খনিকর্মীর মৃত্যু রানিগঞ্জে |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এক খনিকর্মীর মৃত্যু হয়েছে রানিগঞ্জে। মঙ্গলবার কুনস্তরিয়া এড়িয়ার বাঁশরা খোলামুখ খনির ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জিতেন্দ্রনাথ গড়াই (৫৮)। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে সাতটা নাগাদ মাটি-পাথর বোঝাই হাইওয়া চালাতে গিয়ে ডাম্পার সমেত খনিগর্ভে পড়ে যান ওই কর্মী। জল থাকায় সেখানেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি। খবর চাউর হতেই সিটু-সহ সমস্ত শ্রমিক সংগঠনগুলি মৃতের পোষ্যের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কর্মীদের অভিযোগ, ইপি হেলপার জবে কর্মরত জিতেন্দ্রবাবুকে জোর করে হাইওয়া চালাতে পাঠানো হয়েছিল। অভিজ্ঞতা না থাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাড়ি সমেত নীচে পড়ে যান তিনি। ইনমসার সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানান, এই খনিতে একজন পাম্প খালাসিকে দিয়ে অ্যাটেন্ডেন্স ক্লার্কের কাজ করাচ্ছে কর্তৃপক্ষ। অনভিজ্ঞ ওই ক্লার্ক স্বেচ্ছাচারিতা চালাচ্ছে বলেও অভিযোগ। সিটু নেতা মনোজ দত্ত ও আইএনটিইউসি নেতা গৌতম মুখোপাধ্যায় জানান, ওই কর্মীর শাস্তির দাবি করেছেন তাঁরা। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, পদ্ধতি মেনেই মৃতের পোষ্যকে চাকরি এবং ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্য দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
বাঁধ তৈরিতে দুর্নীতি, নালিশ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বড় খালের বাঁধ তৈরির ঘটনাকে কেন্দ্র করে নিয়মভঙ্গের অভিযোগ উঠল সালানপুর ব্লকের জোরবাড়ি তাঁতিপাড়া এলাকায়। তৃণমূল নেতা তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের ব্লক প্রতিনিধি ধরম কমর্কার একটি চিঠিতে সালানপুরের বিডিও জয়দীপ দাসের কাছে অভিযোগ করেন, অত্যন্ত নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে এই বাঁধটি নির্মাণ করা হয়েেছে। তাঁর দাবি,যারফলে মাত্র পাঁচ মাস আগে তৈরি হওয়া এই বাঁধটি সামান্য বর্ষার জলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক বিধানবাবুও। তাঁর অভিযোগ, সরকারি টাকায় তৈরি জনগণের সুবিধার্থে নির্মিত এই বাঁধটি সঠিক নিয়ম-নীতি মেনে বানানো হয়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানান বিডিও।
|
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রেলের বেশ কিছু সরঞ্জাম-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল আরপিএফ। পূর্বেরের আসানসোল ডিভিশনের শ্রীপুর রেল সাইডিং এলাকা থেকে ওই সরঞ্জাম উদ্ধার করা হয়। আরপিএফের সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার অমরেশ কুমার জানান, এই দুই ব্যক্তি সাইডিং থেকে রেলের ওই সরঞ্জামগুলি চুরি করেছিল। জেরায় যে তথ্য তারা পুলিশের কাছে স্বীকার করেছে তার ভিত্তিতে শ্রীপুর এলাকায় একটি পাঁচিল ঘেরা ফাঁকা জায়গা থেকে আরও কিছু চোরাই রেলের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ওই জায়গার মালিক মহম্মদ আজাদ পলাতক বলে আরপিএফের দাবি। তার খোঁজে তল্লাশি চলছে।
|
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ইউনাইটেড কনট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হল সুভাষচন্দ্র বয়েজ ক্লাব। তারা ট্রাঙ্ক রোড মাঠে টাইব্রেকারে ভারতী ভলিবল ক্লাবকে ৫-৪ গোলে হারায়। নির্ধারিত সময়ে দু’টি দলই ১টি করে গোল করে। খেলা পরিচালনা করেন ওমপ্রকাশ সিংহ, তুষারকান্তি বারিক ও রতন মাইতি। মঙ্গলবার একই মাঠের খেলায় নবারুণ এসি ৩-০ গোলে এএসপিএসএ-কে হারায়। গোল করেন রবীন্দ্র মুর্মু, বাপি দাস ও এসকে মাঞ্জি। খেলা পরিচালনা করেন আশিস মণ্ডল, সন্দীপ মুখোপাধ্যায়, ওমপ্রকাশ সিংহ। জয়ী দু’টি দলই সেমিফাইনালে উঠল।
|
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ছেলের হাতে মৃত্যু হল বাবার। জামুড়িয়ার রবীন্দ্রনগর কলোনিতে মঙ্গলবার রাত ১০টা নাগাদ বাদল মাজি তার বাবা সোনপুর বাজারি প্রকল্পের কর্মী মুনিলাল মাজিকে (৫১) বেপরোয়া ভাবে রড দিয়ে মারে। ইসিএলের ছোড়া রিজিওনাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বাদলকে গ্রেফতার করা হয়েছে। অর্থনৈতিক কারণেই এই ঘটনা বলে পুলিশ জানায়।
|
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
একটি তিনতলা বাড়ির একাংশে আগুন লেগেছে পানাগড়ে। মঙ্গলবার দুপুরে এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের দু’টি ইঞ্জিন প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে।
|
বর্ধমান
২১ তম শ্রাবনী মেলা। উৎসব ময়দান। বিকাল ৪টা।
দুর্গাপুর
দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ। অআকখ মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।
কুলটি
আন্ত বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। স্কুলের মাঠ। সকাল ৮টা ১৫ মিনিট। উদ্যোগ: সোদপুর এজি চার্চ স্কুল। |