টুকরো খবর
বিদ্যুৎ নেই, ক্ষুব্ধ ফাড়াবাড়ি
এলাকায় বিদ্যুৎ না-পৌঁছনয় টালবাহানার অভিযোগ তুলেছেন ফাড়াবাড়ি গ্রাম সুধার সমিতি। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তারা এ কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, শিলিগুড়ি শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতর অধীন ওই এলাকা ফাড়াবাড়ি নেপালি বস্তি। অথচ সেখানে এখনও বিদ্যুৎ পৌঁছয়নি। ২০০৮ সাল থেকে সেখানে বিদ্যুদায়ন প্রকল্পের কাজ শুরু হয়। এখনও পর্যন্ত খুঁটি পোতা ছাড়া কিছু হয়নি। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে জেলাপ্রশাসন, জেলা পরিষদ কর্তৃপক্ষ সকলকে জানালেও কাজ কিছু হয়নি। রাজগঞ্জ ব্লকের বিডিও নরবু শেওয়াং শেরপা বলেন, “সম্প্রতি বিদ্যুৎ বিভাগের বাস্তুকারকে নিয়ে জয়েন্ট বিডিও এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। বিদ্যুদায়নের সমস্যা দ্রুত মেটানোর চেষ্টা চলছে।” ফাড়াবাড়ি গ্রাম সুধার সমিতির সভাপতি কমল ছেত্রী বলেন, “এলাকায় বসবাস প্রায় সাড়ে আটশো বাসিন্দার। বছর চারেক আগে কাজ শুরু হলেও টালবাহানার জেরে তা এখনও শেষ হয়নি।” বিদ্যুৎ না থাকার পাশাপাশি এলাকায় পানীয় জলের সমস্যা, কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র না থাকা, গত জানুয়ারি মাসে এলাকায় উদ্বোধন হওয়া সেতুর সংযোগকারী রাস্তায় গার্ডওয়াল নষ্ট হয়ে যাওয়া নিয়েও অভিযোগ তুলেছেন তারা। বিডিও জানান, তিনি এই ব্লকে নতুন। এলাকায় গিয়ে সমস্যার বিষয়গুলি দেখবেন।

অভাবী ২ মেধাবীর পাশে প্রশাসন
উচ্চ মাধ্যমিকে মালবাজার মহকুমার দুই অভাবী মেধাবী ছাত্রীকে সোমবার মালবাজার থানায় সংবর্ধনা দিল মহকুমা পুলিশ প্রশাসন। মালবাজার, মেটেলি ও নাগরাকাটা থানার ওসি এবং সার্কেল ইন্সপেক্টর অশোককুমার সাহার উপস্থিতিতে মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার কুহেলি দাস ও স্নেহা সরকার নামে ওই দুই ছাত্রীর হাতে পুরস্কার দেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন মালবাজার আদর্শ বিদ্যাভবনের প্রধান শিক্ষক সুশান্ত দত্ত। মালবাজার আদর্শ বিদ্যাভবনের ছাত্রী কুহেলি দাসের বাড়ি মালবাজার পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে ৪২৮ পেয়েছেন। মালবাজার মহকুমায় তিনি সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন। স্নেহা কলা বিভাগে ৩৬০ পেয়ে সুভাষিনী উচ্চতর বালিকা বিদ্যালয় থেকে প্রথম হন। তাঁর বাবা শ্যামল সরকার মালবাজারে একটি দর্জির দোকানের কর্মচারী। মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার দুই ছাত্রীকে তাদের কঠিন পরিস্থিতিতেও পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। কুহেলি আগামী বছর জয়েন্টে বসতে চান। আপাতত তিনি রসায়ন নিয়ে শিলিগুড়ি কলেজে ভর্তি হবেন বলে ঠিক করেছেন। স্নেহা মালবাজার কলেজে বাংলা নিয়ে পড়াশোনা করবেন বলে জানান। আগামীতে পড়াশোনার বিষয়ে অর্থের প্রয়োজনে মালবাজারের সার্কেল ইন্সপেক্টর অশোক সাহা সাহায্যের হাত এগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। মালবাজার পুলিশের এ উদ্যোগ জারি থাকবে বলে জানিয়েছেন এসডিপিও।

অভিযানে বাসিন্দারা
গ্রাম পঞ্চায়েতকে জানিয়ে লাভ হয়নি। সভা করে চাঁদা তুলে বিষাক্ত পার্থেনিয়াম সাফাই অভিযানে নামলেন ময়নাগুড়ির বাবুপাড়ার নিরুপায় বাসিন্দারা। সোমবার দিনভর ওই অভিযান চলে। এ দিন বাসিন্দারা গ্রাম পঞ্চায়েত দফতরে গিয়ে তাঁদের ক্ষোভের কথাও জানান। গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান গোবিন্দ রায় বলেন, “জঙ্গল সাফাই সহ বিভিন্ন প্রকল্প তৈরি করে পঞ্চায়েত সমিতির মাধ্যমে জেলায় পাঠানো হয়েছে। তার অনুমোদন পাওয়া গেলে কাজ শুরু হবে।” গ্রাম পঞ্চায়েত কর্তাদের বক্তব্যে বাসিন্দারা আশ্বস্ত হতে পারছেন না। তাঁদের অভিযোগ, পার্থেনিয়ামের সমস্যা আজকের নয়। বিভিন্ন সময়ে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি। স্থানীয় বাসিন্দা কবি সান্যাল বলেন, “রাস্তায় বার হওয়া যায় না। চারদিক বিষাক্ত পার্থেনিয়ামে ভরে। শিশুরা খেলবে উপায় নেই। বাধ্য হয়ে পথে নামতে বাধ্য হয়েছি।” রবিবার ওই পাড়ার বাসিন্দারা সভা করে একশো টাকা করে চাঁদা দিয়ে তহবিল গঠন করেন। ওই টাকায় টানা কয়েকদিন পার্থেনিয়াম সাফাই অভিযান চলবে।

হোটেলে অভিযান
দেহ ব্যবসায় জড়িত সন্দেহে জয়গাঁ থেকে ৪ মহিলা ও দুই ব্যক্তিকে আলিপুরদুয়ার আদালতে পাঠাল পুলিশ। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে জয়গাঁয় একটি হোটেলে হানা দিয়ে ম্যানেজার সুরেশ থাপা ও দীপক লামা নামে দু’ব্যক্তি ও চার মহিলাকে গ্রেফতার করে জয়গাঁ থানার পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর জানান, ধৃতরা সকলে দেহ ব্যবসার সঙ্গে জড়িত। সোমবার আলিপুরদুয়ার মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

জিতল বামেরাই
মালবাজার ব্লকের রাজাডাঙা উচ্চতর মাধ্যমিক স্কুলে পরিচালন সমিতি নির্বাচনে ফের জয় পেল বামফ্রন্ট। অভিভাবক প্রতিনিধিদের ৬ আসনে তৃণমূল ও কংগ্রেস সমর্থিত প্রার্থীদের তাঁরা পরাজিত করেছেন। রবিবার রাত ১০টা অবধি গণনা চলে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.