নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
আগামী দু’মাসের মধ্যে বেলপাহাড়ির ওদলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ করে অন্তর্বিভাগ (ইনডোর) চালু করা হবে বলে বাসিন্দাদের লিখিত প্রতিশ্রুতি দিলেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য-স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) সবিতেন্দ্র পাত্র। বৃহস্পতিবার ওদলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম স্বাস্থ্য-জেলার ভারপ্রাপ্ত সিএমওএইচ তপনকুমার ব্যাপারী, ঝাড়গ্রামের এসিএমওএইচ ভূপতিনাথ মাঝি, বেলপাহাড়ির বিএমওএইচ উত্তম মান্ডি প্রমুখ। স্বাস্থ্য-পরিষেবা সংক্রান্ত বাসিন্দাদের দাবি ও অভাব-অভিযোগ শোনেন তাঁরা। বিকেলে বেলপাহাড়ি ব্লক অফিসের সভাঘরে ওদলচুয়ার বাসিন্দা পরেশ হেমব্রমের নেতৃত্বে কয়েক জন এলাকাবাসীর সঙ্গে আলোচনায় বসেন সিএমওএইচ সবিতেন্দ্র পাত্র-সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। এর পর লিখিত ঘোষণাপত্রে সিএমওএইচ সবিতেন্দ্র পাত্র প্রতিশ্রুতি দেন, আগামী দু’মাসের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ করে ওদলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্বিভাগটি চালু করা হবে। পাশাপাশি, সিএমওএইচ জানিয়েয়ছেন, ওদলচুয়া স্বাস্থ্যকেন্দ্র-চত্বরে পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই। প্রশাসনকে জলের ব্যবস্থাও করতে হবে।
তিন বছর আগে ভবন তৈরি হলেও ওদলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দশ শয্যা-সহ অন্তর্বিভাগ আজও চালু হয়নি। যার ফলে, ক্ষুব্ধ শিমুলপাল অঞ্চলের ৪৭টি গ্রামের কয়েকশো বাসিন্দা সোমবার বেলপাহাড়ি ব্লক-অফিস প্রাঙ্গণে অনশন-অবস্থান করেন। ঝাড়গ্রামের এসিএমওএইচ ওইদিন বেলপাহাড়ি ব্লকে গিয়ে লিখিত ভাবে আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বৃহস্পতিবার সিএমওএইচ নিজে এসে এলাকাবাসীর সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। |