টুকরো খবর |
উচ্ছেদের বিরোধিতায় রাস্তায় তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
২১ ও ২২ নম্বর ওয়ার্ডের মহাবীর কোলিয়ারি সংলগ্ন এলাকায় ইসিএলের কর্মী আবাসন থেকে উচ্ছেদের বিরোধিতা করে রবিবার বিকেলে মিছিল করল তৃণমূল। দলের স্থানীয় নেত্রী রূপা চট্টোপাধ্যায় জানান, কর্মী আবাসন থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের নামে ইসিএল জল এবং বিদ্যুৎ সংযোগ ছিন্ন করছে। তাঁর দাবি, রাষ্ট্রায়ত্তকরণের পরেই ইসিএল ঘোষণা করেছিল, কোলিয়ারি সংলগ্ন ৫ বর্গ কিমি এলাকায় সামাজিক উন্নয়নের দায়বদ্ধতা থেকে তারা বিনা খরচে এলাকাবাসীকে জল ও বিদ্যুৎ সরবরাহ করবে। তিনি জানান, বেসরকারি আমলে অনেক কর্মীই প্রাপ্য বকেয়া পাননি। তাঁরা ওই আবাসনে বসবাস করছেন। উচ্ছেদের সময়ে তাঁদের বিষয়টিও মাথায় রাখতে হবে ইসিএল কর্তৃপক্ষকে। ইসিএল কর্তৃপক্ষ জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশেই উচ্ছেদ প্রক্রিয়া চলছে।
|
উন্নয়নের দাবিতে বিক্ষোভ পঞ্চায়েতে |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
|
—নিজস্ব চিত্র। |
গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি, মজুরি বৃদ্ধি এবং পঞ্চায়েত এলাকায় সামগ্রিক উন্নয়নের দাবিতে সোমবার সিপিএম পরিচালিত আমরাসোঁতা পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখাল ডিওয়াইএফ এবং সারা ভারত কৃষক সভা। প্রধান শিউলি গোস্বামীর হাতে দাবিপত্র তুলে দেন তাঁরা। শিউলিদেবী জানান, তিনি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে দাবিপত্র পাঠিয়ে দেবেন।
|
তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
তৃণমূলের সংখ্যালঘু সেলের রানিগঞ্জ ব্লক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। রানিগঞ্জের বঙ্গভবনে রবিবার বিকেলে ওই সম্মেলনে উপস্থিত ছিলেন হাজি নুরুল, ইদ্রিস আলি, সাকিল আনসারি এবং স্থানীয় বিধায়ক সোহরাব আলি। সংখ্যালঘু সেলের স্থানীয় ব্লক সভাপতি জাভেদ ইকবাল জানান, তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে তাঁরা সরকারের সাফল্যের সঙ্গে বেশি বেশি করে বিগত বাম সরকারের ব্যর্থতাকে তুলে ধরবেন। তাঁদের প্রথম সম্মেলনে এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে বলে জানান তিনি।
|
ফাঁড়ির কাছেই ব্যবসায়ীর টাকা ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর কয়েক লক্ষ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির ঢিল ছোঁড়া দূরত্বে ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরাকরের ব্যাবসায়ী বালমুকুন্দ অগ্রবাল দেওঘর থেকে টাকা নিয়ে সীতারামপুর স্টেশনে নামেন। সেখান থেকে এক সঙ্গীর সঙ্গে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির কাছে অন্য একটি মোটরবাইকে চেপে আসা দুই দুষ্কৃতী তাঁদের গাড়িটি থামায়। নিমেষের মধ্যে ওই ব্যবসায়ীর টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালায় তারা। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
কয়লা চেয়ে বিক্ষোভ খনিতে |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
|
—নিজস্ব চিত্র। |
জ্বালানি কয়লা-সহ একগুচ্ছ দাবিতে খোট্টাডিহি খোলামুখ খনি কার্যালয়ে ম্যানেজারকে ঘেরাও করে সোমবার বিক্ষোভ দেখাল সিপিআই(এমএল)। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শৈলেন ভট্টাচার্য। দলের লোকাল সম্পাদক সাধন দাস জানান, ছয় মাস ধরে কর্মীদের জ্বালানির কয়লা মিলছে না। নয় মাস ধরে বেতন পাচ্ছেন না ছত্রিশগণ্ডা জল প্রকল্পের কর্মীরা। তাঁর আরও দাবি, দৈনিক খোট্টাডিহি খোলামুখ খনি থেকে ৩ লক্ষ টাকারও বেশি মূল্যের কয়লা প্রকাশ্যে চুরি হচ্ছে। খনি কর্তৃপক্ষ জানান, দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
বারাবনিতে নাটক |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
নাট্যসেনার উদ্যোগে বারাবনির অগ্নিবীণা প্রেক্ষাগৃহে আয়োজিত হল দু’দিনের নাট্যোৎসব। শনিবার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হয় রবিবার গভীর রাতে। এ বার ৩১ বছরে পা দিল এই উৎসব। শিল্পাঞ্চলের তিনটি নাট্যদল ও শিল্পাঞ্চলের বাইরে থেকে তিনটি নাটকের দল উৎসবে যোগ দেয়।
|
বিস্ফোরক-সহ ধৃত |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
এক বস্তা ডিটোনেটর-সহ দুই দুষ্কৃতীকে সোমবার গ্রেফতার করল পুলিশ। আসানসোলের এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায় জানান, চুরুলিয়া সংলগ্ন এলাকা থেকে এক বস্তা ডিটোনেটর-সহ দু’জন দুষ্কৃতীকে ধরা হয়েছে। |
|