টুকরো খবর |
স্থায়ী পাকা সেতু চায় নিজদণ্ড
নিজস্ব সংবাদদাতা • এগরা |
|
ছবি তুলেছেন কৌশিক মিশ্র। |
কাঠের সেতুর বদলে পাকা সেতু নির্মাণের দাবি উঠল এগরা-২ ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত এলাকার নিজদণ্ড গ্রামের বালিঘাই-পাহাড়পুর খালের উপরে। গত বৃহস্পতিবার মহাকরণে গিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর সংবলিত একটি দাবিপত্র সেচমন্ত্রী মানস ভুঁইয়ার হাতে তুলে দেন স্থানীয় কংগ্রেস নেতা মানস করমহাপাত্র ও শান্তনু দাস। সেচমন্ত্রী ওই সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন বলে দাবি কংগ্রেস নেতাদের। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন দশক আগে পারাপারের জন্য খালের উপর স্থানীয় বাসিন্দারা বাঁশের সাকো তৈরি করেন। কিন্তু বার বার দুর্ঘটনা ঘটায় স্থানীয় পঞ্চায়েতই কাঠের সেতু তৈরি করে। প্রায় ৬০ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া সাঁকোটি দিয়ে যাতায়াত করেন স্থানীয় প্রায় ২০টি গ্রামের বাসিন্দা। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রকাশ রায়চৌধুরী বলেন, “বালিঘাই-পাহাড়পুর খালের উপর নিজদণ্ড, হুড়কুচিয়া, বামুনিয়াবাড়, অস্তিচক, ধলগোদা গ্রামে একই রকম কাঠের সেতু রয়েছে। সব জায়গাতেই পাকা সেতুর প্রয়োজন। সেচ দফতর সেতুগুলির নির্মাণ ও সংস্কারের দায়িত্ব না নেওয়ায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সীমিত সামর্থ্যেই কাজ করতে হয়। কিন্তু অর্থাভাবে সব সময়ে সেতুগুলির সংস্কার সম্ভব হয় না। ফলে সেতুগুলি জীর্ণ হয়েছে।” স্থানীয় পঞ্চায়েত সদস্য শর্বরী মাইতির বক্তব্য, “পাকা সেতুর জন্য বার বার আবেদন জানানো হলেও তা হয়নি। এ বার সেচমন্ত্রীর আশ্বাস পেয়ে আমরা পাকা সেতুর ব্যাপারে আশাবাদী।”
|
দিঘায় হেলিপ্যাড বানাতে পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা, কাঁথি |
|
দিঘায় পরিদর্শনে বিশেষজ্ঞদল। |
রাজ্যের সৈকতকেন্দ্র দিঘায় আরও বেশি পর্যটক টানতে সড়ক ও রেলপথ ছাড়াও জল ও বিমান পথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল জানিয়েছেন, কলকাতা থেকে সরাসরি আকাশপথে দিঘায় আসার জন্য হেলিকপ্টার সার্ভিস চালুর ভাবনাচিন্তা চলছে। রবিবার দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার অধিগৃহীত পবনহংস হেলিকপ্টার লিমিটেড-এর তিন সদস্যের বিশেষজ্ঞদল দিঘায় হেলিপ্যাডের জায়গা নির্বাচনের জন্য আসে। সৌমেনবাবু তাঁদের নিউদিঘার তিনটি জায়গা দেখান। বিশেষজ্ঞদল তার মধ্যে দু’টি পছন্দ করে। ওই প্রতিনিধিদের তরফে ক্যাপ্টেন আই আহমেদ বলেন, ‘‘কলকাতা-দিঘা হেলিকপ্টার-সার্ভিস চালু হলে পযর্টকেরা মাত্র হাজার পাঁচেক টাকায় অনেক কম সময়ে দিঘায় আসতে পারবেন।” ‘পবনহংস’ শুধু দিঘা-কলকাতা নয়, মন্দারমণি ও তাজপুর সৈকতের জন্য ‘সি-প্লেন’ সার্ভিস চালু করতেও চায়। তাজপুর মোহনা পরিদর্শন করেও বিশেষজ্ঞদল সন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি সৌমেনবাবুর। রাজ্য ভূতল পরিবহণ সংস্থার পক্ষে সুনীল রায় ও কাঁথির ডেপুটি ম্যাজিস্ট্রেট অঞ্জন বিশ্বাসও উপস্থিত ছিলেন পরিদর্শনের সময়।
|
উপনির্বাচনে আশ্বাস পর্যাপ্ত নিরাপত্তার
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
|
—নিজস্ব চিত্র। |
আজ উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে দাসপুরে। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লক থেকে সোমবার সকালেই ভোটকর্মীরা ঘাটাল শহরে চলে আসেন। ঘাটাল কলেজ থেকে ইভিএম মেশিন-সহ ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কর্মীরা চলে যান কলেজ-সংলগ্ন অরবিন্দ স্টেডিয়ামে। সেখান থেকে গাড়িতে দাসপুর বিধানসভা এলাকার বিভিন্ন বুথে রওনা হন। ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী জানান, দাসপুরে ভোটকর্মী থাকছেন ১৪৫৬ জন। জেলার পুলিশ সুপার সুনীল চৌধুরী জানান, ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-সহ মোট ২০০০ হাজার আরক্ষাকর্মী থাকবেন নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে। প্রতি বুথে ৩ জন করে আরক্ষাকর্মী থাকবেন। গাড়িতেও টহল চলবে। গণনা ও ফলপ্রকাশ আগামী শুক্রবার, ১৫ জুন।
|
নাড়াজোলের কথা
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
রবিবার এক অনুষ্ঠানে প্রকাশিত হল নাড়াজোলের সমাজ-সংস্কৃতি ও রাজ পরিবার নিয়ে একটি বই। দেবাশিস ভট্টাচার্যের লেখা ৩৬০ পাতার বইটি উদ্বোধন করেন ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী। উপস্থিত ছিলেন কবি ও লেখক রোহিনীনাথ মঙ্গল, প্রাক্তন অধ্যাপক অজিত বেরা-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বইটিতে এলাকার নদ-নদী, কৃষি ব্যবস্থা নিয়েও আলোচনা রয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজ-পরিবারের সদস্য সন্দীপ খান।
|
এগরার নাবালিকা উদ্ধার কলকাতায়
নিজস্ব সংবাদদাতা • এগরা |
নিখোঁজ এক নাবালিকাকে কলকাতা থেকে উদ্ধার করল এগরা থানার পুলিশ। রবিবার তাকে উদ্ধার করা হয়। সোমবার এগরা হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর তাকে কাঁথি এসিজেএম আদালতে হাজির করা হলে বিচারক গোপন জবানবন্দিও নেন। পুলিশ সূত্রে খবর, গত ৬ জুন এগরার খেজুরদা গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কিশোরী। গ্রামের কয়েকজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা। তার ভিত্তিতেই পুলিশ শনিবার খেজুরদা গ্রামের অভিমন্যু বারিককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করেই ওই কিশোরীর খোঁজ মেলে বলে জানিয়েছে পুলিশ। অন্য অভিযুক্তরা পলাতক।
|
কংগ্রেসের দাবি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের চিকিৎসক প্রদীপ দাসের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাল কংগ্রেস। সোমবার সন্ধ্যায় জেলা কংগ্রেস সভাপতি অসিত পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল তমলুক থানায় এই দাবিতে স্মারকলিপি দিতে যান। ওই চিকিৎসকের পাশাপাশি শহরের সাধারণ মানুষের নিরাপত্তার দাবিও জানানো হয়। গত মঙ্গলবার রাতে জেলা হাসপাতালে ময়নাতদন্তের বিশেষজ্ঞ চিকিৎসক প্রদীপ দাসের বাড়িতে তৃণমূল যুব কংগ্রেসের তমলুক শহর সভাপতি চঞ্চল খাঁড়ার নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ চঞ্চলবাবুকে গ্রেফতারও করে। পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পান। |
|