সব্জির চড়া দামের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বাজারগুলিতে নজরদারি বাড়াল। ‘কৃত্রিম’ ভাবে যাতে বাজারে সব্জির দর না বাড়ে, তার দেখতেই সরকারি স্তরে এই নজরদারি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে প্রশাসনের তরফে ব্যবসায়ী সমিতির লোকজনদের নিয়ে ডাকা হয়েছে জরুরী বৈঠকও।
বৃহস্পতিবার সব্জির বাজারদর নিয়ন্ত্রণে জেলার সিউড়ি, বোলপুর ও রামপুরহাট মহকুমার সব্জি বাজারগুলি ঘুরে দেখলেন জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা এবং প্রশাসনিক আধিকারিকেরা। এসপি অফিস ও পুরসভা সংলগ্ন সব্জি বাজারগুলি ঘুরে দেখার সময় পুলিশ সুপার বলেন, “বাজারদর এখন আগের তুলনায় অনেকটাই কম।” অন্য দিকে, রামপুরহাটের হাটতলা ও ভাঁড়শালা মোড়ের সব্জি বাজার দু’টি ঘুরে দেখেন রামপুরহাট প্রশাসনিক ভবনের চারজন ম্যাজিস্ট্রেট। তাঁদের তরফে ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ ইব্রাহিম বলেন, “এখানকার বাজারে সব্জির দর মোটামুটি ঠিকই আছে। তবে বাজারের ভেতরের তুলনায় বাইরে দর বেশি। বিক্রেতাদের বলেছি, একই দামে সব্জি বিক্রি করতে হবে।” |
এ দিন বোলপুর হাটতলার পাইকারি ও খুচরো বাজার এবং ডাকবাংলো মোড়ের সব্জিবাজার ঘুরে দেখেন মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি, বোলপুর বাজারনিয়ন্ত্রণ সমিতির সচিব এবং কৃষি দফতরের সহকারি পরিচালক। এসডিও বলেন, “পাইকারি বাজার অপেক্ষা খুচরো বাজারে কিছুটা দাম বেশি। তবে সব্জি বাজারের দর মোটামুটি ভাবে কম আছে।” তিনি জানালেন, শুক্রবার মহকুমা দফতরে বোলপুরের পুরপ্রধান, বাজার সমিতি ও ব্যবসায়ী সঙ্ঘের কর্মকর্তাদের নিয়ে প্রশাসন একটি বৈঠক ডেকেছে। সিউড়ির এসডিও চন্দ্রনাথ রায়চৌধুরীও বলেন, “শুক্রবার সিউড়ি, সাঁইথিয়া ও দুবরাজপুরের পুরপ্রধান, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তা এবং প্রশাসনিক আধিকারিকেরা সব্জির বাজার দর নিয়ে একটি বৈঠকে বসতে চলেছেন।” |
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সিউড়ির বাজারে লঙ্কা ৮০-১০০ টাকা, পটল ২০-২৫ টাকা, ঝিঙে ১৫-২০ টাকা, বেগুন ৩৫-৪০ টাকা প্রতি কেজি দরে মিলেছে। যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা হলেও কম। আশিস সাহা, ডালিম খানদের মতো জেলার কয়েকজন পাইকারি ও খুচরো সব্জি বিক্রেতার, জেলায় এ বার তেমন ভাল বৃষ্টি না হওয়ায় সব্জির দর বেড়েছে। তবে তুলনামূলক ভাবে জেলায় সব্জির বাজারদর নিয়ন্ত্রণেই আছে। সিউড়ির কুণাল রায়, রামপুরহাটের আনন্দ মণ্ডল, বোলপুরের দীপা বাগ মতো ক্রেতারা জানালেন, মাঝে মধ্যেই দর অস্বাভাবিক ভাবে বেড়ে গেলেও এখন দাম মোটামুটি আয়ত্বের মধ্যেই আছে। অন্য দিকে, এ দিন দুপুরে সব্জির মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলাশাসক জগদীশপ্রসাদ মিনার দফতরের সামনে বিক্ষোভ দেখাল জেলা এসইউসি। |