দাসপুরে বৃদ্ধাকে অ্যাসিড
দিল্লিতে ধৃত অভিযুক্ত দম্পতি
বৃদ্ধাকে অ্যাসিড ছুড়ে খুনের চেষ্টায় অভিযুক্ত দম্পতিকে দিল্লি থেকে গ্রেফতার করল পুলিশ। গত ২০ জুলাই, শুক্রবার দিল্লির করোলবাগ থানার সাগরপুড়া থেকে সুকুমার আদক ও তাঁর স্ত্রী সুমিত্রা আদককে গ্রেফতার করে দাসপুর থানার পুলিশ। ওই দিনই পুলিশ ধৃতদের স্থানীয় আদালতে হাজির করে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করে। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। রবিবার সকালে ধৃত দম্পতিকে নিয়ে দাসপুরে পৌঁছয় পুলিশ। ঘাটাল আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। ডিএসপি (ক্রাইম) দেবজ্যোতি চক্রবর্তী বলেন, “অভিযুক্ত দু’জনকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে।”
মাস দুয়েক আগে দাসপুর থানার গৌরা পঞ্চায়েতের সীতাপুরের বাসিন্দা বৃদ্ধা ঝর্না মাইতিকে বাড়িতে ঢুকে অ্যাসিড ছোড়ার অভিযোগ ওঠে পড়শি সুকুমার ও সুমিত্রা আদকের বিরুদ্ধে। ঝর্নাদেবী এখন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, গত ২১ মে একটি পুকুরপাড়ের দখল নেওয়াকে কেন্দ্র করেই বিবাদ বাধে। ঘটনার পরই ঝর্নাদেবীর পরিবারের তরফে দাসপুর থানায় অভিযোগ করা হয়। কিন্তু অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেরালেও তাঁদের গ্রেফতার না করার অভিযোগ ওঠে দাসপুর থানার পুলিশের বিরুদ্ধে। বৃদ্ধার পরিবারের সদস্যদের পুলিশ ‘হেনস্থা’ করে বলেও অভিযোগ ওঠে। এমনকী পুলিশ প্রথমে অভিযুক্তদের বিরুদ্ধে লঘু ধারায় মামলা করে বলেও অভিযোগ। পরে ঝর্নাদেবীর পরিজনেরা ঘাটালের এক আইনজীবীর সাহায্যে বিষয়টি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের জানান। তারপরই আদক দম্পতির বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করে দাসপুর থানার পুলিশ। ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আরও তৎপর হয় পুলিশ। খোঁজ মেলে অভিযুক্ত দম্পতি দিল্লিতে গিয়ে গা ঢাকা দিয়েছে। দাসপুর থানা থেকে ৪ জন পুলিশকর্মীর একটি দল দিল্লি রওনা দেয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.