মাল্যের সম্পত্তি বেচে ঋণ আদায়ের ইঙ্গিত ব্যাঙ্কের
কিংফিশারকে পুনরুজ্জীবন প্রকল্প ১৫ দিনে পেশের নির্দেশ
গামী ১৫ দিনের মধ্যেই দেনা জর্জরিত বিমান সংস্থা কিংফিশার এয়ারলাইন্সকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা জমা দিতে বলল ১৭টি ব্যাঙ্কের জোট। বৃহস্পতিবার মুম্বইয়ে স্টেট ব্যাঙ্ক সদর দফতরে ব্যাঙ্কগুলির কনসোর্টিয়াম ও সংস্থার প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। পাশাপাশি, ঋণের টাকা আদায় করতে বিজয় মাল্য পরিচালিত সংস্থাটির দু’টি সম্পত্তি বিক্রিরও ইঙ্গিত দিয়েছে ব্যাঙ্কগুলি। পরে অবশ্য এক বিবৃতিতে ব্যাঙ্কগুলির তরফে টাকা আদায়ের জন্য সম্পত্তি বিক্রির প্রক্রিয়া শুরুর কথা অস্বীকার করেছে কিংফিশার এয়ার।
সংস্থার দাবি, মুম্বইয়ের অন্ধেরিতে কিংফিশার হাউস থেকে অফিস কিউব কর্পোরেট পার্কে সরিয়ে নিয়ে যাওয়ার পরই তারা নিজে থেকে ঋণের বন্ধক হিসেবে এই অফিস বিক্রির প্রস্তাব দিয়েছিল। এর সঙ্গেই ছিল গোয়ায় ভিলা বিক্রির প্রস্তাবও। কিন্তু এ নিয়ে ব্যাঙ্কের কনসোর্টিয়াম এখনও সিদ্ধান্ত নেয়নি। এ দিনের বৈঠকেও সংস্থা বিষয়টি তুলেছে বলে দাবি তাদের। কিংফিশার হাউসের বাজার দর ৯০ কোটি টাকা ও গোয়ার ভিলার ৩০ কোটি। ব্যাঙ্কগুলি এই সম্পত্তি বিক্রি করে ১২০ কোটি তুলতে চায়। কনসোর্টিয়াম সূত্রে খবর, তারা দর ঠিক করতে বলেছে এইচ ডি এফ সি সিকিউরিটিজ-কে। তবে কিংফিশারকে নতুন করে ঋণ দেবে না কনসোর্টিয়াম। এ দিনের বৈঠকে হাজির ছিলেন না মাল্য।
২০০৫-এ চালুর পর আজ পর্যন্ত লাভের মুখ না দেখা কিংফিশার এয়ারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭,৫০০ কোটি টাকা। ১৭টি ব্যাঙ্ক মিলে কনসোর্টিয়াম গঠন করে সংস্থাটিকে চাঙ্গা করার প্রক্রিয়া শুরু করে। বরং গত জানুয়ারি থেকে ঋণের কিস্তি শোধ দিতে না-পারায় ওই ঋণকে অনুৎপাদক সম্পদের তকমা দেয় কনসোর্টিয়ামের নেতৃত্বে থাকা স্টেট ব্যাঙ্ক। সংস্থায় যাদের মোট ঋণ প্রায় ১,৪০০ কোটি টাকা। পিএনবি ৭০০ কোটি ও ব্যাঙ্ক অফ বরোদা ৫০০ কোটি ঋণ দিয়েছে। আর আইসিআইসিআই ব্যাঙ্কের ঋণ ৪৩০ কোটি টাকা। যার পুরোটা তারা শ্রেয়ী ইনফ্রাস্ট্রাকচারকে বিক্রি করেছে। এক দিকে যেমন কর্মীদের বেতন দিতে পারছে না সংস্থা, অন্য দিকে, বিমান ও যন্ত্রাংশ কিনতে না পারায় ব্যাহত হচ্ছে পরিষেবা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.