আগামী তিন বছরের মধ্যে ‘সবার জন্য আলো’ নীতি নিয়েছে রাজ্যের নতুন সরকার। তার অঙ্গ হিসেবেই কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাজ্যের পিছিয়ে থাকা ১১টি জেলায় গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পের কাজ শুরু করে দিল বিদ্যুৎ দফতর। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তাদের পরিচালন পর্ষদের বৈঠকে এই প্রকল্পে আগ্রহী বেসরকারি সংস্থাগুলিকে কাজের বরাত দেওয়া হয়েছে।
বিদ্যুৎ দফতরের খবর, এই কাজে দফায় দফায় ২,৫০০ কোটি টাকা খরচ করা হবে। ওই টাকায় আড়াই বছরের মধ্যে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদের মতো অনুন্নত জেলার ৩৭ লক্ষ পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত জানান, গ্রামীণ বিদ্যুদয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা রাজ্য সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। রাজ্যও এই খাতে অর্থ বরাদ্দ করছে বলে মণীশবাবু জানান।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের পিছিয়ে থাকা জেলাগুলির উন্নয়নে কেন্দ্রীয় সাহায্যের দাবি জানিয়ে চাপ দিতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র শেষ পর্যন্ত রাজ্যের অনুন্নত জেলাগুলির উন্নয়নের জন্য ৮,৭৪০ কোটি টাকার একটি তহবিলের কথা ঘোষণা করে। সেই টাকার একটা বড় অংশ স্বাস্থ্য, বিদ্যুৎ, পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাওয়ার কথা। মহাকরণ সূত্রের খবর, বিদ্যুৎ দফতর পিছিয়ে থাকা জেলাগুলির জন্য খুব দ্রুত প্রকল্পের রূপরেখা জমা দিয়ে মার্চেই ২,৫০০ কোটি টাকার অনুমোদন পেয়ে যায়। আর অনুমোদনের তিন মাসের মধ্যে সেই কাজ শুরু করে দিল তারা।
এক বিদ্যুৎকর্তা জানান, বেসরকারি সংস্থাগুলি কাজ করলেও প্রকল্পের উপরে নজরদারি চালাবে রাজ্য বিদ্যুৎ বণ্টন এবং সংবহন সংস্থার আধিকারিকেরা। এই প্রকল্পে অনুন্নত জেলাগুলির বিপিএল এবং এপিএল তালিকাভুক্ত কয়েক লক্ষ পরিবার বিদ্যুৎ পরিষেবার আওতায় চলে আসবে বলে ওই কর্তা জানান। |