|
|
|
|
শিলিগুড়িতে মেয়েকে ধর্ষণে ধৃত সৎ বাবা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধাননগর থানার দার্জিলিং মোড় এলাকা থেকে অভিযুক্তকে ধরা হয়। ধর্ষণে মদত দেওয়ার অভিযোগে কিশোরীর মাকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম লক্ষ্মী পাসোয়ান এবং সরিজান বিবি। তাদের বাড়ি ওই থানার রাজীবনগরে। ধর্ষিতা কিশোরী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ির ডিএসপি প্রদীপ পাল বলেন, “ওই ঘটনায় একটি ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরিজান বিবির চতুর্থ স্বামী লক্ষ্মী পাসোয়ান। কিছুদিন আগে অভিযুক্তকে বিয়ে করেন তিনি। সরিজানের বাড়ি সমরনগরে। তিনি কখনও স্বামীর ঘরে আবার কখনও নিজের সমরনগরের বাড়িতেই থাকতেন। তাঁর মেয়ে দীর্ঘদিন ধরেই সমরনগরের বাড়িতে আত্মীয়দের সঙ্গে থাকে। রবিবার দিনই প্রথম মেয়েকে নিয়ে রাজীবনগরে চতুর্থ স্বামীর বাড়িতে যান ওই মহিলা। রাতে কিশোরীকে ঘরের মেঝেতে শুতে দেওয়া হয়। সেখানেই তাঁকে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ। ওই কিশোরী পুলিশের কাছে অভিযোগ করেছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তাঁকে ভয় দেখানো হয়। তাঁর মায়ের সামনে গোটা ঘটনা ঘটলেও তিনি বাধা দেননি। এমনকী ঘটনার চার দিন পরেও বিষয়টি কাউকে জানাননি সরিজান বিবি। এ দিন সকালে সমরনগরের বাড়িতে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। শরীর ক্রমশ খারাপ হতে থাকলে বাড়ির অন্য সদস্যরা তাঁকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শুরু হলে চিকিৎসকরা বুঝতে পারেন ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে সে গোটা ঘটনা চিকিৎসক ও আত্মীয়দের কাছে জানিয়ে দেয়। প্রধাননগর থানার পুলিশ গিয়ে ওই কিশোরীর বক্তব্য শুনে এফআইআর দায়ের করে। পরিস্থিতি আঁচ করতে পারে অভিযুক্ত সৎ বাবা ও মা পালানোর ছক কষে। তারা দার্জিলিং মোড় হয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় পুলিশ গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। |
|
|
|
|
|