ফুটবলে ঐতিহাসিক সিদ্ধান্ত। গোল লাইন টেকনোলজি চালু করার পক্ষে রায় দিল আন্তর্জাতিক ফুটবল বোর্ড। বৃহস্পতিবারে আন্তর্জাতিক ফুটবল বোর্ডের সভায়। এটা প্রথম চালু হবে ডিসেম্বরে জাপানে বিশ্ব ক্লাব কাপে। যদি ঠিক ঠাক কাজ করে, তা হলে ব্রাজিল বিশ্বকাপেও প্রয়োগ করা হবে।
ইংল্যান্ডে জোর গবেষণা চলছে, ডিসেম্বরের পরে এ বার ইংলিশ প্রিমিয়ার লিগেও গোল লাইন টেকনোলজি প্রয়োগ করা হতে পারে। ফিফার দফতরে এ দিন আলোচনায় বসেছিল আন্তর্জাতিক ফুটবল বোর্ড। আলোচনার তিন বিষয়ের মধ্যে প্রধান ছিল, গোল টেকনোলজি। এ দিন আরও দুটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হল। এক, সব টুর্নামেন্টে অতিরিক্ত সহকারী রেফারি নিয়োগকে স্বীকৃতি দিয়ে দেওয়া হল। দুই, ফুটবলারদের মাথায় স্কার্ফ পরে নামার ব্যাপারে অস্থায়ী ভাবে সবুজ সঙ্কেত দেওয়া হল। স্কার্ফের রং নিয়ে অক্টোবরে সিদ্ধান্ত।
ফিফার পক্ষে যারা ফুটবলের নিয়ম বদলায় সেই আন্তর্জাতিক ফুটবল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, দুটো টেকনোলজি কাজে লাগাতে হতে পারে। এক, টেনিস বা ক্রিকেটের মতো হক আই। দুই, গোলরেফ সিস্টেম যেখানে বলের মধ্যে মাইক্রোচিপ ঢোকানো থাকবে। তবে দুটি ব্যাপারই খরচ সাপেক্ষ। এই জন্য ফিফা প্রেসিডেন্ট ব্লাটারের এ নিয়ে আপত্তি ছিল। ইউরোয় ইংল্যান্ডের ম্যাচের পরে তিনি নরম হয়েছেন। কিন্তু উয়েফা প্রেসিডেন্ট প্লাতিনি আবার গোল লাইন টেকনোলজির বিপক্ষে ছিলেন।
|
শেষ পাঁচ নিয়ম বদল |
১৯৭০: মেক্সিকো বিশ্বকাপে লাল ও হলুদ কার্ড নিয়ম চালু।
১৯৯০: অফসাইড নিয়ম পাল্টে গেল আক্রমণকারী দলের পক্ষে।
শেষ ডিফেন্ডারের লাইনে থাকলে অ্যাটাকার অন সাইড থাকবেন।
১৯৯২: গোলকিপার হাত দিয়ে ব্যাক পাস ধরতে পারবেন না।
১৯৯৪: টেকনিকাল এরিয়া চালু হল।
১৯৯৫: চতুর্থ রেফারি নিয়ম চালু হল। |
|