|
|
|
|
স্বীকার সিপিএমের |
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দাম কমেছে সব্জির |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামায় সব্জির মূল্যবৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে বলে স্বীকার করে নিল সিপিএম। তবে সেই স্বীকারোক্তির পাশাপাশিই দলের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য রবীন দেব বলেছেন, “এখনই মুখ্যমন্ত্রীকে সাধুবাদ দেওয়ার সময় আসেনি। জিনিসের দাম কমে তা স্থিতিশীল হয় কিনা দেখি।” বামেদের দাবি মেনে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী সর্বদল বৈঠক না-ডাকার সমালোচনা করে রবীনবাবু বলেন, “রাজ্যের নাম থেকে কাজের দিনে কলকাতায় মিছিল বন্ধ করা সব ব্যাপারেই ওঁর ডাকা সর্বদল বৈঠকে আমরা গিয়েছি। এ বার ডাকলেও যেতাম। আমরা মূল্যবৃদ্ধি রোধে সরকারকে সব রকম সাহায্য করতে চাই।” মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আগামী ১২ জুলাই কলকাতার ২০টি স্থানে প্রতিবাদ সভা করবে বামেরা। এ ছাড়া ৩১ জুলাই ধর্মতলায় সভা হবে।
কলকাতার বিভিন্ন এলাকায় বাম কর্মী-সমর্থকরা তৃণমূলের ‘আক্রমণে’র শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে কলকাতা জেলা বামফ্রন্ট। হামলা বন্ধের দাবিতে তাঁরা রাজ্যের স্বরাষ্ট্র সচিবের দ্বারস্থ হবেন বলে কলকাতা জেলা বামফ্রন্টের নেতা রবীনবাবু এদিন জানিয়েছেন। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন ও তৃণমূলের ‘আক্রমণে’র বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা ঠিক করতে বৃহস্পতিবার জেলা বামফ্রন্ট বৈঠকে বসে। বৈঠকের পর রবীনবাবু বলেন, “এর আগে পুলিশ কমিশনার কাছে লিখিত অভিযোগ করেছিলাম। কিন্তু কোনও কাজ হয়নি। তাই মহাকরণে গিয়ে স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ জানাব।” রবীনবাবুদের অভিযোগ, পূর্ব কলকাতার বেলেঘাটা এবং দক্ষিণ কলকাতার কসবা, ঢাকুরিয়া এলাকায় প্রতিনিয়ত বাম নেতা-কর্মীরা তৃণমূলের ‘হামলা’র শিকার হচ্ছেন। আর থানায় গিয়ে তৃণমূলের নেতারা বামপন্থীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। ফলে পুলিশ শুধু বাম কর্মীদেরই গ্রেফতার করছে। বামপন্থীদের অভিযোগকে থানা গুরুত্ব দিচ্ছে না। তাঁদের দাবি, অবিলম্বে এমন ‘পক্ষপাতমূলক’ কাজ বন্ধ করতে হবে। |
|
|
|
|
|