টুকরো খবর |
লি-হেশ হয়তো অলিম্পিকে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এগারো জুন চলে যেতেই লন্ডন অলিম্পিকে লি-হেশ জুটির খেলার সম্ভাবনা উজ্জ্বল হল। আর সানিয়া মির্জার সামনে আইটিএফের ওয়াইল্ড কার্ড ছাড়া অলিম্পিকে যাওয়ার আর কোনও রাস্তা থাকল না। সোমবারই ছিল অলিম্পিক টেনিসে সরাসরি যোগ্যতা পাওয়ার শেষ দিন। এ দিনের এটিপি এবং ডব্লিউটিএ র্যাঙ্কিং অনুযায়ী যা ঠিক হবে। ডাবলসে প্রথম দশে থাকায় লিয়েন্ডার পেজ (৭) একমাত্র সরাসরি অলিম্পিকে যেতে পারছেন। এটা তাঁর ষষ্ঠ অলিম্পিক। ভারতীয়দের মধ্যে একমাত্র শুটার রনধীর সিংহের যে নজির আছে। কিন্তু মহেশ ভূপতি (১২) এবং রোহন বোপান্না (১৩) প্রথম দশের বাইরে থাকায় দু’জনের এক জন অলিম্পিক যেতে পারেন। যাঁকে লিয়েন্ডারের পার্টনার হিসেবে এআইটিএ বেছে নেবে ১৫ জুনের নির্বাচনী বৈঠকে। ভারতীয় টেনিস সংস্থার এক প্রভাবশালী কর্তা এ দিন দাবি করলেন, “মহেশের সঙ্গে এআইটিএর কথা হয়েছে। অলিম্পিকে যাওয়ার অন্য উপায় না থাকায় মহেশকে এখন লিয়েন্ডারের সঙ্গেই জুটি বাঁধতে হবে। আগে যাই বলে থাকুক ও।” সানিয়াও এ দিন ডাবলস র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে নেমে গিয়েছেন। তাঁকেও তাই এখন ওয়াইল্ড কার্ডের দিকে তাকিয়ে থাকতে হবে। চারটে ওয়াইল্ড কার্ডের মধ্যে দুটো পেয়ে গেছে প্যারাগুয়ে ও লিচেনস্টেনের দুই মেয়ে। তবে এআইটিএ আশাবাদী সানিয়াও ওয়াইল্ড কার্ড পাবেন।
|
অলিম্পিক হকিতে অধিনায়ক ভরতই |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
লন্ডন অলিম্পিকে ভারতীয় হকি দলের নেতৃত্ব দেবেন বাংলার ভরত ছেত্রী। আজলন শাহ কাপে যে দল খেলেছিল, তার থেকে বাদ পড়েছেন স্ট্রাইকার যুবরাজ বাল্মীকি ও রূপিন্দর পাল সিংহ।
চোট সারিয়ে ওঠার পর থেকেই যুবরাজ নিজের ফর্মে নেই। একই অবস্থা রূপিন্দর পালেরও। এই দু’জনের জায়গায় দলে এলেন ইগনাস তির্কে ও গুরবিন্দর সিংহ চান্ডি। ১৬ সদস্যের ভারতীয় হকি দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসাবে যাবেন স্মরণজিৎ সিংহ ও কোঠাজিৎ সিংহ। দলের সঙ্গে মাত্র দু’জন গোলকিপারই যাচ্ছেন। ভরত ছেত্রী ও পি আর শ্রীজেস। অভিজ্ঞ ইগনেস তির্কেকে দলে আনা হল নড়বড়ে ভারতীয় ডিফেন্সকে সামাল দিতে। ডিফেন্সের বাকি দুই খেলোয়াড় হলেন ড্র্যাগ-ফ্লিকার সন্দীপ সিংহ ও ভি আর রঘুনাথ। মাঝমাঠ সামলাবেন সহ-অধিনায়ক সর্দার সিংহ, মনপ্রিত সিংহ, বীরেন্দ্র লাকরা ও গুরবাজ সিংহ। চিফ-কোচ- মাইকেল নবস। সহকারী কোচ মহম্মদ রিয়াজ ও ক্লরেন্স লোবো।
|
ফের নজর টানলেন পূজারা-সামি |
সংবাদসংস্থা • সেন্ট ভিনসেন্ট |
ক্যারিবিয়ান সফরে দ্বিতীয় বেসরকারি টেস্টে ভারত ‘এ’ প্রথম ইনিংসে ১৫ রানে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’র থেকে পিছিয়ে পড়ল। চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনের শেষে স্থানীয় দল দ্বিতীয় ইনিংসে ৬-০। প্রথম ম্যাচে ভারত ‘এ’-কে জেতানোর পরে এই ম্যাচেও নজর টানলেন অধিনায়ক চেতেশ্বর পূজারা এবং বাংলার পেসার সামি আমেদ। সামি ৪ উইকেট নেন ৪৩ রানে। অশোক দিন্দা নেন ২ উইকেট। বিপক্ষকে ২১৭-তে অলআউট করার পর ভারত ‘এ’ ২০২ তোলে। পূজারা সর্বোচ্চ স্কোরার (৬৭)। মনোজ তিওয়ারি (২৩), ঋদ্ধিমান সাহা (২০) আউট হওয়ার পর ব্যাটেও ২০ রান করেন সামি।
|
কিংশুক মহমেডানে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের কোনও দলে জায়গা হল না মোহনবাগানের গত বারের সবথেকে ধারাবাহিক ডিফেন্ডার কিংশুক দেবনাথের। সোমবার তিনি সই করতে বাধ্য হলেন মহমেডানে। এই হালের জন্য দায়ী তিনি নিজেই। বেশি লোভ করতে গিয়ে ডুবলেন। গত বার কার্ডের জন্য তিনটে বাদে সবুজ-মেরুন জার্সি পরে সব ম্যাচ খেলেছেন। এ বার তিনি পুরানো দলের কাছে গত বারের পাঁচ গুণ দর হাঁকেন। যা শুনে চোখ কপালে ওঠার জোগাড় কর্তাদের। তাঁরা আর যোগাযোগ করেননি। নিয়ে নেন সালগাওকরের স্টপার খেলেম্বা সিংহকে। প্রয়াগ ইউনাইটেডও তাঁকে চায়নি। হতাশ কিংশুক বললেন, “আই লিগের টিম পেলাম না। কী আর করব?” মোহনবাগানের লেফটব্যাক ধনরাজনও সই করতে পারেন মহমেডানে। এ দিকে, জাতীয় দলের নতুন কোচ উইম কোভারনসকে নিয়ে ফেডারেশনের ডাকা সভা পিছিয়ে গেল। নেদারল্যান্ডসের কোচ আসবেন বুধবার রাতে। সভা হবে ১৫ জুন।
|
জিতলেন হ্যামিল্টন |
নিজস্ব প্রতিবেদন |
বলা হচ্ছে ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’। চলতি মরসুমে প্রতি রেসে নতুন বিজয়ীর ধারা অব্যাহত রইল কানাডাতেও। রেস জিতলেন ম্যাকলারেনের লুইস হ্যামিল্টন। সপ্তম রেসে তিনি সাত নম্বর চ্যাম্পিয়ন! ফর্মুলা ওয়ানের ইতিহাসে যা কখনও ঘটেনি। কানাডায় তিন বার জিতে হ্যামিল্টন ছুঁলেন মাইকেল শুমাখার আর নেলসন পিকে-কে। রেসটা প্রায় নিখুঁত চালান ব্রিটিশ তারকা। আপাতত ৮৮ পয়েন্ট নিয়ে চালকদের চ্যাম্পিয়নশিপেও শীর্ষে তিনি।
|
টোলগে সমস্যা মেটাতে পারেন বিজয় মাল্য |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টোলগে ওজবেকে নিয়ে ঝামেলা মেটাতে হস্তক্ষেপ করতে পারেন ইউ বি প্রধান বিজয় মাল্য। ইউ বি সূত্রের খবর, দু’একদিনের মধ্যেই এ ব্যাপারে ইস্টবেঙ্গলের বক্তব্য জানতে চাওয়া হবে। ইস্টবেঙ্গল তাঁকে মানসিক ভাবে হেনস্তা করছে এই অভিযোগ জানিয়ে মাল্যকে চিঠি লিখেছিলেন মোহনবাগানের সঙ্গে চুক্তি করা অস্ট্রেলীয় স্ট্রাইকার।
|
সাকিবদের জার্সিতে সহারা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পনসর হয়েছে সহারা। সোমবার লখনউতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান মুস্তাফা কামাল সহারার লোগো লাগানো জার্সি আনুষ্ঠানিক ভাবে তুলে দেন সহারা-প্রধান সুব্রত রায়ের হাতে।
|
রামদিনের জরিমানা |
ক্রিকেট মাঠে নজিরবিহীন বিক্ষোভ দেখানোর মাসুল দিতে হল ওয়েস্ট ইন্ডিজ উইকেকিপার দীনেশ রামদিনকে। রবিবার সেঞ্চুরি করে ভিভ রিচার্ডসের বিরুদ্ধে স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখানোর জন্য আজ তাঁকে ম্যাচ ফি-র কুড়ি শতাংশ জরিমানা করলেন ম্যাচ রেফারি রোশন মহানামা।
|
কার্লোসের অভিযোগ |
চুক্তিমতো টাকা না পাওয়ায় কলকাতার প্রিমিয়ার ডিভিসনের ক্লাব সাদার্ন সমিতির বিরুদ্ধে অভিযোগ জানালেন কোচ কার্লোস পাহিরা। ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন ও ব্রাজিলে ভারতীয় দূতাবাসে অভিযোগ জানিয়ে তিনি লিখেছেন, “সাদার্নে যেন কোনও ব্রাজিলীয় ফুটবলারকে খেলার অনুমতি না দেওয়া হয়।”
|
খোখোতে জয়ী হুগলি |
রাজ্য খো খো সংস্থার পরিচালনায় রানাঘাটে হয়ে গেল ৫৫তম খো খো প্রতিযোগিতা। ২৭ মে এই প্রতিযোগিতায় ২০টি দল যোগ দেয়। পুরুষ ও মহিলা বিভাগে জয়ী হুগলি। |
|