টুকরো খবর
স্যাভিওর ক্লাস নিচ্ছেন ডাচ কোচরা
কিছু দিন আগেও ভারতের কোচ ছিলেন স্যাভিও মেদেইরা। ছাত্রের ভূমিকায় তিনি শিখছেন নতুন ‘ভারতীয় ফুটবল দর্শন’। শেখাচ্ছেন ভারতের ডাচ টেকনিক্যাল ডিরেক্টর রব বান এবং কোচ উইম কোভারম্যান্স। শুধু স্যাভিও নন, দেশের বিভিন্ন প্রান্তের ৬৫ জন কোচকে নিয়ে মুম্বইতে শুরু হল একটি সেমিনার। সেখানে রীতিমতো থিওরি এবং প্র্যাক্টিক্যাল ক্লাস করছেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, তনুময় বসু, নৌসাদ মুসাদের মতো প্রাক্তনরা। রব বান এই সভাতেই বলেন, “আমরা চাই একটা ভারতীয় স্টাইল তৈরি করতে। যার জন্য কোচেদের ট্রেনিং দেওয়াটা ভীষণ জরুরি।” কোভারম্যান্সের বক্তব্য, “সামনের পাঁচ দিন খুব গুরুত্বপূর্ণ। ফুটবল দর্শনটা সকলের বোঝা দরকার।” ফেডারেশনের অ্যাকাডেমিগুলি টিডি স্কট ওডোনেল বলেন, “ভারতের ফুটবলের মান বাড়াতে আমাদের সেরা ফুটবলারদের বাছতে হবে। কিন্তু তারও আগে ওই ফুটবলারদের ভাল করে শেখাতে হবে। আর সেই দায়িত্বটা তো কোচেরই।” শুধু ‘শিক্ষক’রাই নন, সেমিনারে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়াও। তাঁর কথায়, “ষাট বা সত্তরের দশকে আটকে না থেকে আমাদের সামনের দিকে তাকাতেই হবে। অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি দীর্ঘ দিন ঠিকমতো ট্রেনিংয়ের অভাব বোধ করেছি। ফেডারেশনের এই উদ্যোগ দুর্দান্ত। একেবারে সঠিক শুরু।”

টোলগের সভা পিছিয়ে আজ
টোলগে ওজবে বিতর্ক নিয়ে আইএফএ কোর কমিটির বৈঠক একদিন পিছোল। সোমবার তা হওয়ার কথা থাকলেও শেষমুহুর্তে বাতিল হয়ে আজ মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে সভা হবে বিকেল চারটেয়। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই বৈঠক হয়নি। দোষ আমার। বুধবারের মধ্যেই কোর কমিটির প্রস্তাবিত সিদ্ধান্ত হয়ে যাবে।” বৈঠক না হলেও কমিটির কিছু সদস্য কাগজপত্র খতিয়ে দেখেছেন। নানা রকম প্রস্তাব নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করেছেন। তাঁকে নিয়ে বিতর্ক মেটাতে আইএফএ সিদ্ধান্ত নিতে না পারলেও টোলগে বহাল তবিয়তে অনুশীলন করছেন মোহনবাগানের আবাসিক শিবিরে। তাঁকে দেখতে ভিড়ও হচ্ছে স্টেডিয়ামে।
দুর্গাপুরে টোলগের ছবি তুলেছেন বিশ্বনাথ মশান।
ওডাফা, ইচে, স্ট্যানলি না আসায় টোলগেই প্রধান আকর্ষণ। এ দিন অফিসের ম্যাচ খেলে দুর্গাপুর রওনা হলেন রহিম নবি ও স্নেহাশিস চক্রবর্তী। কোচ সন্তোষ কাশ্যপ দু’বেলা অনুশীলন করান টোলগেদের। সকালে ফিজিক্যাল ট্রেনিং হয়। বিকালে বল নিয়ে অনুশীলন। এ দিন মণীশ মাথানির সামান্য চোট হলেও তা গুরুতর নয়। প্রাক মরসুম অনুশীলনে মোহন-কোচ ফিজিক্যাল ট্রেনিং-এর উপর জোর দিচ্ছেন। ছেলেদের কন্ডিশন দেখে তিনি খুশিও।

মেসির পাশে নেইমার
আর্জেন্তিনীয় মহাতারকা লিওনেল মেসির পাশে কি এ বার দেখা যাবে ব্রাজিলীয় তরুণ তারকা নেইমারকে? ফুটবল বিশ্বজুড়ে এখন আলোচনা মেসি-নেইমারের এক ক্লাবে খেলা নিয়েই। নেইমারের সঙ্গে নাকি ৬০ মিলিয়ন ইউরোয় চুক্তি করেছে বার্সেলোনা। তবে নেইমার ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ। বার্সা কর্তারা ব্রাজিলীয় তারকাকে অলিম্পিকের পরেই দলে পেয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী। কারণ, ইতিমধ্যে নাকি নেইমারকে অগ্রিমও ধরিয়েছে স্পেনের ক্লাবটি। কিন্তু মনে করা হচ্ছে, ২০১৩ মরসুমেই বার্সেলোনায় খেলবেন নেইমার। ক’দিন আগেই ব্রাজিলীয় প্রাক্তন তারকা রোনাল্ডো ও রিভাল্ডো নেইমারের উদ্দেশে বলেছিলেন, নিজের প্রতিভা মেলে ধরতে ইউরোপে অবশ্যই যাওয়া উচিত। তার পরই শোনা যাচ্ছে বার্সেলোনার সঙ্গে এই চুক্তির কথা। এই চুক্তিতে অবশ্য কপাল পুড়বে চেলসি, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের। অন্য দিকে, রাশিয়ার নতুন কোচ হলেন ফাবিও কাপেলো।

নতুন শৃঙ্গে রাজা রজার
এটিপি-র টাটকা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সোমবার এক নম্বরে থেকে রজার ফেডেরার টেনিস ইতিহাসের সর্বকালীন রেকর্ড করলেন। ভেঙে দিলেন পিট সাম্প্রাসের ২৮৬ সপ্তাহ বিশ্বসেরা থাকার রেকর্ড। ফেডেরার সব মিলিয়ে ২৮৭ সপ্তাহ বিশ্বের এক নম্বর। প্রথম পাঁচে এঁরা দু’জন ছাড়া রয়েছেন ইভান লেন্ডল (২৭০ সপ্তাহ), জিমি কোনর্স (২৬৮) এবং জন ম্যাকেনরো (১৭০)। ২ ফেব্রুয়ারি ২০০৪-এ ফেডেরার প্রথম বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হন, ২২ বছর বয়সে। আগামী ৮ অগস্ট ৩১ বছরে পা দেবেন। এর মধ্যে তিনি জিতেছেন ৭৫টি এটিপি খেতাব, ২০টি মাস্টার্স চ্যাম্পিয়নশিপ, ৬টি বিশ্ব ট্যুর ফাইনাল এবং সর্বাধিক ১৭টি গ্র্যান্ড স্লাম। তাঁর কেরিয়ারে জয়-হারের হিসেব ৮৫৩-১৯২। ফেডেরারকে নিয়ে আজ এটিপি-র ওয়েবসাইটে বিশেষ বিভাগে ফেসবুক, টুইটার, ইউটিউবে বিশ্ব জুড়ে অভিনন্দনের বন্যা আছড়ে পড়ছে। সাম্প্রাস বলেছেন, “গ্রেট। একটি অসাধারণ সফল প্রচেষ্টা।” রড লেভার বলেছেন, “খেলাধুলোয় সবচেয়ে কঠিন হল নিজের শীর্ষস্থান ধরে রাখাটা। রজার সেই ক্ষমতা দেখিয়েছে।” ইভান লেন্ডল বলেছেন, “ধারাবাহিকতার শ্রেষ্ঠ উদাহরণ ফেডেরার।” বরিস বেকার বলেছেন, “জিনিয়াস। ওর গ্রেট টেনিস আর ফিটনেসের জোরেই এই অসাধ্যসাধন সম্ভব হয়েছে।” মুগ্ধ এডবার্গও।

লন্ডন অলিম্পিকে ‘অতিথি’ কর্ণ জোহর
লন্ডন অলিম্পিকে সরকারি নিমন্ত্রণ পেলেন কর্ণ জোহর। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ছাড়া এক মাত্র তিনিই ব্রিটিশ সরকারের নিমন্ত্রিত অতিথি। তাঁর জন্য আপাতত অপেক্ষা করছে ভিভিআইপি বক্সের সংরক্ষিত আসন। ব্রিটেনের তরফে এমন একটা সম্মান পেয়ে কী বলছেন তরুণ এই চিত্রপরিচালক? কর্ণ বলেন, “আমি অভিভূত এবং উচ্ছ্বসিতও বটে।” তাঁর কথায়, “কিছু দিন আগেও যদি আমায় জিজ্ঞাসা করতেন, এর মধ্যে লন্ডন যাচ্ছি নাকি...বলতাম, অলিম্পিকের সময়, ‘এক্কেবারে না’। তবে এমন সুযোগ পাওয়ার পর দ্বিতীয় বার ভাবিনি, রীতিমতো ঝাঁপিয়ে পড়েছি।”

মেয়েদের জাতীয় শিবির কলকাতায়
বহু দিন পর কলকাতায় সাইতে জাতীয় মেয়ে ফুটবলারদের শিবির শুরু হল কোচ শাহিদ জব্বারের অধীনে।

অন্য খেলায়
• প্রয়াত মোহনবাগান কর্তা ধীরেন দে’র মৃত্যুবার্ষিকী পালন ক্লাব তাঁবুতে, আজ সকাল এগারোটায়।

• মাউন্ট কুন জয় করেছে হাওড়া ট্রেকার্স অ্যান্ড মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের দল। গত শনিবার মলয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে শৃঙ্গ জয় করেন কুন্তল কাঁড়ার, অভিরাজ চট্টোপাধ্যায়, সুব্রত আদক ও রবিন সেনাপতি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.