রাস্তার উপরে থাকা কালভার্ট ভেঙে যাওয়ায় নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। এর ফলে নালার জল বাড়িতে, দোকানে ঢুকে পড়ছে। বুধবার বিকেলে বৃষ্টির পরে রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামে এই অবস্থা হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা হাটতলা সংলগ্ন পাকা রাস্তা আড়াআড়ি ভাবে কেটে দিয়েছেন। এর ফলে ওই দিন বিকেল থেকে ওই রাস্তা বাসচলাচল বন্ধ হয়ে রয়েছে। রামপুরহাট ১ পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের আহাসান আলি জানান, রাস্তা কেটে দেওয়ায় বৃহস্পতিবারও গ্রামের ভিতর দিয়ে বাস ঢোকেনি। নারায়ণপুর গ্রামের বাসিন্দা তথা নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সিপিএমের জয়দেব চৌধুরী বলেন, “কালভার্টটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল। বুধবার বিকেলে বৃষ্টির জন্য কালভার্টের একাংশ ধসে যাওয়ায় নিকাশি ব্যাহত হচ্ছে। প্রতিবাদে জল নিষ্কাসনের জন্য বাসিন্দাদের একাংশ রাস্তা কেটে দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।” গ্রামের ভিতর দিয়ে যাওয়া ওই রাস্তাটি পূর্ত দফতরের। রামপুরহাট ১ ব্লকের বিডিও আব্দুল মান্নান বলেন, “সংশ্লিষ্ট বিভাবকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।” এ দিকে, গ্রামবাসী চন্দ্রশেখর সাহা, সুমন্ত দাসদের অভিযোগ, “পূর্ত দফতরের গাফিলতির জন্য এমন অবস্থা হয়েছে।” পূর্ত দফতরের রামপুরহাট মহকুমা বিভাগের সহকারী বাস্তুকার প্রিয়ঙ্কর মাঝি বলেন, “ভাটিনা-নারায়ণপুর ৯ কিমি রাস্তা সংস্কারের জন্য দীর্ঘদিন চেষ্টা চালানো হচ্ছে। সম্প্রতি ৪ কোটি টাকা অনুমোদন মিলেছে। খুব শীঘ্রই রাস্তাটি চওড়া করে সংস্কারের কাজ শুরু হবে। ওই সময় রাস্তার উপরে থাকা সব সেতু সংস্কার করা হবে। এই অবস্থায় কেউ রাস্তা কেটে দিলে কী করার আছে।” তিনি জানান, আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হিউম পাইপ বসানো যায় কি না খতিয়ে দেখতে কর্মীরা এলাকায় গিয়েছেন। |