টুকরো খবর
নিখোঁজ কিশোরী উদ্ধার
পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল দশম শ্রেণির এক ছাত্রী। প্রায় দশ মাস পরে কোচবিহারের একটি নিষিদ্ধ পল্লি থেকে তাকে উদ্ধার করল নবদ্বীপের পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে। গত বছর ২১ অগস্ট নবদ্বীপের ভালুকার কানাইনগর থেকে নিখোঁজ হয়ে যায় স্থানীয় স্কুলের ওই ছাত্রী। তার বাবা সে বছর ২৪ অগস্ট নবদ্বীপ থানায় এক যুবকের নামে তাঁর মেয়েকে অপহরণের অভিযোগ করেন। হুগলির তারকেশ্বরের রথতলার বাসিন্দা ওই যুবক ওই কিশোরীকে বিয়ে করার জন্য তাদের পরিবারের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছিলেন। ওই কিশোরীর মা বলেন, “গত বছর ২৫ জুলাই ওই যুবক এক মহিলাকে সঙ্গে করে নিয়ে আসে। দাবি করে, ওই মহিলা তার মা। তখন আমরা ওকে বলে দিয়েছিলাম, আর কখনও না আসতে। তারপরে ২১ অগস্ট আমার মেয়ে নিখোঁজ হয়ে যায়।” কিন্তু পুলিশ সে সময়ে তারকেশ্বরে গিয়ে ওই যুবকের খোঁজ পায়নি। ওই কিশোরীরও কোনও সন্ধান মেলেনি। নবদ্বীপ থানার আইসি শঙ্করকুমার রায়চৌধুরী বলেন, “আচমকা খবর মেলে ওই ছাত্রী কোচবিহারের প্রিয়াগঞ্জ এলাকায় একটি নিষিদ্ধ পল্লিতে রয়েছে। সেই মতো শুক্রবার রাতে বেরিয়ে রবিবার ওই কিশোরীকে উদ্ধার করে নবদ্বীপে নিয়ে আসা হয়।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোর্সার জল বেড়ে কোচবিহারের ওই গোটা এলাকা থইথই করছিল। সেখানেই অভিযান চালানো হয়। পুলিশের সঙ্গে ছিলেন ওই কিশোরীর বাবাও। তিনিই মেয়েকে শনাক্ত করেন।

গোষ্ঠীদ্বন্দ্বে জখম তৃণমূলের সভাপতি
তৃণমূলের বেলডাঙা-২ ব্লকের পূর্ব চক্রের সভাপতি আক্কাস আলিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূূলেরই অন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় রেজিনগরের আন্দুলবেড়িয়ায় তৃণমূলের একটি কর্মীসভায় যোগ দিতে যাচ্ছিলেন আক্কাস। তাঁর অভিযোগ, রাস্তায় তাঁকে বেধড়ক মারধর করেন তৃণমূলেরই জনা কয়েক সদস্য। রাস্তাতেই পড়ে যান আক্কাশ। তাঁকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সানোয়ার শেখের গোষ্ঠীর লোক জনই তাঁকে রাস্তায় মারধর করেছে বলে অভিযোগ আক্কাসের। যদিও সানোয়ার শেখ অভিযোগ অস্বীকার করে বলেছেন, “এই ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নেই। ওই সময়ে আমি ওই এলাকায় ছিলামও না। ওখানকার কিছু লোক তৃণমূলে ঢুকতে চাইছে। ওদের দলে নেওয়া নিয়ে আমাদের মধ্যে মতভেদ আছে। তারাই হয়ত হামলার পিছনে আছে। দলের পক্ষে হামলার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।” তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি মহম্মদ আলি বলেন, “আমি এ ব্যাপারে কিছইু জানি না। খোঁজ নিয়ে দেখছি।”

ব্যাঙ্ক-কর্তার জামিন খারিজ
৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের কর্তা প্রমোদশেখর বর্মার জামিনের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। গত ১২ এপ্রিল ফরাক্কা থানার পুলিশ তাঁকে ওই ব্যাঙ্কের বহরমপুরের আঞ্চলিক অফিস থেকে গ্রেফতার করে। তার দুই সঙ্গী অবশ্য এখনও ফেরার। সরকারি আইনজীবী ঋতুপর্না দে জানান, নিম্ন আদালতে অভিযুক্তের জামিন একাধিকবার খারিজ হয়ে গিয়েছে। এর পরে তিনি হাইকোর্টের বিচারপতি অসীমকুমার রায় ও তৌফিকউদ্দিনের ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন করেন। এ দিন বিচারক তাঁর আবেদন খারিজ করে দেন।

খুনের নালিশ
অস্বাভাবিক মৃত্যু হয়েছে সুজাতা মণ্ডল (২১) নামে এক মহিলার। সোমবার চাকদহের বাবলাতলার শ্বশুরবাড়ি থেকে তাঁর দেহটি উদ্ধার করে পুলিশ। মুজাতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, পণের টাকার জন্য শ্বাসরোধ করে সুজাতাকে খুন করেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। তাঁর শ্বশুর, শাশুড়ি ও দুই দেওরের নামে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন সুজাতার বাবা রাধেশ্যাম বারুই। সুজাতার স্বামী বিপুল ণণ্ডল কর্মসূত্রে বাইরে থাকেন। পুলিশ জানিয়েছে, সুজাতার বাপেরবাড়ির সকলে পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু
রেজেল শেখ (৪৩) নামে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কান্দির ভরতপুর থেকে পেশায় দিনমজুর রেজেলের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। অন্য দিকে এ দিনই বড়ঞার বিপ্রশিখরের বাসিন্দা সীমা সূত্রধর (৩৪) এবং খড়গ্রামের বাসিন্দা জগু কোনাই নামে আরও দুই মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

দেহ উদ্ধার
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। নাম গোলক হালদার (৪২)। সোমবার কৃষ্ণনগরের গেটরোড এলাকায় বাড়ি থেকে কিছুটা দূরে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। গোলকবাবুর পেটে ও মাথায় ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, রবিবার মাধরাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন গোলকবাবু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদের ঠেকে গণ্ডগোলের জেরেই তাঁকে খুন করা হয়েছে।

বোমা উদ্ধার
২১টি সকেট বোমা-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার কালীগঞ্জের মোলান্দি গ্রাম থেকে ওই বোমাগুলি উদ্ধার হয়। ওই গ্রামেরই বাসিন্দা শাহজাহান শেখ ও জাহাঙ্গির শেখকে গ্রেফতার করে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করেছে পুলিশ।

আইন কর্মশালা
আইন নিয়ে একটি কর্মশালার আয়োজন করে কল্যাণী বার অ্যাসোসিয়েশন। শনিবার এই কর্মশালার উদ্বোধন করেন হাইকোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.