বেশি দামে ভর্তির ফর্ম বিক্রি করার অভিযোগকে কেন্দ্র করে টিএমসিপি ও এসএফআই সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭ জন জখম হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। টিএমসিপির অভিযোগ, গত বৃহস্পতিবার থেকে আইন বিভাগে ফর্ম দেওয়ার কাজ শুরু হয়েছে। এদিন এসএফআইয়ের এক সদস্য ৬৫ টাকার ফর্ম ৬৭৫ টাকা বিক্রি করেছে বলে অভিযোগ তোলে টিএমসিপি। তা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাতে টিএমসিপির ৪ জন এবং এসএফআইয়ের ৩ জন সমর্থক জখম হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টিএমসিপির দার্জিলিং জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “বেশি দামে ফর্ম বিক্রির প্রতিবাদ করায় এসএফআই সমর্থকরা আমাদের ৪ জনকে মারধর করেন। তাঁর মধ্যে ১ জন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা পুলিশকে সব জানিয়েছি।” এসএএফআইয়ের দার্জিলিং জেলা সভাপতি সৌরভ দাস বলেন, “অভিযোগ ঠিক নয়। প্রশাসনিক ভবন থেকে যেখানে সবাইকে ফর্ম দেওয়া হচ্ছে, সেখানে বেশি দামে বিক্রির অভিযোগ আসছে কেন বুঝতে পারছি না। ওই বিভাগে ছাত্র সংসদ আমাদের দখলে রয়েছে। সংগঠনের পক্ষে ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য ক্যাম্প করা হয়েছে। ওই ক্যাম্প বন্ধ করে দিতে এদিন টিএমসিপি হামলা চালায়। আমাদের ৩ জন জখম হয়েছেন।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্য দিকে এ দিন স্নাতকস্তরে ভর্তির ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে এসএফআই এবং টিএমসিপির মধ্যে গোলমালে উত্তেজনা সৃষ্টি হয় শিলিগুড়ি কলেজে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, বেলা ৩ টা পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কথা। কিন্তু প্রচুর প্রার্থী লাইনে থাকায় তাদের হাতে ‘টোকেন’ দেওয়া হয়। টোকেন ছাড়াই অনেকে ফর্ম জমা করছেন বলে দুই পক্ষ পরষ্পরের বিরুদ্ধে অভিযোগ তুলে গোলমাল শুরু করে। তা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। তবে শিক্ষকেরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। |