শ্রুতিকে রেখে বিদায় আরাধনার
সংবাদসংস্থা • বেটুল (মধ্যপ্রদেশ) |
জন্ম থেকেই দু’বোনের যকৃৎ-হদযন্ত্র ছিল জোড়া। গত ২০ জুন এক জটিল অস্ত্রোপচারে শ্রুতি-আরাধনাকে আলাদা করে নতুন জীবন দেওয়ার মরিয়া চেষ্টা করেছিলেন দেশ-বিদেশের ২৩ চিকিৎসক। কিন্তু শেষরক্ষা হল না। আজ মারা গেল আরাধনা। শ্রুতি অবশ্য ভাল আছে। অস্ত্রোপচারের ধাক্কা ক্রমশ সামলে উঠছে সে। মাত্র তিন দিন আগে হাসপাতালে ঘটা করে পালন করা হয়েছিল দু’বোনের এক বছরের জন্মদিন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান নিজে এসেছিলেন তাদের দেখতে। বাবা-মায়ের সামর্থ্য ছিল না, তাই হাসপাতালই নিয়েছিল ওদের ভরণপোষণের দায়িত্ব। আজ সেখানে হঠাৎ নামল শোকের ছায়া। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পরেই সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়েছিল আরাধনা। আজ দু’বার সে হৃদরোগে আক্রান্ত হয়। রাত ৯টা ২০-তে সব শেষ।
|
ক্যানসার শনাক্তকরণ
নিজস্ব সংবাদদাতা • এগরা |
মহিলাদের জরায়ুমুখের ক্যানসার শনাক্তকরণ ও তার প্রতিকার নিয়ে বৃহস্পতিবার আলোচনাসভা হল ভগবানপুরের মহম্মদপুর-২ গ্রাম পঞ্চায়েত সদর উপস্বাস্থ্যকেন্দ্রে। গোয়ালাপুকুর রথমেলা কমিটির উদ্যোগে, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের পরিচালনায় ও স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় এই শিবিরে চিকিৎসক পার্থ বসু ও তাঁর অধীনে থাকা চিকিৎসকদল ছাড়াও ছিলেন অজয় বল, দেবোপম প্রধান।
|
অসুস্থ ২৫ শিশু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খেয়ে প্রায় ২৫ জন শিশু অসুস্থ হয়ে পড়ল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার উড়উড়ি গ্রামে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ায়। অসুস্থ শিশুদের সঙ্গে সঙ্গে চণ্ডীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এক আধিকারিক জানান, অসুস্থ কারও অবস্থা আশঙ্কাজনক নয়। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
|
প্রসাদ খেয়ে শতাধিক অসুস্থ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কামরূপ জেলার দখলা গ্রামে। পুলিশ জানায়, গত কাল ভেলদিয়া উৎসবের প্রসাদ বিতরণ করা হয়েছিল। প্রসাদ খাওয়ার পর থেকেই অনেকের অসুস্থ হওয়ার খবর আসতে থাকে। শতাধিক মানুষকে মির্জা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। এখনও ভর্তি রয়েছেন ৭০ জন। পুলিশ ও ফরেনসিক বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। |