ব্রিটেন-সহ ইউরোপের বিভিন্ন দেশে ইয়ার্ডলের ব্যবসা কিনছে উইপ্রো
ব্রিটেন-সহ ইউরোপের কয়েকটি দেশে ইয়ার্ডলের ব্যবসা কিনে নেওয়ার কথা জানাল উইপ্রো গোষ্ঠী। এ নিয়ে ইতিমধ্যেই লোর্নামিড গোষ্ঠীর সঙ্গে চুক্তিও সই করেছে তারা। তবে জার্মানি ও অস্ট্রিয়ার মতো কয়েকটি দেশের ব্যবসা কিনছে না বলে জানিয়েছে সংস্থা। তবে কত টাকায় এই ব্যবসা কেনা হচ্ছে, তা নিয়ে মুখ খুলতে চায়নি উইপ্রো। এর আগে ২০০৯ সালে এশিয়া, পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং অস্ট্রেলেশিয়ায় ইয়ার্ডলের ব্যবসা কিনেছিল সংস্থা। ইয়ার্ডলে ছাড়াও ব্রিটেনের অন্য সুগন্ধী নির্মাতা উড্স অফ উইন্ডসোর-এর ব্যবসাও কিনে নেওয়ার কথা জানিয়েছে দেশের তৃতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থাটি। উল্লেখ্য, উইপ্রো গোষ্ঠীর মোট ব্যবসার প্রায় ২২% রয়েছে তথ্যপ্রযুক্তি বাদে অন্যান্য পণ্যের হাতে।
এ দিকে, মঙ্গলবার চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ফল প্রকাশ করল উইপ্রো। এই সময়ে সংস্থার নিট মুনাফা বেড়েছে ১৮.৩৭%। দাঁড়িয়েছে ১,৫৮০.২০ কোটি টাকায়। সংস্থার কর্ণধার আজিম প্রেমজি জানান, ইউরোপ-সহ সমস্ত দেশেই সংস্থার ব্যবসা বেড়েছে। ব্যবসা থেকে আয়ও ২৪.৩৭% বেড়ে হয়েছে ১০,৬১৯.৬ কোটি টাকা। তবে টাকার দাম পড়ায় ডলারে সেই আয় প্রত্যাশার তুলনায় কম। অন্য দিকে, আগামী ত্রৈমাসিকে সংস্থা তুলনায় খারাপ ফল করতে পারে এই আশঙ্কার জেরে এ দিন তাদের শেয়ার দর পড়ে যায় প্রায় ৪%। পরে অবশ্য তা কিছুটা উঠে দাঁড়ায় শেয়ার পিছু ৩৪৬ টাকায়। উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি ব্যবসা থেকে আয় আগামী ত্রৈমাসিকে মাত্র ০.৩-২.৩ % বাড়তে পারে বলে জানিয়েছে উইপ্রো।
পাশাপাশি, এ দিন হিন্দুস্তান ইউনিলিভারের ভাল ফল এবং চিনের উৎপাদন শিল্পের হার বাড়ার হাত ধরে সেনসেক্সও উঠেছে ৪১ পয়েন্ট। দিনের শেষে দাঁড়িয়েছে ১৬,৯১৮.৮০ পয়েন্টে। আর টানা তিন দিন ডলারে পতন ঘটেছে টাকারও, ছাড়িয়েছে ৫৬ টাকার সীমানা। মঙ্গলবার ১৪ পয়সা পড়ে শেষ পর্যন্ত ডলারে টাকার দর দাঁড়াল ৫৬.১১ টাকায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.