফতরে। বিদ্যুৎ দফতরও অবশ্য নিজেদের পাঠানো বিল দেখে হতবাক। দফতরের স্টেশন ম্যানেজার বীরেন্দ্রনাথ মাইতি বলেন, “প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটা হয়েছে। ভুল সংশোধন করা হবে।” মেদিনীপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার বেশ কয়েক জন বিদ্যুতের সাম্প্রতিক বিল পেয়ে যারপরনাই বিস্মিত। বিপিএল তালিকায় থাকা স্বপন জানার বিল এসেছে ৮ লক্ষ ৬৫ হাজার ২১৩ টাকার! বিদ্যুৎ দফতর আশ্বাস দিয়েছে, ভবিষ্যতে এই ধরনের ত্রুটি এড়াতে পদক্ষেপ করা হবে।

সংঘর্ষে জখম ৪
দু’পক্ষের সংঘর্ষে জখম হলেন ৪ জন। তাঁদের দু’জনকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে গড়বেতার খড়কুশমায় ঘটনাটি ঘটে। কয়েক দিন ধরেই গ্রামে দু’পক্ষের মধ্যে একটি বিষয় নিয়ে বচসা চলছিল। সোমবার রাতে এক-পক্ষ অন্য-পক্ষের উপর হামলা করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, নজরদারি চলছে।

কুয়োয় পড়ে মৃত্যু
পা পিছলে কুয়োয় পড়ে মারা গেল এক বালিকা। সোমবার ঘটনাটি ঘটে খড়্গপুরের ইন্দা মালিপাড়ায়। গুনগুন সিংহ (৮) নামে ওই বালিকা জল তুলতে কুয়ো গিয়েছিল। তখনই পা পিছলে পড়ে যায়। পরিজনের তাকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

মিড-ডে মিল চালু
সোমবার খড়্গপুরের ধ্যান সিংহ ময়দানে মহাকবি গুরুজারা বিদ্যালয়ে শুরু হল মিড-ডে মিল। মিড-ডে মিলের সূচনা করেন প্রধান শিক্ষক শ্রীনিবাস রাও। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১০০ জন পড়ুয়া মিড-ডে মিলের সুযোগ পাবে।

সাহিত্যসভা
রবিবার খড়্গপুরের ট্রাফিক হাইস্কুলে হল সাহিত্যসভা। স্থানীয় এক পত্রিকার উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের সাহিত্যিকরা। সভায় গল্প, কবিতা, প্রবন্ধ পাঠের পাশাপাশি সংবর্ধনা জানানো হয় কবি মানস চিনিকে। সভাপতিত্ব করেন নন্দদুলাল রায়চৌধুরী। ছিলেন ভবেশ বসু, মানস দাস, ইন্দ্রনীল কুলভী প্রমুখ।

কুয়োয় পড়ে মৃত্যু
পা পিছলে কুয়োয় পড়ে মারা গেল এক বালিকা। সোমবার ঘটনাটি ঘটে খড়্গপুরের ইন্দা মালিপাড়ায়। গুনগুন সিংহ (৮) নামে ওই বালিকা জল তুলতে গিয়ে পা পিছলে কুয়োয় পড়ে যায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.