টুকরো খবর
আত্মহত্যায় প্ররোচনা, গ্রেফতার স্বামী-শ্বশুর
এক বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। বাঁকুড়ার পাত্রসায়র থানার রামসায়ের গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম পম্পা বাগদি (২৮)। শনিবার রাতে শ্বশুরবাড়িতে কীটনাশক খেয়ে তাঁর মৃত্যু হয়। রবিবার পম্পাদেবীর বাবা সাধু বাগদি পাত্রসায়র থানায় তাঁর মেয়েকে খুন করা হয়েছে বলে জামাই-সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বধূর স্বামী মঙ্গল বাগদি ও শ্বশুর বিজয় বাগদিকে গ্রেফতার করেছে। সোমবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে পাত্রসায়রের রামসায়ের গ্রামের বাসিন্দা মঙ্গল বাগদির সঙ্গে বিয়ে হয়েছিল বামিরা গ্রামের বাসিন্দা পম্পার। তাঁদের আট বছরের এক ছেলে ও পাঁচ বছরের এক মেয়ে রয়েছে। সাধুবাবুর অভিযোগ, “বিয়ের পর থেকেই সাংসারিক নানা কারণে শ্বশুরবাড়ির লোকজন পম্পার উপরে অত্যাচার করছিল। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে পম্পা।” জেলা পুলিশের এক আধিকারিক বলেন, প্রাথমিকভাবে অনুমান ওই বধূ কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। ওই বধূর বাবার অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে।

গরমে মৃত্যু দু’জনের
গরমের কারণে পুরুলিয়ায় ফের এক দু’জনের মৃত্যু হয়েছে। যদিও গরমের কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া পুরসভার অস্থায়ী কর্মী বরুণ দাস (৫৮) সোমবার দুপুরে কাজ সেরে মহুলঘুটায় তাঁর বাড়িতে ফেরার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা এবং তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বরুণবাবু নলকূপ সারানোর কাজ করতেন। পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায় বলেন, “প্রাথমিক ভাবে আমাদের মনে হয়েছে, গরমের কারণে তিনি অসুস্থ হয়েছিলেন।” অন্য দিকে, বিষ্ণুপুরের বাসিন্দা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক লক্ষ্মীকান্ত ধক (৫৫) রবিবার বাসে করে পুরুলিয়ায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। আত্মীয়ের বাড়িতে পৌঁছে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় সোমবার বিকেলে বোকারোয় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া, রবিবার সন্ধ্যায় আদ্রার দুবরাডি গ্রামের বাসিন্দা বিজয় বাউড়ি (৪০) নামে এক ব্যক্তির দেহ মেলে আদ্রার সব্জি বাজারের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজয়বাবু আদ্রাতেই বিভিন্ন দোকানে জল দেওয়ার কাজ করতেন। সন্ধ্যায় তাঁর দেহ পড়ে থাকতে দেখে বাসিন্দারা পুলিশে খবর দেন। ময়না-তদন্তের জন্য দেহটি পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গরমের কারণে তাঁর মৃত্যু হয়েছে কি না তা স্পষ্ট নয়।

নির্দেশ অমান্য, শিক্ষককে শো-কজ
সরকারি নির্দেশ উপেক্ষা করে তীব্র গরমের মধ্যে স্কুল খোলায় পুরুলিয়া ২ ব্লকের ছড়রা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শো-কজ করলেন জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) রাধারাণি মুখোপাধ্যায়। স্কুল পরিদর্শক বলেন, “সরকারি নির্দেশ উপেক্ষা করে ওই স্কুলের প্রধান শিক্ষক কেন হটাৎ স্কুল চালু করলেন, তার কারণ দর্শানোর জন্য তাঁকে শো-কজ করা হয়েছে। তীব্র দাবদাহের মাঝে স্কুল খোলা ঠিক হয়নি। চিঠির জবাব দেওয়ার জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে।” উল্লেখ্য, গ্রীষ্মের ছুটি চলার মাঝেই গত মঙ্গলবার থেকে সকালে স্কুল খোলায় বিতর্কের মুখে পড়েন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চৌধুরী। গত বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। ওই দিনই ফের ছুটি ঘোষণা করে দিতে বাধ্য হন নারায়ণবাবু। তিনি অবশ্য বলেন, “আমি এখনও কোনও শো-কজের চিঠি পাইনি।”

ভাতার দাবি
কয়েক মাস ধরে ভাতা না পাওয়ায় ক্ষোভ ছড়িয়েছে রঘুনাথপুর ২ ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মধ্যে। ইতিমধ্যে তাঁরা ওই ব্লকের ব্লক সুসংহত শিশু প্রকল্প আধিকারিককে (সিডিপিও) তাঁর অফিসের ভিতরে তালা দিয়ে আটকে রেখে বিক্ষোভও দেখান। সিডিপিও দিলীপ মণ্ডল জানান, আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভাতা দফতর থেকেই দেওয়া হত। কিন্তু মাস চারেক আগে নির্দেশ আসে তাঁদের ব্যাঙ্কের মাধ্যমে তা দেওয়া হবে। তাঁর অভিযোগ, “চেলিয়ামার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হলেও, ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট খোলার কাজ শেষ করতে না পারায় এই সমস্যা হচ্ছে।” ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মধ্যে অনেকেই প্রয়োজনীয় নথি জমা না করায় অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে। তবে কিছু কর্মী ও সহায়িকাকে ভাতা দেওয়া শুরু হয়েছে। রঘুনাথপুর ২ ব্লকের যুগ্ম বিডিও সমীরকুমার ভড় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

বিক্ষোভ
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার পুরুলিয়া ও বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে বিদ্যুৎ দফতরের আধিকারিকদের স্মারকলিপি দিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (অ্যাবেকা)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং গত একুশ মাসের এই বর্ধিত দাম গ্রাহকদের কাছ থেকে আদায় করা হচ্ছে অভিযোগে এ দিন রঘুনাথপুর ১, রঘুনাথপুর ২, কাশীপুর, হুড়া, পুঞ্চা, মানবাজার ও পুরুলিয়া সদরে দফতরের আধিকারিকদের স্মারকলিপি দেয় তারা। মাশুল বৃদ্ধির কোতুলপুরে স্মারকলিপি দেওয়ার আগে তারা বিক্ষোভ দেখায়।

গ্রন্থাগার ভোট
পুরুলিয়া ২ ব্লকের নজরুল স্মৃতি পাঠাগারের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। মোট ১০টি আসনের মধ্যে তৃণমূল ৬টি এবং সিপিএম ৪টি আসন পেয়েছে। এই গ্রন্থাগারের পরিচালন সমিতি এতদিন সিপিএমের দখলে ছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.