উত্তরবঙ্গ |
প্রাক্তন স্ত্রীকে
কুপিয়ে খুন, ধৃত |
নিজস্ব সংবাদদাতা, তুফানগঞ্জ: খোরপোষের মামলার শুনানির জন্য আদালতে যাওয়ার পথে প্রাক্তন স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার তুফানগঞ্জ মহকুমা আদালত লাগোয়া মেন রোডে মহকুমাশাসকের বাংলোর সামনে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম সুচিত্রা যাদব (৩৫)। এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ তিনি একাই আদালতে যাচ্ছিলেন। অভিযোগ, মহকুমাশাসকের বাংলোর সামনে আচমকা রাস্তা আটকে দাঁড়ান সুচিত্রা দেবীর প্রাক্তন স্বামী রামমিলন যাদব। |
|
আতঙ্কে কোচবিহার |
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: নদীর জল উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, কোচবিহারের চারটি মহকুমায় বিকেল পর্য্যন্ত ১৫ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সোমবার বিকেল পর্য্যন্ত প্রায় দেড় হাজার বাসিন্দা ওই সব ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। তার মধ্যে তুফানগঞ্জ-২ ব্লকের ফলিমারি, মহিষকুচি ও ভানুকুমারী, ছোট লাউকুঠি ও বড় লাউকুঠি বিস্তীর্ণ এলাকায় সঙ্কোশ ও রায়ডাক নদীর জল ঢুকে পড়েছে। সিঙ্গিমারি নদীর জলে প্লাবিত হয়ে পড়েছে দিনহাটার সিতাই ব্লকের কাজলিকুড়া। |
|
|
জমির গোলমালে জখম ১৬ |
গ্রেফতার দুই যুবক |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
তরাই-ডুয়ার্সে
জলবন্দি অন্তত
৫০ হাজার মানুষ |
নিজস্ব প্রতিবেদন: দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় একটানা বৃষ্টি চলছেই। পাহাড়ে ছোট-বড় ধসও অব্যাহত। সোমবার কালিম্পঙের রিয়াংয়ে ধস-বিধ্বস্ত রাস্তায় গাড়ি উল্টে খাদে পড়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের এক ইঞ্জিনিয়র ও তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। সেবক, পাঙ্খাবাড়ির রাস্তায়ও ছোট মাপের দুর্ঘটনার খবরও মিলেছে। ধস নেমেছে রোহিনীতে। সমতলে প্রায় সব নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, তরাই-ডুয়ার্স ও কোচবিহার মিলিয়ে অন্তত ৫০ হাজার মানুষ জলবন্দি। |
|
তিস্তার জলে ভাসছে গ্রাম
অনির্বাণ রায়, জলপাইগুড়ি: ওই যে দূরে কিছু ঝোপঝাড় দেখা যাচ্ছে, ওটাই সীমানা। উঁচু বাঁধের
উপরে দাঁড়িয়ে হাত তুলে দেখালেন ক্ষুদ্র সঞ্চয় অধিকর্তার দফতরের অবসরপ্রাপ্ত কর্মী গোপাল ঝাঁ।
যে দিকে সীমানা দেখালেন, শুধু জল আর জল। ঘোলা জলের মধ্যে দূরে কিছু ঝোঁপজঙ্গলের মাথা
দেখা
যাচ্ছে প্রায় দেড় কিলোমিটার দূরে। ওই সীমানার পরে তিস্তা নদী। এক সময় এলাকাটি
অসংরক্ষিত বলে পরিচিত ছিল। বছর খানেক আগে বোল্ডারের ছোট বাঁধ দিয়ে
পুরো গ্রামটি ঘিরে দিয়েছে সেচ দফতর। গ্রামে বিদ্যুৎ সংযোগও এসেছে। |
|
রুদ্র তিস্তা, চরবাসীর ঠাঁই বাধেঁ |
|
রাত বিনিদ্র সমরনগরে |
|
দুর্ভোগে দুর্গতেরা |
ভেজা ঘরদোরে ক্ষুব্ধ বিষ্ণুমায়ারা |
|
দুর্যোগ, স্থগিত আইন অমান্য |
|
গড়িমসি, রাজ্যকে
দুষলেন দেবপ্রসাদ |
ব্যবসায়ীকে
অপহরণ-খুনে ধৃত তিন |
|
মরসুমে রেকর্ড বৃষ্টি শহরে |
|
খয়েরকাটায় সূর্য, ফুলমতি |
টুকরো খবর |
|
|