শেষ হল পশ্চিম মেদিনীপুর জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলা ও আলোচনাচক্র। শুক্রবার থেকে এই মেলা শুরু হয়েছিল মেদিনীপুর কলেজ ক্যাম্পাসে। রবিবার শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া প্রমুখ। জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা এতে যোগ দিয়েছিলেন। মেলায় রাখা হয়েছিল তাঁদের হাতে তৈরি বিভিন্ন মডেল ও পোস্টার। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম-সার্ধশতবর্ষে রাজ্য সরকারের এই কর্মসূচি। ৮০টি মাধ্যমিক স্কুল ও ৫০টি উচ্চমাধ্যমিক স্কুলের পাশাপাশি কয়েকটি কলেজের প্রতিনিধিত্বও ছিল এখানে। মেলায় যে সব মডেল ও পোস্টার থাকছে, সে সব নিয়ে এক প্রতিযোগিতাও হয়। শনিবার ‘গণিতের অতীত-বর্তমান-ভবিষ্যত’ শীর্ষক এই আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হয়েছে বলে জানিয়েছেন যুব কল্যাণ দফতরের জেলা আধিকারিক রবীন্দ্রনাথ মণ্ডল।
|
অস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল খড়্গপুর জিআরপি। শনিবার সন্ধ্যায় খড়্গপুর স্টেশন সংলগ্ন বোগদা থেকে থেকে ধৃত বছর বত্রিশের ভেনেল সম্মুখা রাওয়ের বাড়ি অন্ধ্রপ্রদেশে। এই যুবক খড়্গপুরে থাকে, না অন্য এলাকা থেকে এসেছিল, তার উদ্দেশ্যই বা কী ছিল তদন্তে এ সবই জানার চেষ্টা করছে রেল পুলিশ। ধৃতের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যায় বোগদা এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়ে রেল পুলিশের কর্মীদের। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিভিন্ন প্রশ্নের উত্তর সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এরপরই তাকে গ্রেফতার করা হয়। রবিবার আদালতে হাজির করানো হলে তাকে ৩ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ওই যুবককে সঙ্গে নিয়ে এ দিন সন্ধ্যা থেকেই কয়েকটি এলাকায় হানা দিয়েছে রেল পুলিশ। ধৃতের সঙ্গে কোনও দুষ্টচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খড়্গপুর জিআরপির ওসি আশিস রায় বলেন, “অস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।”
|
মেদিনীপুর কলেজে দলীয় কর্মী-সমর্থক ছাত্রছাত্রীদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগে জেলা পুলিশের দ্বারস্থ হল এসএফআই। শনিবার জেলার পুলিশ সুপারকে এক স্মারকলিপি দেওয়া হয়েছে। এসএফআইয়ের অভিযোগ, বহিরাগত তৃণমূল কর্মীরা এসে কলেজে ঢুকে দলীয় কর্মী-সমর্থকদের মারধর করছে। কোন কোন ছাত্রছাত্রীর উপর আক্রমণ হচ্ছে, তার তালিকা জমা দেওয়া হয়েছে। কারা আক্রমণ করছে, তার তালিকাও জমা দিয়েছে এসএফআই। সংগঠনের জেলা সম্পাদক সৌগত পন্ডা বলেন, “রোজই অশান্তি হচ্ছে। কলেজ ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে, এটাই প্রত্যাশিত। তা হচ্ছে না।” অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ।
|
শুক্রবার খড়্গপুরের তালবাগিচায় আয়োজিত হল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের প্রেমবাজার লোকাল কমিটির সম্মেলন। সম্মেলনে বর্তমান রাজ্য রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সম্মেলন শেষে ১৬ জনের নতুন কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে সপ্তক ভট্টাচার্য ও রিপন রক্ষিত। উপস্থিত ছিলেন কমল পলমল, হরেকৃষ্ণ দেবনাথ-সহ জেলা ও স্থানীয় নেতারা।
|
মেদিনীপুর শহরের অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ে (অলিগঞ্জ গার্লস) প্রাক্তনীদের বার্ষিক অনুষ্ঠান হল রবিবার। এ দিন সকালে স্কুল ক্যাম্পাসে পতাকা উত্তোলন করা হয়। ঋষি রাজনারায়ণ বসুর মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত সকলে। বিকেলে জেলা পরিষদ হলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রাক্তন ছাত্রীদের এই অনুষ্ঠান এ বার তৃতীয় বছরে পড়ল।
|
রবিবার খড়্গপুর গিরি ময়দানে আর্যকন্যা বিদ্যালয়ে জনতা দলের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্মেলন আয়োজিত হল। সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও রাজ্যের অন্যান্য দলগুলির সমালোচনা করা হয়। |