বর্ধমান |
আবু আয়েশের
এলাকাতেই সমবায়ে
ঠাঁই নেই তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান ও মন্তেশ্বর: ব্লকের ছ’টি সমবায়ে পরিচালন সমিতির ভোট ছিল একই দিনে। চারটিতে বিরোধী কেউ প্রার্থী না দেওয়ায় আগেই জিতে গিয়েছিলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রবিবার দু’টি সমবায়ে ভোটাভুটি হলে একটিতে জেতে তৃণমূল। কিন্তু অন্যটিতে সব আসনেই সিপিএম সমর্থিত প্রার্থীদের কাছে হেরে গিয়েছে তারা। ঘটনাচক্রে, সেই সমবায় থেকে কিছুটা দূরেই বাড়ি তৃণমূল নেতা তথা রাজ্য সংখ্যলঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডলের। |
|
বাঁধ বাঁচাতে কাজ শুরু দাঁইহাটে |
নিজস্ব সংবাদদাতা, দাঁইহাট: ভাগীরথীর বাঁধ বাঁচাতে দাঁইহাটে কাজ শুরু করল সেচ দফতর। প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা খরচ করে চৌধুরীপাড়া থেকে সাহাপুর পর্যন্ত বাঁধের ৭৫০ মিটার অংশ সংরক্ষণের কাজ শুরু হয়েছে। দাঁইহাট পুর-প্রধান কংগ্রেসের সন্তোষ দাস বর্ষা নামার আগেই বাঁধটির সংরক্ষণের জন্য চিঠি দেন সেচ দফতরকে। কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও রাজ্যের সেচমন্ত্রী তথা দলীয় নেতা মানস ভুঁইঞাকে ওই বাঁধটির কথা জানান। এর পরেই সেচ দফতর বাঁধ সংস্কারের জন্য টাকা অনুমোদন করেন। |
|
|
বিয়ের পিঁড়ি থেকে উদ্ধার নাবালিকাকে |
|
আসানসোল-দুর্গাপুর |
লোহা চুরির
‘স্বর্গরাজ্য’ হতে
পারে চিনাকুড়ি |
নিজস্ব সংবাদদাতা, রানিগঞ্জ: লোহা চুরির ‘স্বর্গরাজ্য’ হতে চলেছে কুলটির চিনাকুড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র— এমন আশঙ্কা প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সক্রিয় ভূমিকা নেওয়ার আবেদন জানিয়ে চিঠি পাঠালেন আসানসোলের সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। এর আগেও বিষয়টি নিয়ে রাজ্যের বিদ্যুৎমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি।
রানিগঞ্জ কয়লা ভবনে সোমবার একটি সাংবাদিক বৈঠকে বংশবাবু জানান, ২১ জুলাইয়ের মধ্যে চিনাকুড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩৫০ জন কর্মীকে স্বেচ্ছাবসর নেওয়ার আবেদনপত্র জমা দিতে বলেছে ডিপিএসসি কর্তৃপক্ষ। |
|
বুদবুদে ট্রাক নিয়ে ডাকাতি কারখানায়
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: কর্মীদের আটকে রেখে, মারধর করে কারখানার মালপত্র ট্রাকে চাপিয়ে
চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার দেবশালা পঞ্চায়েতের
কাঁকোড়া গ্রামের একটি বেসরকারি কারখানায়। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে কারখানাটি চালু হয়। মূলত ধাতব
চুল্লি, বিভিন্ন ধাতব যন্ত্রপাতি তৈরি হত ওই কারখানায়। |
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|