২০১২ অলিম্পিকে ভারতের তেরঙা পতাকা উড়ল! বাজল জাতীয় সঙ্গীত।
লন্ডন গেমস শুরুর পাঁচ দিন আগে গেমস ভিলেজে রবিবার ভারতের পতাকা তোলা হল সামান্য সংখ্যক ভারতীয় অ্যাথলিট এবং কর্মকর্তাদের উপস্থিতিতে। অলিম্পিকের ইতিহাসে এ বারই ভারতের সবচেয়ে বড় দল। ১৩টা বিভিন্ন খেলায় মোট ৮১ জন প্লেয়ার। কিন্তু এ দিন ভিলেজে জাতীয় পতাকা উত্তোলনের সময় পর্যন্ত এত অল্প সংখ্যক ক্রীড়াবিদ লন্ডন পৌঁছতে পেরেছেন যে, ভারতীয় দলের পক্ষ থেকে তাদের পতাকা উত্তোলন এক দিন পিছনোর অনুরোধ করা হয়েছিল সংগঠকদের কাছে। কিন্তু তাদের সেই অনুরোধ রাখা হয়নি। লন্ডন অলিম্পিক কমিটির পক্ষ থেকে ভারতের ডেপুটি শেফ দ্য মিশনকে জানিয়ে দেওয়া হয় যে, পূর্ব নির্ধারিত সূচি পালটানো সম্ভব নয়।
ফলে হকি দল, গুটিকয়েক বক্সার, শ্যুটার এবং তিরন্দাজের উপস্থিতিতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শ্যুটার এবং তিরন্দাজদের মধ্যে অবশ্য এ বারের অলিম্পিকে অংশগ্রহণকারী অন্যতম দুই বঙ্গসন্তান জয়দীপ কর্মকার এবং রাহুল বন্দ্যোপাধ্যায় ছিলেন। আজই লন্ডনে পৌঁছন মহেশ ভূপতি। অলিম্পিকে পা রেখেই তিনি গেমস ভিলেজে ভারতের পতাকা উত্তোলন নিয়ে টুইট করতে আরম্ভ করে দেন। আবেগাপ্লুত মহেশ টুইটারে গেমস ভিলেজে ওড়া ভারতের পতাকার ছবিও ‘পোস্ট’ করেন। তবে ফর্মের দিক দিয়ে তিনি ভাল জায়গায় নেই। |
অলিম্পিকের আগে পেশাদার সার্কিটে শেষ টুর্নামেন্ট হামবুর্গ ওপেনে শীর্ষবাছাই হলেও ভারতীয় জুটি মহেশ-বোপান্না কোয়ার্টার ফাইনালে অবাছাই ফরাসি জুটির কাছে হেরে গিয়েছেন। এতেই বোঝা যাচ্ছে, অলিম্পিক ডাবলসে কী কঠিন লড়াই হতে চলেছে।
এ দিন পতাকা উত্তোলন অনুষ্ঠানে অবশ্য চার বছর আগে বেজিংয়ে একমাত্র সোনাজয়ী ভারতীয়, শুটিংয়ের অভিনব বিন্দ্রা (অলিম্পিক ইতিহাসেই একমাত্র ব্যক্তিগত সোনাজয়ী ভারতীয় ক্রীড়াবিদ) কিংবা পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেয়ে বক্সার মেরি কমের মতো মেগাতারকারা থাকতে পারেননি। বিন্দ্রা গেমস ভিলেজে এক দিন থেকেই জার্মানিতে ফিরে গিয়েছেন তাঁর ট্রেনিং শিডিউলে। মেরি কম তো লন্ডন পৌঁছবেনই আরও চার দিন পর। এমনকী ভারতীয় দলের শেফ দ্য মিশন, প্রাত্তন হকি অলিম্পিয়ান অজিত পাল সিংহ শেষ মুহূর্তে পৌঁছতে না পারায় ডেপুটি শেফ দ্য মিশন ব্রিগেডিয়ার পিকে মুরলীধরন রাজা গেমস ভিলেজে ভারতের পতাকা উত্তোলন করেন। |