টুকরো খবর
সাহেববাঁধ নিয়ে কমিটি
সাহেববাঁধ সংস্কার করতে গিয়ে পাড়ে মাটি ফেলায় জলাশয়ের আয়তন কমে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পাড়ের মাটিতে দূষণ রোধকারী হিসেবে যে গাছ লাগানোর প্রস্তাব রয়েছে, তা আদৌ পুরুলিয়ার আবহাওয়ায় বাঁচবে কি না তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটির মত নিতে চলেছে প্রশাসন। সম্প্রতি পুরুলিয়ায় জেলাশাসক, পুরপ্রধান ও সংস্কারের কাজে দায়িত্বপ্রাপ্ত মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক অবনীন্দ্র সিংহ বলেন, “এমইডি পরিকল্পনা নিয়েছে, জলাভূমির যে অংশে মাটি ফেলা হচ্ছে, সেখানে রিড বেড পদ্ধতির মাধ্যমে অথাৎ সারি দিয়ে গাছ লাগিয়ে বাইরের জল পরিশোধন করে বাঁধে ফেলা হবে। যে ধরনের গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, তা এখানকার আবহাওয়ায় বাঁচবে কি না তা জানা জরুরি। তাই এ জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হচ্ছে। তাঁরাই ওই বিষয়টি খতিয়ে দেখবেন।” তিনি জানান, আপাতত রিড বেড তৈরির কাজ বন্ধ রয়েছে। সাহেব বাঁধ সৌন্দর্যায়ন কমিটির চেয়ারম্যান তথা পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায় বলেন, “সাহেববাঁধকে আরও আকর্ষণীয় করার পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য ওই কমিটিকে জানাব।” তবে এমইডি-র চিফ ইঞ্জিনিয়র কৌশিক দাসের বক্তব্য জানা যায়নি। উল্লেখ্য, ২০১০ সালে কেন্দ্রীয় সরকারের পরিবেশ দফতর পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সরোবরকে জাতীয় সরোবর হিসেবে ঘোষণা করে। এখানকার জল পানীয় জল হিসেবে ব্যবহার করা হলেও দূষণও বাড়ছিল। কেন্দ্র সরকার সাহেববাঁধ সংস্কারের জন্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ করেছে। সংস্কারের দায়িত্ব পেয়েছে এমইডি। কিন্তু বাঁধের উত্তর-পশ্চিম দিকে জলাভূমির কিছুটা মাটি দিয়ে ভরাট করানো নিয়ে আপত্তি ওঠে। এ নিয়ে জেলাশাসকও রাজ্যের পরিবেশ দফতরকে চিঠি দিয়েছিলেন।

গরু পাচার রোধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ
গরু পাচার বন্ধে কাজ শুরু করল মহকুমা পুলিশ। রবিবার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানায় এক সাংবাদিক বৈঠকে জেলার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য গরু পাচার রোধের উপর বিশেষ জোর দেন। এ জন্য পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি বসিরহাটের বিভিন্ন রাস্তায় কয়েকটি চেকপোস্ট তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। অভিযান চালিয়ে পাচারের জন্য সীমান্তের দিকে নিয়ে যাওয়ার সময়ে গরু ভর্তি তিনটি গাড়ি আটক করা হয়েছে। ৩৫টি গরু এবং গরু পাচার সহ বিভিন্ন অভিযোগে ৪২ জনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সুপারের নির্দেশে এ দিন রাতে বসিরহাট মহকুমার ৯টি থানার ওসি ও আইসিদের এলাকায় বসিরহাটের এসডিপিও আনন্দ সরকারের নেতৃত্বে অভিযান শুরু হয়। স্বরূপনগরের নির্মাণ গ্রাম থেকে তরিকুল মণ্ডল নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে ৬টি গরু উদ্ধার হয়। মিনাখাঁ থানার বাসন্তী রোড দিয়ে যাওয়ার সময়ে পুলিশ তিনটি গরু ভর্তি গাড়ি আটক করে। গরু নিয়ে যাওয়ার বৈধ কাগজ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা ও ২৯টি গরু আটক করা হয়।

হাতির হামলায় মৃত্যু
দলছুট হাতির তাণ্ডবে রাতভর নাকাল হলেন আমলাখির বাসিন্দারা। মারা গেলেন দুইজন। বনবিভাগ সূত্রে খবর, কাল রাতে কলিয়াবর মহকুমা এলাকায় হাতির দল হানা দেয়। দিন দশেক ধরেই হাতির পালের আনাগোনা চলছিল এই এলাকায়। হাতি তাড়াতে গিয়ে গত সপ্তাহে, এক বনরক্ষী প্রাণও দিয়েছেন। কাল রাতে অন্য হাতিরা আমলাখি চা-বাগানের পাশ কাটিয়ে চলে গেলেও একটি হাতি ওই চা-বাগানের বসতি এলাকায় ঢুকে পড়ে। হাতির তাণ্ডবে মাটিতে মিশে যায় বেশ কিছু কাঁচা ঘর।

জঙ্গলে হাতির দেহ
বৈকন্ঠপুর ডিভিশনে তারঘেরা রেঞ্জের মেচবস্তির চেল নদী লাগোয়া এলাকা থেকে একটি পুরুষ হাতির মৃতদেহ উদ্ধার করলেন বনকর্মীরা। টহলদারির সময় সোমবার দেহটি বনকর্মীরা দেখতে পান। বৈকুন্ঠপুরের ডিএফও ধর্মদেব রাই জানান, সম্ভবত পাঁচদিন আগে হাতিটির মৃত্যু হয়েছে। ক’দিন আগে কাঠামবাড়ি তারঘেরার জঙ্গলে জলপাইগুড়ি বনবিভাগের এলাকা থেকে বড় একটি হাতির দল ঢোকে। সেই দলে সঙ্গিনীকে নিয়ে লড়াইয়ে হাতিটির মৃত্যু হতে পারে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.