রাজকুমার হ্যারির পথ আটকে ক্ষমা চাইল পুলিশ |
আইন রক্ষা করতে গিয়ে বেকায়দায় খোদ পুলিশ!
ঘটনাস্থল দক্ষিণ-পশ্চিম লন্ডনের পাটনি সেতু। ঘণ্টায় প্রায় ১৬০ মাইল বেগে ছুটছিল
হাল ফ্যাশনের ডুকাটি ৮৪৮ মোটরবাইকটি। চালক ছেলেটিকে আঁকড়ে পিছনে বসে
সোনালি চুলের এক সুন্দরী। মাঝ রাস্তায় হঠাৎ রসভঙ্গ। মোটরবাইকটিকে আটকাল কয়েক
জন ট্র্যাফিক পুলিশ। পরিচয় জানতে এক
জন হেলমেট খুলতে বললেন ছেলেটিকে।
প্রথমে আপত্তি করেন হেলমেটধারী। শেষমেশ পুলিশের জোরাজুরিতে হেলমেট খুললেন তিনি। আর তাঁকে দেখেই নিমেষে পাল্টে গেল ওই পুলিশকর্মীদের চোখ-মুখ। ‘অপরাধী’ মোটরবাইক আরোহী খোদ রাজকুমার
হ্যারি। মাস আটেক আগের এই ঘটনার কথা জানিয়েছে লন্ডনের একটি ট্যাবলয়েড।
খবরে প্রকাশ, রাজকুমার হ্যারির আইন ভাঙার তেমন কোনও প্রমাণ ছিল না পুলিশের কাছে। তাই ক্ষমা চাইতে হয় তাঁদের।
কী হয়েছিল সে দিন?
নতুন বান্ধবীর মন জয় করতে সে দিন হ্যারি বিশেষ কিছু করার চেষ্টা করছিলেন। নিরাপত্তা রক্ষীদের ফাঁকি দিয়ে এক সঙ্গে কিছু ক্ষণ কাটানোই পরিকল্পনা ছিল তাঁদের। সেই মতো তারায় ভরা আকাশের নীচে নৈশভোজ সারার সব ব্যবস্থাও করা হয়ে গিয়েছিল। সেখানেই যাচ্ছিলেন দু’জনে। মাঝপথে পুলিশের জন্য সব রোম্যান্স মাটি। তার উপর নতুন বান্ধবী সঙ্গে থাকাকালীন পুলিশ ধরায় বেজায় অপমানিতও হন রাজকুমার। ‘আ..আ..আপনি কোনও ভুল করেননি’ বলে তড়িঘড়ি ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেন ওই পুলিশকর্মীরা।
তবে যে সোনালি চুলের সুন্দরীর মন জেতার জন্য এমন মরিয়া হয়ে উঠেছিলেন রাজকুমার হ্যারি, তাঁর পরিচয়টাই জানা গেল না, এটাই যা দুঃখের! |