টোলগে নিয়ে মাল্যর ফোন ইস্টবেঙ্গলে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টোলগে ওজবের সঙ্গে ‘অনৈতিক’ কিছু করা হবে না বলে বিজয় মাল্যকে জানিয়ে দিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত সোমবার বললেন, “মিস্টার মাল্যর সঙ্গে কথা হয়েছে। উনি টোলগের ব্যাপার নিয়ে জানতে চান। জানিয়েছি এই ব্যাপারে অনৈতিক কিছু হবে না। যা হওয়ার নিয়ম মেনেই হবে।” মোহনবাগানের সঙ্গে চুক্তি করার পর ইস্টবেঙ্গল তাঁর উপর মানসিক চাপ তৈরি করছে জানিয়ে ইউবি প্রধান মাল্যকে চিঠি দেন টোলগে। চিঠির কপি পাঠানো হয় সিদ্ধার্থ মাল্যকেও। এরপর ইউবি-র তরফ থেকে খোঁজখবর নেওয়া হয়। সেই সূত্রেই প্রণববাবুকে মাল্যর ফোন। লাল-হলুদ প্রেসিডেন্ট অবশ্য বলেন, “ওঁর সঙ্গে এই মরসুমের বাজেট বাড়ানো নিয়ে কথা হল। তারপর টোলগে নিয়ে কথা হয়।” মাল্যর ফোনের পর ইস্টবেঙ্গল কি টোলগের বিরুদ্ধে মামলা তুলে নেবে? প্রণববাবু বলেন, “ও যদি সরাসরি বলত, আমি তোমাদের দলে খেলব না, তা হলে সমস্যা হত না। কিন্তু ও টোকেন দিয়ে ভাউচারে সই করেছে।” টোলগে ১১ জুলাই থেকে মোহনবাগান মাঠেই অনুশীলন করবেন। ওই দিন নতুন কোচ সন্তোষ কাশ্যপও মাঠে নামছেন। ওডাফা ওকোলি যোগ দেবেন কয়েক দিন পরে। অনুশীলনে নামার দু’তিন দিন আগে পুরো দল ঘোষণা হবে। সেখানে নাকি চমক থাকবে! মোহনবাগান মরসুম শুরু করবে এয়ারলাইন্স কাপ দিয়ে। প্রথম ম্যাচ ৮ অগস্ট। সেখানে টোলগে নামবেন? মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, “মনে হয় তার আগেই আইএফএ সিদ্ধান্ত জানিয়ে দেবে।”
|
ভরত-সহ আজ ৫০০-র সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তাঁর লক্ষ্য ভারতকে অন্তত অলিম্পিকের সেমিফাইনালে তোলা। আজ লন্ডন অলিম্পিকের ভারতীয় হকি দলের অধিনায়ক ভরত ছেত্রী আসছেন রাজ্য সরকারের স্বীকৃতি পেতে। ভরত-সহ প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ৫০০ ক্রীড়াবিদকে মঙ্গলবার সংবর্ধনা দেবে রাজ্য সরকার। পুণে থেকে ভরত বললেন, “সকালের বিমানে কলকাতা যাচ্ছি। বেশি থাকা হবে না। ২২ তারিখ রওনা হতে হবে অলিম্পিকের জন্য।” বিজয় হাজারে ট্রফি জয়ী বাংলার ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হলেও অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আসবেন কি না নিশ্চিত বলতে পারেননি ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। তবে এই অনুষ্ঠানে থাকবেন অরুণ ঘোষ, তুলসীদাস বলরাম, সনৎ শেঠ-সহ ’৪৮ থেকে ’৭০ পর্যন্ত প্রাক্তন ফুটবলাররা। প্রাপকদের মধ্যে ২৫ জন প্রাক্তন। বাকিরা গত বছর বাংলাকে বিভিন্ন খেলায় সাফল্য দিয়েছেন। মরণোত্তর সম্মান হিসাবে প্রাক্তন সাঁতারু শচীন নাগ ও বডি বিল্ডার মনতোষ রায়ের পরিবারকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে। তবে যে ভাবে সফলদের পুরস্কারের জন্য বাছা হয়েছে তা নিয়ে বিতর্ক হয়েছে। টেবল টেনিসে ক্যাডেট বিভাগের সফলদের আমন্ত্রণ জানানো হয়নি। আবার শিলিগুড়ির হয়ে টিটিতে যাঁরা ট্রফি জিতেছেন তাদের ডাকা হয়নি।
|
সুপার কাপ আনছে সিএবি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পি সেন ট্রফি দিয়েই স্থানীয় ক্রিকেট মরসুম শেষ হচ্ছে না। বরং সিএবি-র নতুন আমদানি সুপার কাপ। বৃষ্টির আশঙ্কায় এগারোর বদলে পি সেন হচ্ছে আট টিমের। বাদ পড়েছিল সম্মিলিত ইউনিভার্সিটি, সম্মিলিত জেলা এবং সিএবি প্রেসিডেন্ট একাদশ। মঙ্গলবার পি সেন ফাইনালে ইস্ট-মোহন মুখোমুখি। সিএবি-র ভাবনা, ২০ জুন একটি ম্যাচ হবে সম্মিলিত জেলা আর সম্মিলিত ইউনিভার্সিটির মধ্যে। যে জিতবে, তারা ২২ জুন সুপার কপে মুখোমুখি হবে পি সেন চ্যাম্পিয়ন দলের।
|
এশীয় মিটে পদক প্রিয়াঙ্কার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলম্বোয় এশিয়ান জুনিয়র ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জোড়া পদক জিতলেন দক্ষিণ ২৪ পরগণার মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল। মেয়েদের ৪০০ মিটারের ব্যক্তিগত বিভাগে রূপোর পদক জেতা ছাড়াও রিলেতে ব্রোঞ্জজয়ী দলে ছিলেন বাংলার এই প্রতিশ্রুতিমান অ্যাথলিট। সরোবর অ্যাথলেটিক্স ক্লাবের কোচ সুভাষ সরকারের ছাত্রী প্রিয়াঙ্কার লক্ষ্য এখন সিনিয়র দলের হয়ে পদক জেতা। ওই টুর্নামেন্টে মালদহের মেয়ে শিপু মণ্ডল লং জাম্পে নেমে চতুর্থ স্থান পান।
|
রেফারিকে নিগ্রহ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ট্রেডস কাপে পুলিশ ফুটবলারদের হাতে রেফারি মার খাওয়ার কয়েক দিনের মধ্যেই ফের এক ঘটনা ঘটল। রেফারি রঞ্জিৎ বক্সিকে মারধর করেন কোল ইন্ডিয়া ক্লাবের ফুটবলাররা। রাজস্থানের কাছে কোল ইন্ডিয়া ০-১ হারলে এই ঘটনা ঘটে। |