টুকরো খবর
দিঘায় স্পা, ডিয়ার পার্ক
পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘাকে আরও মোহময়ী ও আকর্ষণীয় করতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও বন দফতরের যৌথ উদ্যোগে সৈকতের ঝাউবনে ‘ডিয়ার পার্ক’ গড়ে তোলা ছাড়াও পিপিপি মডেলে (পাবলিক প্রাইভেট পার্টনারশিপে) ‘এথনিক স্পা’, রোপওয়ে প্রভৃতি খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত ১৪ মার্চ কলকাতায় রাজ্যের নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব দেবাশিস সেনের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতায় অনুষ্ঠিত ওই বৈঠকে পর্যটন, সেচ, মৎস্য দফতরের প্রধান সচিবরা ছাড়াও বন ও ভূমি দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি, কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্তও ছিলেন ওই বৈঠকে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, দিঘা মেরিন অ্যাকোয়ারিয়ামের পাশে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালের সামনে তিন একর ঝাউবনে ‘ডিয়ার পার্ক’টি হবে। এ ছাড়াও দিঘার শেষ প্রান্তে ওড়িশা সীমান্তে উদয়পুর সমুদ্র সৈকতে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে ‘এথনিক স্পা’। কেরালার উপকূল, লাক্ষাদ্বীপ বা দুবাইয়ের বালুকাবেলার অনুকরণে প্রায় সাড়ে তিন একর জায়গার উপর ইকো-ফ্রেন্ডলি পরিবেশে গড়ে ওঠা এই ‘স্পা’তে দেশ-বিদেশের পর্যটকরা ভিড় জমাবেন বলে আশা পর্ষদ কর্তৃপক্ষের। এ ছাড়াও তৈরি হতে চলেছে তিন-তারা হোটেল। প্রতিটি প্রকল্পেরই টেন্ডার ডাকার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। দ্রুত গতিতে নিমার্ণকাজ শুরু করে দেওয়া হবে বলে পর্ষদ কর্তৃপক্ষ জানিয়েছেন।

পেট্রোলের দাম নিয়ে সিদ্ধান্ত স্থগিত
পেট্রোলের দাম কমানো নিয়ে সিদ্ধান্ত নিল না রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সোমবার মূল্যায়ন সংস্থা ফিচ-এর হুঁশিয়ারির জেরে ডলারে টাকার দাম পড়েছে আরও ৫৩ পয়সা। এ কারণেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তারা জানিয়েছে, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমায় দেশে লিটারে দাম ১.৬০ টাকা পর্যন্ত কমানো যেত। কিন্তু টাকার দাম ফের পড়ায় আমদানি খরচ বাড়বে। ফলে সিদ্ধান্ত নিতে হবে সব দিক বিবেচনা করে।

ব্যবসায়ীদের দাবি
গত রাজ্য বাজেটে বসানো প্রবেশ কর তুলে নেওয়া-সহ এক গুচ্ছ দাবি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ করল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোশিয়েসন্স। সংগঠনের পক্ষে মহেশ সিংহানিয়া জানান, কর আদায় বৃদ্ধির উপায় আলোচনা করতে প্রতি তিন মাসে অর্থমন্ত্রী এবং ছ’মাসে মুখ্যমন্ত্রী যেন তাঁদের আলোচনায় ডাকেন, সেই অনুরোধও জানিয়েছেন তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.