টুকরো খবর |
অপহরণ-ধর্ষণ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • এগরা |
এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে নবকান্ত জানা নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে রবিবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ৩ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ওই তরুণীর ডাক্তারি পরীক্ষাও করানো হয়। এগরার মহেশপুরের বাসিন্দা বছর কুড়ির ওই তরুণীর অভিযোগ, গ্রামেরই যুবক নবকান্ত হুমকি দিয়ে দেখা করতে চেয়ে ১১ জুলাই তাঁকে অপহরণ করে। জোর করে বিয়ের পরে তাঁকে তোলা হয় কলকাতার গড়িয়ায় একটি বাড়িতে। তাঁকে ইচ্ছার বিরুদ্ধে সহবাসে বাধ্য করা হয়। শুক্রবার সুযোগ বুঝে ওই তরুণী তাঁর দাদার মোবাইলে এসএমএস করেন। এরপর তরুণীর বাড়ির লোক পুলিশে যোগাযোগ করেন। পুলিশের পরামর্শে তরুণী নবকান্ত ও তার সঙ্গীদের জানান, তাঁর বাড়ির লোক বিয়ে মেনে নিয়েছেন। বিষয়টি এগরা থানায় জানানো দরকার। তরুণীর প্রস্তাবে নবকান্তরা রাজি হয়ে শনিবার এগরা থানায় আসে। সেখানেই ওই তরুণীর অভিযোগ ক্রমে নবকান্তকে ধরে পুলিশ। এগরা থানার ওসি গণেশ বন্দ্যোপাধ্যায় জানান, ওই তরুণীর বাবা নিখোঁজ ডায়েরি করেছিলেন।
|
হলদিয়া থেকে অস্ত্র-সহ ধৃত ৫
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
|
—নিজস্ব চিত্র। |
নাইন এম-এম পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ-সহ ধরা পড়ল ৫ দুষ্কৃতী। শনিবার দুপুরে হলদিয়া টাউনশিপ থানার পুলিশ হলদিয়া-ভবন সংলগ্ন নদীপাড় থেকে তাঁদের গ্রেফতার করে। ধৃতদের রবিবার হলদিয়া আদালতে হাজির করানো হয়। তার মধ্যে ৩ জনকে ৪ দিনের পুলিশি হেফাজত ও ২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন কাঁথির খেজুরি সংলগ্ন এলাকার তপন রানা, দেবরাজ পাত্র, সমীরণ দাস, রাজু দাস, তপন মাইতি আগ্নেয়াস্ত্র হাতবদলের কাজ করছিলেন অপেক্ষাকৃত জনবিরল ওই নদীপাড়ে। বিশেষ সূত্রে খবর পেয়ে টাউনশিপ থানার পুলিশ হানা দিয়ে ধরে ফেলে ৫ দুষ্কৃতীকে। এলাকায় কোনও দুষ্কর্মের মতলব ছিল কি না, ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।
|
জুনপুট নিয়ে প্রতিবাদী জনমত
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথির উপকন্ঠে জুনপুটে কেন্দ্রীয় সরকারের মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে গড়ার প্রচেষ্টার প্রতিবাদে জনমত গঠন শুরু করল ‘কন্টাই সায়েন্স সেন্টার’। গত ১১ জুলাই কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রকের এক প্রতিনিধি দল জুনপুটে পর্যবেক্ষণে এসেছিলেন। এতে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা পাশে এসে দাঁড়িয়েছে কন্টাই সায়েন্স সেন্টার। সংস্থার যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায় ও অনুপ মাইতি লিখিত বিবৃতিতে অভিযোগ করেন, মিসাইল উৎক্ষেপন কেন্দ্র ও তার পরিকাঠামো গড়ে তুলতে বিশাল এলাকা অধিগ্রহণ করতে হবে। এর ফলে বহু চাষযোগ্য জমি-সহ জনবহুল এলাকা অধিগৃহীত হবে। ভিটে-মাটি থেকে উচ্ছেন হবে বহু মৎস্যজীবী পরিবার। বিশ্বজিৎবাবুদের আরও আশঙ্কা, জুনপুটের কাছে হরিপুরে এখনও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চেষ্টা চলছে। এলাকার বাসিন্দাদের স্বার্থে ‘কন্টাই সায়েন্স সেন্টার’ আগামী দিনে গ্রামে গ্রামে প্রচার, সচেতনতা শিবির, মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে।
|
রমজানে বেশি বরাদ্দ রেশনে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রমজান মাস উপলক্ষে রাজ্য সরকার পূর্ব মেদিনীপুর জেলার রেশনের জন্য এই প্রথম অতিরিক্ত ৩৪২০ মেট্রিক টন সরষে ও তুষ তেল, ময়দা, ছোলা বরাদ্দ করল। ২১ জুলাই থেকে ২২ অগস্ট-এই এক মাস মুসলমান সম্প্রদায়ের মানুষ রোজা পালন করেন। রাজ্য সরকার পূর্ব মেদিনীপুর জেলার জন্য ১০২০ মেট্রিক টন করে সরষে ও তুষ তেল, ১০১৫ মেট্রিক টন ময়দা এবং ৩৬৫ মেট্রিক টন ছোলা বরাদ্দ করল। এর মধ্যে তমলুক মহকুমার জন্য ৩৫০ মেট্রিক টন সরষে, তুষ তেল ও ময়দা, ১২৫ মেট্রিক টন ছোলা, কাঁথি মহকুমার জন্য ২৮২ মেট্রিক টন করে সরষে ও তুষ তেল, ২৮১ মেট্রিক টন ময়দা ও ১০০ মেট্রিক টন ছোলা, হলদিয়া মহকুমার জন্য ১৯৪ মেট্রিক টন করে সরষে ও তুষ তেল, ১৯২ মেট্রিক টন ময়দা ও ৭০ টন ছোলা ও এগরা মহকুমার জন্য ১৯৪ মেট্রিক টন করে সরষে ও তুষ তেল, ১৯২ মেট্রিক টন ময়দা ও ৭০ টন ছোলা অতিরিক্ত বরাদ্দ হয়েছে। জেলা পরিষদের সহ সভাধিপতি মামুদ হোসেন জানান, সব ধরনের রেশন কার্ড গ্রাহকরা এই অতিরিক্ত বরাদ্দ পাবেন।
|
বার্ষিক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
শনিবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কাঁথি পূবর্চক্র শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। কাঁথি দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর ভূপেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই সম্মেলনে প্রাথমিক শিক্ষকদের নানা দাবি নিয়ে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন চক্রের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বেরা। ছিলেন জেলার সাধারণ সম্পাদক অরূপ কুমার ভৌমিক, সভাপতি কাজলবরণ বেরা, মহকুমা সম্পাদক নিত্যরঞ্জন বেরা প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন বলাইলাল পয়ড়্যা।
|
এগরায় ফুটবল
নিজস্ব সংবাদদাতা • এগরা |
শনিবার এগরা-২ ব্লকের বারানিধি দোল উৎসব কমিটির পরিচালনায় অমিয় কুমার দাস স্মৃতি একদিনের নক আউট ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল। বারানিধি সুভাষ ময়দানে আয়োজিত ওই টুর্নামেন্টে ব্লকের মোট আটটি দল যোগদান করে। ফাইনালে মল্লিকপুর অগ্রণী সংঘ ৩-১ গোলে বারানিধি শ্রমিক ইউনিয়ন ক্লাবকে হারায়। সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকের পুরস্কার পান বিজয়ী দলের শান্তনু মিস্ত্রি ও ভোলানাথ বর।
|
কৃতী সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কৃতীদের সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস শিক্ষা সেল। রবিবার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে জেলার সব ব্লক ও পুর-এলাকায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসায় কৃতী ১৫২ জনকে সংবর্ধনা দেওয়া হয়। ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী, ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি, জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য দেবব্রত মণ্ডল, তৃণমূল শিক্ষা সেলের জেলা সভাপতি গোপাল সাহু প্রমুখ।
|
সাহায্য দান |
মেদিনীপুর পিপলস কো অপারেটিভ ব্যাঙ্কের পক্ষ থেকে এ বছরের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেধাবীদের পড়াশোনার ও উচ্চশিক্ষায় ভর্তি হবার জন্য অর্থ সাহায্য দান। গত বছর উত্তীর্ণদেরও সাহায্য করা হবে। অনুষ্ঠান শুরু বিকেল ৫টায়, ব্যাঙ্কের নিজস্ব অডিটোরিয়ামে। |
|