দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে ‘মতবদল’ করলেন তৃণমূলের সাংসদ দীনেশ ত্রিবেদী।
দিন দশেক আগেই সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে ওয়াশিংটনে গিয়ে প্রাক্তন রেলমন্ত্রী এবং তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী বলেছিলেন, রাষ্ট্রপতি পদের নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়ই যোগ্যতম প্রার্থী। তিনি এমনও আশা প্রকাশ
|
—নিজস্ব চিত্র |
করেছিলেন যে, প্রণববাবু সম্পর্কে তাঁর দলের মতামতও পাল্টাবে। বৃহস্পতিবার মহাকরণে সেই দীনেশকে পাশে নিয়ে তৃণমূলে তাঁর সতীর্থ সাংসদ কুণাল ঘোষ বললেন, “দীনেশ’দা আমাদের দলের প্রবীণ সদস্য। তৃণমূল পরিবারেরও সদস্য। দল হিসেবে তৃণমূল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা সিদ্ধান্ত নেবে, দীনেশ’দারও সিদ্ধান্তও সেটাই।”
দীনেশ নিজেও আর প্রণববাবুকে সমর্থন নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না! তৃণমূল সূত্রের খবর, দীনেশ ‘ঘরে’ ফিরছেন।
রেল বাজেটের দু’দিন আগে শেষবার মহাকরণে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন দীনেশ। এর পর রেল বাজেটে যাত্রীভাড়া বাড়ানো নিয়ে মমতার সঙ্গে তিক্ততা এবং তার জেরে মন্ত্রিত্ব যায় দীনেশের। তার পর থেকে তিনি কিছুটা ‘নিজের মতো’ই ছিলেন। মমতা এবং দলের অন্যদের সঙ্গে তাঁর খানিকটা ‘দূরত্ব’ও তৈরি হয়েছিল।
প্রায় চারমাস পর হঠাৎ এ দিন মহাকরণে আসেন দীনেশ। দেখা করেন মমতার সঙ্গে। প্রায় সওয়া ঘণ্টার বৈঠক শেষে দীনেশ প্রত্যাশিত ভাবেই তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা নিয়ে কোনও মন্তব্য করেননি। তিনি শুধুমাত্র বলেন, “আমার নেত্রী। আমার দল। তাই নিয়েই কথা হয়েছে।” মুখ্যমন্ত্রী মমতাই কি তাঁকে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছিলেন? জবাব এড়িয়ে দীনেশ বললেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আমার কোনও আমন্ত্রণের প্রয়োজন নেই। এটা একেবারেই রুটিন বৈঠক।” |