সুনীল ছেত্রী স্পোর্টিং লিসবনের সিনিয়র টিমে নয়, খেলবেন রিজার্ভ দলে। আসলে তাঁর হাত ধরে এ আই এফ এফের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলল রোনাল্ডো-ফিগোর পুরোনো ক্লাব। আজ দিল্লিতে ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল ও সচিব কুশল দাসের উপস্থিতিতে স্পোর্টিং লিসবনের প্রেসিডেন্ট লুইস গোদিনহো লোপেজ সুনীলকে নিজেদের ক্লাবের জার্সি পরালেন। সুনীলের সঙ্গে এখনও চুক্তি হয়নি। তবে দ্রুত হবে।
ভারতে এত দিন কোনও ক্লাব পাননি সুনীল। তাঁর কাছে ব্যাপারটা হাতে চাঁদ পাওয়ার দশা। মুখে একগাল হাসি নিয়ে বললেন “স্পোর্টিং লিসবনের মতো দলে খেলতে পাওয়ার সুযোগটা আমার কাছে স্বপ্ন সফল হওয়ার মতো ঘটনা। মাত্র ছ’দিন আগেও আমার কাছে এই ব্যাপারে কোনও খবর ছিল না। কিন্তু ঠিক ছদিন আগে আমার এজেন্ট যোগেশ জোশীই আমাকে প্রথম খবরটা দেয়। আপাতত স্পোর্টিং লিসবনে খেলছি সেটা ঠিক হয়েছে।” |
সুনীলের হাতে জার্সি তুলে দিচ্ছেন লিসবনের প্রেসিডেন্ট। ছবি: পিটিআই |
এটা কি সিনিয়র দল না রিজার্ভ দল? সুনীল বা স্পোর্টিং লিসবন প্রেসিডেন্ট এ নিয়ে কোনও কথা বলেননি। তবে তাঁর এজেন্ট বললেন, এটি বি দল। স্পোর্টিং লিসবনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে, এটি রিজার্ভ দল। সুনীলের সইয়ের থেকেও গুরুত্ব দেওয়া হয়েছে ভারতীয় ফুটবলে ক্লাবের আবির্ভাবের ব্যাপারে। সুনীল বললেন, “ওদের সঙ্গে চুক্তির খুঁটিনাটি এখনও ঠিক হয়নি। আমার কাজ হল ওই ক্লাবে গিয়ে দেড় সপ্তাহের কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে নিজের সেরাটা দেওয়া। তারপর ওরা আমাকে যেখানে খেলাবে সেখানেই খেলব। এটা আমার কাছে একটা দুর্দান্ত সুযোগ। ওটা আমি কোনওমতেই হারাতে চাই না। আমার যখন ৪০ বছর বয়স হবে তখন এটা যাতে পরের প্রজন্মকে বলতে পারি। অবশ্য এর আগেও ক্যানসাস সিটি ও কোভেন্ট্রিতে গিয়ে পরিশ্রম করে দলে জায়গা পেয়েছিলাম। এখানেও যে দলে জায়গা করে নেওয়া সহজ হবে না সেটা আমি জানি। তাই কঠোর পরিশ্রম করব। তবে লড়াই যে কঠিন। সেটাও জানি।”
ভারতীয় ফুটবলে কী ভাবে সাহায্য করবে লিসবনের ক্লাব? স্পোর্টিং প্রেসিডেন্ট গোদিনহো বললেন, “ভারতীয় ফুটবলের তৃণমূল স্তর থেকে সব সাহায্য করতে প্রস্তুত।” |