|
|
|
|
গড়াপেটার অভিযোগ নিয়ে তদন্তে আইসিসি |
তিন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে বলিউড অভিনেত্রীকে জেরা |
নিজস্ব প্রতিবেদন |
বলিউড অভিনেত্রীর আইসিসি গোয়েন্দার সামনে স্বীকারোক্তি নিয়ে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে ক্রিকেটমহলে। এমনকী স্পট ফিক্সিং তদন্তে চলে এসেছে কয়েক জন ভারতীয় ক্রিকেটারের নামও। তবে তাঁদের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ ওঠেনি। নূপুর মেহতা নামে এই অভিনেত্রীকে সোমবার মুম্বইতে জেরা করেন আইসিসি দুর্নীতি দমন শাখার অফিসার অ্যালান পিকক।
কয়েক মাস আগে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নূপুর মেহতার নাম ওঠে। এ বছর মার্চে লন্ডনের ‘দ্য সানডে টাইমস’ দিল্লির এক জুয়াড়ির ওপর গোপন ক্যামেরা অভিযান চালায়। তখনই প্রকাশ্যে আসে এই অভিনেত্রীর নাম। তখন অভিযোগ উঠেছিল বিশ্বকাপে ম্যাচ গড়াপেটার। এমনকী ভারত-পাকিস্তান ম্যাচেও গড়াপেটা হয়েছিল বলে শোরগোল পড়ে গিয়েছিল। আইসিসি গোয়েন্দার সামনে নূপুর কী বলেছেন তার এক্সক্লুসিভ খবর বের করে এনেছে এবিপি নিউজ (আগে যা স্টার নিউজ ছিল)। নূপুর এবিপি নিউজকে জানিয়েছেন, আইসিসি গোয়েন্দার সামনে জেরায় তাঁর সঙ্গে তিন ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। নূপুর বলেছেন, সেই তিন ক্রিকেটারের সঙ্গে তাঁর নিছকই বন্ধুত্বের সম্পর্ক। এবং সেই বন্ধুত্বের সম্পর্কও সামাজিক স্তরে সীমাবদ্ধ। ব্যক্তিগত নয়। নূপুর আইসিসি গোয়েন্দাকে এ-ও জানিয়েছেন, এক নামী শ্রীলঙ্কান ক্রিকেটার এবং তিন জন প্রথম সারির ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারের সঙ্গেও তাঁর বন্ধুত্ব আছে। এঁদের মধ্যে কয়েক জন সম্প্রতি আইপিএলেও খেলেছেন। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটার যথেষ্ট সফল হয়েছেন এই আইপিএলে। নূপুরের জেরার পুরোটাই রেকর্ড করে রেখেছে এবিপি নিউজ। জুহুর ম্যারিয়ট হোটেলে জেরা করা হয় নূপুর মেহতাকে। তবে জেরার পর পিকক এবিপি নিউজকে শুধু বলেন, সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর আইসিসি জনসংযোগ বিভাগ দেবে। নূপুর অবশ্য এবিপি নিউজকে জানিয়েছেন, বিভিন্ন পার্টিতে অনেক ক্রিকেটারের সঙ্গেই তাঁর আলাপ হয়েছে। |
|
|
|
|
|