আলিপুরদুয়ার মহকুমাকে জেলায় উন্নিত করার প্রক্রিয়া শুরু হতে ডুয়ার্সের শামুকতলাকে ব্লক ঘোষণার দাবি উঠেছে। আলিপুরদুয়ার-২ এবং কুমারগ্রাম ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে ওই ব্লক গঠনের দাবি তুলেছেন বাসিন্দারা। সর্বদলীয় কমিটি করে তাঁরা আন্দোলনের প্রস্তুতিও নিয়েছেন। বাসিন্দাদের দাবি সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস ও আরএসপি। দাবি আদায়ে কংগ্রেস পৃথকভাবে আন্দোলনের ডাক দিয়েছে। আগামী বৃহস্পতিবার দলের তরফে ব্লক প্রশাসনের দফতরে স্মারকলিপি দেওয়া হবে। যদিও আলিপুরদুয়ার-২ ব্লকের বিডিও সৌমেন মাইতি ওই দাবি প্রসঙ্গে বলেন, “সরকারি ভাবে নতুন ব্লক গঠনের কোনও নির্দেশ নেই।” কিন্তু প্রশাসনের কর্তারা যাই বলুন না কেন স্থানীয় বাসিন্দারা মনে করছেন আলিপুরদুয়ার পৃথক জেলায় উন্নিত হলে শামুকতলা পৃথক মর্যাদা পাবে। সে জন্য প্রয়োজন আন্দোলন। সরকারের কাছে দাবির কথা তুলে ধরা। তাঁরা কুমারগ্রামের তুরতুরিখণ্ড, রায়ডাক পঞ্চায়েত, আলিপুরদুয়ার-২ ব্লকের শামুকতলা, কোহিনূর, তুরতুরি, মহাকালগুড়ি ও পারোকাটা গ্রাম পঞ্চায়েতকে শামুকতলার সঙ্গে জুড়ে পৃথক ব্লক গড়ার প্রস্তাব প্রশাসনের কর্তাদের কাছে রাখার প্রস্তুতি নিয়েছেন। কেন ওই প্রস্তাব রাখবেন! বাসিন্দাদের কয়েকজন জানান, তুরতুরি খণ্ড ও রায়ডাক গ্রাম পঞ্চায়েত কুমারগ্রাম ব্লকের আওতাভুক্ত। ওই দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা প্রায় চল্লিশ কিলোমিটার পথ ভেঙে তবে ব্লক অফিসে পৌঁছতে পারেন। অথচ শামুকতলা এই দুটি গ্রাম পঞ্চায়েতের অনেক কাছে। যোগাযোগ ব্যবস্থাও ভাল। তাই শামুকতলাকে ব্লক করা হলে দুটি গ্রাম পঞ্চায়েতের এক লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন। এ ছাড়াও আলিপুরদুয়ার-২ ব্লক অফিস যশোডাঙায় অবস্থিত হওয়ায় পারোকাটা, কোহিনূর, তুরতুরি, মহাকালগুড়ি ও শামুকতলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শামুকতলা ব্লক হলে তাঁদের সমস্যা মিটবে। বাসিন্দাদের বক্তব্য যথেষ্ট যুক্তিপূর্ণ বলে দাবি করেছেন স্থানীয় কংগ্রেস নেতা রতন শর্মা। তিনি বলেন, “ভৌগলিক অবস্থান এবং জনসংখ্যা বিবেচনা করে শামুকতলাকে ব্লক ঘোষণা করা জরুরি। এটা হলে এলাকা উন্নয়নের পথ সুগম হবে। বাসিন্দারা প্রশাসনিক সুবিধা পাবেন।” তিনি জানান, ওই দাবিতে আগামী বৃহস্পতিবার বিডিও-কে স্মারকলিপি দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার-২ ব্লক সভাপতি অরুণ দাস বলেন, “প্রশাসনিক কাজের সুবিধার জন্য রাজ্য সরকার বেশ কয়েকটি নতুন জেলা গঠনে উদ্যোগী হয়েছে। প্রয়োজনে নতুন মহকুমা এবং ব্লক গঠন হতেই পারে।” আরএসপি নেতা গুরুদাস ভৌমিক বলেন, “এলাকার বাসিন্দাদের দাবির সঙ্গে আমরা একমত। আমরাও চাই শামুকতালাকে ব্লকের মর্যাদা দেওয়া হোক।” |