টুকরো খবর |
জট কাটল না বৈঠকে
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বাঁকুড়া পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা তৃণমূলের ৬ কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসেও জট কাটাতে পারলেন না তৃণমূলের জেলা নেতৃত্ব। ওই কাউন্সিলররা পুরপ্রধানের পদ থেকে তৃণমূলের শম্পা দরিপা’কে সরানোর দাবিতেই অনড় থাকলেন। ২৩ জুন উপপুরপ্রধান অলকা সেনমজুমদার-সহ তৃণমূলের ৬ কাউন্সিলর ও কংগ্রেসের ৪ কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা চিঠি দেন। এরপরেই দলীয় নেতৃত্ব আস্থা ভোট এড়ানোর চেষ্টায় নামে। তবে এই পরিস্থিতিতে পুরপ্রধান বলেন, “সোমবারের মধ্যেই আস্থা ভোট ডাকা হবে।” বৃহস্পতিবার বাঁকুড়া জেলা তৃণমূল কার্যালয়ে দলের বিক্ষুদ্ধ কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন জেলা সভাপতি অরূপ খাঁ ও জেলা কার্যকরী সভাপতি অরূপ চক্রবর্তী। জেলা নেতৃত্ব জানতে চান, জেলা বা রাজ্য নেতৃত্বকে না জানিয়ে কেন তাঁরা অনাস্থা ডেকেছেন। অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করতেও বলা হয়। বিক্ষুদ্ধ কাউন্সিলররা অভিযোগ করেন, বার বার জেলা ও রাজ্য নেতৃত্বকে পুরপ্রধানের কাজ নিয়ে অভিযোগ করার পরেও কাজের কাজ কিছু হয়নি। তাই এই পদক্ষেপ করা হয়েছে। তাঁরা অনাস্থা প্রস্তাব তুলবেন না। তবে জেলা সভাপতির দাবি, “অনাস্থা প্রস্তাব তুলে নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করা হবে ওই কাউন্সিলররা জানিয়েছেন।”
|
ফিরল স্কুল থেকে পালানো ৩ ছাত্র
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
কলকাতা দেখতে যাওয়ার জন্য স্কুল থেকে পালানো মানবাজারের তিন কিশোরকে পুরুলিয়া স্টেশনে টিকিট কাটার সময় ধরে ফেলল আরপিএফ। বুধবারের ঘটনা। পরে বাড়ির লোকেদের হাতে তাদের তুলে দেওয়া হয়। মানবাজার রাধামাধব বিদ্যায়তনের নবম শ্রেণীর তিন কিশোর শুভম মুখোপাধ্যায়, অর্পন মুখোপাধ্যায় ও শুভদীপ চক্রবর্তী বুধবার দুপুরে স্কুল চলার সময় পালিয়েছিল। তাঁরা জানিয়েছে, আগেই তারা ফন্দি এঁটে তৈরি হয়েই সকালে বাড়ি থেকে বেরিয়েছিল। ওরা পালানোর পরে ঘটনাটি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। শুভদীপ বিকেলে বাড়িতে ফোন করে জানিয়েছিল, কলকাতায় যাচ্ছে। তাঁদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বাসস্ট্যান্ড ও পুরুলিয়া স্টেশনে নজরদারি শুরু করে। পুরুলিয়ার স্টেশন ম্যানেজার শ্যামাপ্রসাদ মজুমদার বলেন, “ওরা টিকিট কাটার সময় ইতস্তত করায় আরপিএফ কর্মীদের সন্দেহ হয়। জিজ্ঞাসা করায় ওরা সব খুলে বলে।”
|
দুর্ঘটনায় মৃত ৩
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া ও বোরো |
পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। মৃতেরা হলেন--পুরুলিয়া মফস্সল থানার লাগদা গ্রামের বিপত্তারণ বাউরি (৩০), ঝাড়খণ্ডের চন্দনকেয়ারি থানার কালিদাগ গ্রামের শরিক আনসারি (৩৯) ও বোরো থানার কৃষ্ণপুরের অঞ্জলি সরেন (৩০)। মঙ্গলবার পুরুলিয়া মফস্সল থানা এলাকায় দুর্ঘটনায় শরিক আনসারি ও বিপত্তারণবাবুর মৃত্যু হয়। এক জন জখম হন। বুধবার পাথর বোঝাই লরি বোরোর নেকড়া গ্রামের কাছে উল্টে অঞ্জলি সরেনের।
|
পুনর্বাসনের দাবি
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
অবিলম্বে পুনর্বাসন দেওয়ার দাবি তুলে বড়জোড়ার ট্রান্স দামোদর কোলিয়ারি কর্তৃপক্ষকে স্মারকলিপি দিলের বাসিন্দারা। ওই খোলামুখ খনি থেকে কয়লা তোলার জন্য বিস্ফোরণ ঘটানোর ঘর-বাড়ির ক্ষতি হচ্ছে, জলের স্তর নেমে যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ। বুধবার তাঁরা কোলিয়ারির এজেন্ট অশোককুমার বিশ্বাসকে স্মারকলিপি দেন। কোলিয়ারির এজেন্টের দাবি, “পুনর্বাসন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।”
|
গ্রেফতার ৫ তৃণমূল কর্মী
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
সিপিএমের পাত্রসায়র জোনাল কমিটির সম্পাদক লালমোহন গোস্বামী, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালি বন্দ্যোপাধ্যায়কে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন মধুসূদন বাগদি, সন্দীপ সেন, বিভাস লোহার, নেদা বাগদি ও আগ বাগদি। তাঁদের বাড়ি হবপুকুর গ্রামে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গত শুক্রবার রাতে একটি বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাঁকিশোল মোড়ে সিপিএম নেতা লালমোহন গোস্বামী, দীপালি বন্দ্যোপাধ্যায়-সহ চারজনকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। লালমোহনবাবু তৃণমূলের ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পাত্রসায়র ব্লক তৃণমূল সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায়ের দাবি, “রাজনৈতিক কারণে সিপিএম দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। যাঁদের পুলিশ ধরেছে তাঁরা আমাদের দলের নিরীহ কর্মী।” সিপিএম অভিযোগ অস্বীকার করেছে। আজ, শুক্রবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে হাজির করানো হবে।
|
ফের বাল্যবিবাহ রুখল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • আড়শা |
টুম্পা দত্ত।
—নিজস্ব চিত্র। |
বিয়ের আগের দিন খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা গ্রামে গিয়ে এক নাবালিকার বিয়ে আটকালেন। বুধবার আড়শার রাহেড়ডি গ্রামের ঘটনা। আড়শার বিডিও মাধব বিসাই বলেন, “টুম্পা দত্ত নামে ওই কিশোরীর বয়েস প্রায় ১৭ বছর। প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাঁর পরিবারকে বিয়ে দিতে নিষেধ করা হয়। বৃহস্পতিবার তার বিয়ে ছিল। পাত্রপক্ষকেও জানিয়ে দেওয়া হয় বিধি মোতাবেক ওই পাত্রীর সঙ্গে এখন বিয়ে হবে না। শুনে পাত্রপক্ষও আর এগোয়নি।” জেলা সমাজকল্যাণ আধিকারিক স্বপন মুখোপাধ্যায় বলেন, “স্থানীয় সূত্রে আমাদের কাছে ওই বাল্যবিবাহের আয়োজনের খবর এসেছিল। একটি সংস্থা প্রশাসনকে সঙ্গে নিয়ে বিয়ে রুখে দেয়।”
|
মৃতের নামে ভাতা তোলার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
মৃত ব্যক্তির নামে বার্ধক্য ভাতা তোলার অভিযোগে বুধবার বরাবাজারের বিডিও-র কাছে লিখিত ভাবে জানাল বাঁশবেড়া অঞ্চল তৃণমূল। অঞ্চল কমিটির সভাপতি নেপাল মাহাতোর অভিযোগ, “সারগো গ্রামের নাড়ু সহিস তিন মাস আগে মারা দিয়েছেন। অথচ বুধবার কাজে বরাবাজার পোস্টঅফিসে গিয়ে দেখি এক ব্যক্তি তাঁর নামে টাকা তোলার চেষ্টা করছেন। স্লিপে বাঁশবেড়ার উপপ্রধান সিপিএমের ধীরেন্দ্রনাথ মণ্ডলের সই রয়েছে।” বিডিও দেবজিৎ বসু বলেন, “খোঁজ নেওয়া হচ্ছে।” ধীরেন্দ্রনাথ মণ্ডলের দাবি, “বয়স্ক ব্যক্তিদের হয়ে অনেক সময় তাঁদের বাড়ির আত্মীয়রা আসেন। খোঁজ নিয়ে জেনেছি পুরনো স্লিপ দেখিয়ে টাকা তোলার চেষ্টা হয়েছিল।”
|
দেহ উদ্ধার |
চার দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের পচাগলা দেহ মিলল বাঁশঝাড়ের ভিতর। বুধবার ওন্দার বোলাড়া গ্রামের ঘটনা। মৃতের নাম তাপস পাল (২৩)। |
|