এক আইনজীবীকে ‘অপহরণ’ করা হয়েছে বলে অভিযোগ করলেন তাঁর স্ত্রী। রবিবার, কলেজ স্ট্রিটের বাসিন্দা জবা শূর আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ করেন, তাঁর স্বামী অমিতাভ শূরকে অপহরণ করা হয়েছে। এবং মুক্তিপণ হিসেবে চার লক্ষ টাকা চেয়েছে অপহরণকারীরা। জবাদেবী পুলিশকে জানান, রবিবার বিকেলে অমিতাভবাবুর মোবাইলে একটি ফোন আসে। তাঁকে চাকদহে ডাকা হয়। সেখানে পৌঁছে অমিতাভবাবু জবাদেবীকে ফোন করেন। কিছুক্ষণ পরে ফের তিনি স্ত্রীকে ফোন করে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অমিতাভবাবুর কাছে কেউ টাকা পেতেন। সে কারণেই তাঁকে অপহরণ করা হয়েছে। তবে যে ব্যক্তির ফোন পেয়ে অমিতাভবাবু চাকদহে যান, তাঁকে তিনি চেনেন বলেই তদন্তকারীদের ধারণা।
|
...আরও গভীরে যাও |
|
ভরতে হবে: অতল জলের আহ্বান। সোমবার, শহরের পথে। ছবি: সুমন বল্লভ |
|
কালীঘাট-কাণ্ডে নির্যাতিতা মহিলার ভাসুর মেঘনাদ দাস অবশেষে জামিন পেলেন। সোমবার আলিপুরে জেলা ও দায়রা জজের আদালতে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়। এর ফলে এই মামলার আর কোনও অভিযুক্ত হাজতে রইলেন না। নির্যাতিতা মহিলার স্বামী বাদল দাস, শাশুড়ি অনুভা দাস, জা মিঠু দাস ও ভাসুরঝি মিতালি দাস আগেই জামিনে ছাড়া পেয়েছেন। বধূ নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগ এনে ওই বধূর অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু হয়। একই অভিযোগে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে ৬ জুন পুলিশ আদালতে চার্জশিট পেশ করে।
|
|
কংগ্রেস কাউন্সিলর মালা রায়কে তৃণমূল কমী-সমর্থকদের ‘হেনস্থার’ প্রতিবাদে
টালিগঞ্জ থানার কাছে
সভা কংগ্রেসের। বক্তৃতা দিচ্ছেন বহরমপুরের
সাংসদ অধীর চৌধুরী। সোমবারের নিজস্ব চিত্র |
|