শ্রীলঙ্কার মাটিতে নতুন মরসুমের প্রথম সিরিজে নামার আগে বিরাট কোহলির কাছে ভারতের সহ-অধিনায়কত্ব খোয়ানোর পুরনো কাসুন্দি ঘাঁটতে নারাজ গৌতম গম্ভীর। এ বারের আইপিএল জয়ী অধিনায়ক এ দিন বলেছেন, “দলে আমাকে কোনও পদ দেওয়া হল কি হল না, সেটা একেবারেই গুরুত্বপূর্ণ নয়। পেশাদার ক্রিকেটার হিসাবে আমার প্রথম কাজ দেশের হয়ে প্রতিবার মাঠে নেমে নিজের সেরাটা দেওয়া। সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ।”
গম্ভীর জানিয়েছেন, একটা দলের সাফল্য শুধুমাত্র অধিনায়কের উপর নির্ভর করে, এটা তিনি মানেন না। এ ব্যাপারে নিজের দিল্লির সতীর্থ বীরেন্দ্র সহবাগের সঙ্গে একমত হয়ে বলেছেন, “এক জন অধিনায়ক ততটাই ভাল, যতটা ভাল তাঁর দল। তাই সাফল্যের কৃতিত্ব একা অধিনায়ককে দিলে চলে না, দিতে হয় দলের প্রত্যেককে। আর প্রত্যেকে বলতে শুধু টিমের তেইশ জন ক্রিকেটার নয়, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্টের লোকজন সবার কথা বলছি আমি।” ক’দিন আগে একই ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সহবাগ। গম্ভীর অবশ্য মনে করেন, এর মধ্যে বিতর্ক খুঁজতে বসার কোনও মানে নেই। |
নতুন লক্ষ্যে। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শিবিরে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে
গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। সোমবার চেন্নাইয়ে। ছবি: পিটিআই |
চেন্নাইয়ে চলছে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শিবির। গম্ভীরের মতে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ভাল করাটা খুব জরুরি। বলেছেন, “নিজেদের ঘরের মাঠে শ্রীলঙ্কা অসম্ভব শক্তিশালী। আমাদেরও প্রতিভার অভাব নেই। তবে ওদের বিরুদ্ধে নতুন মরসুমের শুরুটা ভাল হওয়া খুব জরুরি।” সেটা পারলে গত মরসুমে টানা আট টেস্ট হারের লজ্জা ভুলে সামনের দিকে তাকানো সহজ হবে বলে মনে করেন গম্ভীর। বলেছেন, “শ্রীলঙ্কা সিরিজে সত্যিকারের পেশাদারিত্ব দেখিয়ে আমাদের নিজেদের ছন্দটা বেঁধে নিতে হবে। যাতে সেই ছন্দ সামনের ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া সিরিজে কাজে লাগানো যায়।” |