৮ উত্তম ধর্ম।
৯ যত দূর সম্ভব হতে
পারে বা ঘটতে পারে।
১০ কারও কারও তীর্থস্থান
ভ্রমণের মূল উদ্দেশ্য।
১১ সক্ষম বা যোগ্য।
১২ ক্ষরণ।
১৪ বাঙালিরা এ রকম পরিশ্রমে অপটু।
১৫ বর্ষাকালে জাত।
১৬ নিয়মিত প্রাতঃভ্রমণে
শরীর এমন থাকে।
১৭ ‘দেশ দেশকরি/
মন্দ্রিত তব ভেরী...’।
১৮ সৃষ্টিনাশকারী মেঘ।
২০ লোকসানের মূল্যদান।
২২ বোধ-বুদ্ধির গৌরব।
২৪ সংগীতের রাগিণী।
২৬ ভাল কাজে যা দিতে হয়।
২৭ পরিষ্কার করা হয়নি।
২৮ পরস্পর নির্ভরশীল
বসবাসকারী জনগোষ্ঠী।
২৯ ভিতর, অভ্যন্তর।
৩০ মেনে নেওয়া।
৩২ চণ্ডিকাদেবীর রূপ।
৩৪ মাঞ্জা দেওয়া রেশমি সুতো।
৩৫ ব্যাপক লুণ্ঠন।
৩৬ শিব-পার্বতীর পুত্র,
কিন্তু কৃত্তিকার দ্বারা
পালিত বলে এ রকম নাম। |
|
১ স্থায়ী ভাবে কোথাও থাকা।
২ মানবজীবনের চারটি লক্ষ্য
যথা সততা, ঐহিক সৌভাগ্য,
বাসনা ও মুক্তি।
৩ অযশস্কর।
৪ নাটকাভিনয়ের শেষে পর্দা পড়া।
৫ ফুল ধরে না এমন।
৬ যা ঘটবার সম্ভাবনা নেই।
৭ লোকসানাদি।
১৩ বাণের মতো তীক্ষ্ম চাহনি।
১৬ গ্রামে সভা, মিটিং
ইত্যাদি বসার জায়গা।
১৮ গঙ্গা, যমুনা ও সরস্বতী
নদীত্রয়ের সঙ্গমস্থল।
১৯ ঘটনার ক্রমধারা।
২১ ইনি নিত্য পূজা করেন।
২২ সর্বদা জ্ঞানের তপস্যাকারী।
২৩ অতিশয় ব্যস্ততা।
২৫ ক্রমাগত অনুরোধের দ্বারা
কারও পূর্ব ধারণা ত্যাগ করে
নতুন চিন্তা গ্রহণে বাধ্য করা।
২৬ অরাজক দেশ সম্পর্কে
এ কথাটি বলা হয়।
২৮ সভায় জনসমাবেশ।
২৯ বিনীত অনুরোধ।
৩১ যুদ্ধে জয়লাভ করেছে।
৩৩ অলক্ষ্মী। |