টুকরো খবর
স্বামী-খুনে গ্রেফতার রিকশাচালকের স্ত্রী
মালদহের রতুয়ার কৈরিটোলায় রিকশা চালক পাঁচু মন্ডল খুনের ঘটনায় তাঁর স্ত্রীকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে থানায় গিয়ে স্বামীকে খুনের কথা কবুল করে তিনি আত্মসমর্পন করেন। পুলিশ জানায়, ধৃতের নাম মাধুরী মন্ডল। শনিবার রাতে পাঁচুবাবু খুন হন। যদিও গ্রেফতারের পরে মাধুরী দেবী পুলিশের কাছে দাবি করেছে, খুন করার উদ্দেশ্যে নয়। প্রাণে বাঁচতে তিনি স্বামীর পায়ে হাঁসুয়ার কোপ দেন। ঘটনার পরে রাতভর উঠানে পড়ে থাকায় ক্ষতস্থান থেকে রক্তক্ষরণের কারণে ৫৭ বছর বয়সী পাঁচুবাবু মারা যান বলে ময়নাতদন্তে পুলিশ জেনেছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “স্বামীকে খুনের ঘটনায় স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে মনে হচ্ছে পারিবারিক অশান্তির জেরে ঘটনাটি ঘটেছে।” পাঁচুবাবু রিকশা চালক হলেও ৪৫ বিঘা আম বাগানের মালিক ছিলেন। দিনরাত পরিশ্রমের টাকায় জমি কেনা ছিল তাঁর নেশা। কৃপণ বলে পরিচিত পাঁচুবাবু পরিবারের লোকজনদের ঠিকমতো খেতে দিতেন না বলে অভিযোগ। খরচের ভয়ে ছেলেমেয়ে স্কুলে পাঠাতেন না। ওই ঘটনা নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ লেগে থাকত। শনিবার রাতে ঝগড়ার সময় পাঁচুবাবু স্ত্রীকে হাঁসুয়া নিয়ে মারতে যান বলে অভিযোগ। ধস্তাধস্তির সময় হাঁসুয়া কেড়ে নিয়ে কোপ দেন স্ত্রী। ঘটনার পরে মেয়েকে নিয়ে পালিয়ে যান। রাতে থানায় আত্মসমর্পন করেন।

কংগ্রেসকে ‘খতম’ করতে চায় তৃণমূল, ‘ক্ষুব্ধ’ অধীর
তাঁদের ‘উদারতা’র সুযোগ নিয়ে তৃণমূল রাজ্যে কংগ্রেসকে ‘খতম’ করার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। সোমবার মালদহের গাজলে দলের চিন্তন শিবিরে তিনি বলেন, “রাজ্যে বামবিরোধী আন্দোলনের জন্য তৃণমূলকে সমর্থন করেছিলাম। এখন সেই উদারতার সুযোগ নিয়ে কংগ্রেসকে খতম করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। সে জন্য কংগ্রেস কর্মীদের সজাগ থাকতে হবে।” অধীরের দাবি, কংগ্রেসের হাত ধরেই এ রাজ্যে তৃণমূলের বাড়বাড়ন্ত হয়েছে। তাঁর কথায়, “২০০৪ সালে লোকসভায় রাজ্যে কংগ্রেসের ৬ জন এবং তৃণমূলের ১ জন সাংসদ ছিলেন। ২০০৯-এর ভোটের পরেও কংগ্রেসের ৬ জন সাংসদই রয়েছেন। তৃণমূলের সাংসদ বেড়ে হয়েছে ১৯। এটা কংগ্রেসের উদারতার জন্যই সম্ভব হয়েছে।” এর পরেই তৃণমূলের নাম না-করে অধীরের ক্ষোভ, “এখন যাঁরা বলছেন রাজ্য কংগ্রেসের শক্তি নেই, ২০০৯ ও ২০১১ সালের আগে তাঁরা কেন এ কথা বলেননি?” অধীরের অভিযোগ, ৩৪ বছরে সিপিএম রাজ্যে যে সন্ত্রাস করেছিল, তৃণমূল এক বছরে তা ছাড়িয়ে গিয়েছে। তিনি বলেন, “তৃণমূল সিপিএমের গুন্ডাদের দলে আশ্রয় দিচ্ছে। পুলিশের সাহায্যে সন্ত্রাস করে পঞ্চায়েত ভোটের বৈতরণী পেরনোর চেষ্টা করছে। সিপিএমের কায়দায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে হুমকি দিচ্ছে।” তৃণমূলের প্রতি তাঁর হুঁশিয়ারি, “আমি বলি, যদি ক্ষমতা থাকে, তবে সমর্থন প্রত্যাহার করে সরকার থেকে বেরিয়ে এসো।” এ দিনের শিবিরের আয়োজক ছিলেন উত্তর মালদহের সাংসদ তথা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি মৌসম বেনজির নূর।

বিদ্যুতে মৃত্যু
সংযোগ দেওয়ার সময় তড়িদাহত হয়ে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির এক ঠিকা কর্মী মারা গেলেন। সোমবার ঘটনাটি ঘটে রায়গঞ্জের দেবীনগর দেবীতলা এলাকায়। মৃতের নাম মানিকচন্দ্র বর্মন (৪৫), বাড়ি রায়গঞ্জ থানার টেনোহরি এলাকায়। তিনি কোম্পানির এক ঠিকাদারের অধীনে কাজ করতেন। এ দিন ওই ব্যক্তি বিদ্যুতের খুঁটির উপরে উঠে এক বাড়িতে সংযোগ দেওয়ার কাজ করছিলেন। ওই সময় তড়িদাহত হন। বিদ্যুৎ বণ্টন কোম্পানির রায়গঞ্জের ডিভিশনাল ইঞ্জিনিয়ার সুকান্ত মন্ডল বলেন, “কেমন করে ওই ঠিকাকর্মী তড়িদাহত হলেন তা তদন্ত করে এক রিপোর্ট রাজ্য বিদ্যুৎ ভবনে পাঠানো হবে। মৃতের পরিবার যাতে সরকারি ক্ষতিপূরণ পায় সেটাও দেখা হবে।”

চোরাই গাড়ি উদ্ধার
ছিনতাই হওয়া ছোট গাড়ি উদ্ধার করল পুলিশ। রবিবার গভীর রাতে ইসলামপুর থানার লোকনাথ কলোনি থেকে ইসলামপুর থানার পুলিশ গাড়িটি উদ্ধার করে। রবিবার বিকেলে ৩ যুবক রায়গঞ্জ থেকে ওই ছোট গাড়ি ভাড়া করে রাজ্য সড়ক হয়ে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন। করণদিঘি থানার রসাখোয়া এলাকার আন্ধারিয়ায় তাঁরা গাড়ির চালককে আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র দেখিয়ে গাড়িটি থেকে নেমে যেতে বলেন। গাড়ির চালক চিৎকার করলে চালককে আঘাত করে গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই গাড়ির চালক রসাখোয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। ইসলামপুর থানার আইসি সমীর পাল বলেন, “গাড়িটি উদ্ধার করা গেলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও ধরা যায়নি।”

প্রতিবাদীকে কুপিয়ে খুন
মাতলামির প্রতিবাদ করার এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ডুমরইল এলাকায়। পুলিশি সূত্রে জানানো হয়েছে, নিহতের নাম রাজু কর্মকার (৩৬)। তাঁকে খুন করার অভিযোগে নৃপেন কর্মকার নামের স্থানীয় এক যুবককে পুলিশ খুঁজছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, রাতে রাজুর বাড়ির সামনে অভিযুক্ত নৃপেন মদ খেয়ে চেঁচামেচি শুরু করেন বলে অভিযোগ। ঘুমের ব্যাঘাত হচ্ছে বলে প্রতিবাদ করে রাজু তাকে এলাকা থেকে সরিয়ে দেন। এর পরে গরমের কারণে তিনি বাড়ির পাশে মাঠে গিয়ে বসেন। হিলি থানার ওসি সৌম্যজিৎ রায় জানিয়েছেন, সেই সময়ে অভিযুক্ত নৃপেন আচমকায় ধারালো একটি অস্ত্র দিয়ে পিছনে থেকে রাজুকে আঘাত করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত নৃপেনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তল্লাশি শুরু করেছে পুলিশ।

দুঘর্টনায় মৃত্যু
পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ইসলামপুর থানার ধনতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম আবদুল হামিদ (৫৫)। তাঁর বাড়ি বিহারের সেরাদিঘি এলাকায়। এদিন ওই ব্যক্তি ধনতলা এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। ইসলামপুরমুখী পিকআপ ভ্যানটি তাঁকে ধাক্কা মারে। ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানোর পর তাঁর মৃত্যু হয়।

সিরাপ আটক
প্রচুর কাশির সিরাপ ধরে পুলিশের হাতে দিলেন বিএসএফের জওয়ানরা। রবিবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার রাধিকাপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে। জওয়ান তাড়া করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

সেতু নির্মাণের কাজ শেষ
ছবি: সন্দীপ পাল।
জলপাইগুড়ি শহরের সমাজপাড়া থেকে হাসপাতাল পাড়ার সংযোগকারী করলা সেতুর ওপরে সপ্তম সেতু নির্মাণের কাজ শেষ পর্যায়ে। হালকা যানবাহন চলাচলের জন্য এই সেতুটি মূলত সদর হাসপাতালে যাওয়ার সুবিধের কারণেই তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে। জলপাইগুড়ির পুরসভার প্রস্তাব মতো এসজেডিএ সেতু তৈরির কাজ শুরু করেছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হওয়া সেতুর কাজ আগামী পুজোর মরসুমের আগে শেষ হয়ে যাবে বলে এসজেডিএ জানিয়েছে। প্রায় ১ কোটি টাকা খরচ করে সেতুটি তৈরি করা হচ্ছে। সেতু তৈরির কাজ শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় সেতুর দু’দিকে সংযোগকারী রাস্তার কাজ শুরু করতেও উদ্যোগী হয়েছে এসজেডিএ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.