|
|
|
|
টুকরো খবর |
বস্তির উন্নয়ন চেয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
জলের মাস্টার প্ল্যান দ্রুত কার্যকর করা, শহরে পানীয় জলের সঙ্কট মেটানো, সব গরিব মানুষকে বিপিএল তালিকাভুক্ত করা-সহ নানা দাবিতে সোমবার মেদিনীপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম প্রভাবিত বস্তি সংগ্রাম কমিটি। পরে পুর-কর্তৃপক্ষকে স্মারকলিপিও দেওয়া হয়। মেদিনীপুর শহরে প্রায় ৯০টি বস্তি রয়েছে। গত তিন-চার বছরে কয়েকটি নতুন বস্তিও গড়ে উঠেছে। বস্তিতে কয়েক হাজার মানুষ বসবাস করেন। কিন্তু এই সব এলাকার উন্নয়নের দিকে পুর-কর্তৃপক্ষের তেমন নজর নেই বলেই অভিযোগ করেছে কমিটি। বস্তি এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ। সেখানে রাস্তা নেই। পর্যাপ্ত পানীয় জলের যোগান নেই। নিয়মিত আবর্জনা সাফাই করা হয় না। নিকাশি নালা নেই। নোংরা জল বাড়ির সামনে দিয়ে বয়ে যায়। পাকা রাস্তা নেই। সামান্য বৃষ্টি হলেই বাসিন্দাদের জল-কাদা পেরিয়ে বাড়িতে পৌঁছতে হয়। শুধু বস্তি এলাকা নয়, শহরের নতুন বসতি এলাকাতেও একই সমস্যা রয়েছে। এ দিনের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন কমিটির নেতা কমল ঘোষ, হিমাদ্রি দে, সুকুমার আচার্য প্রমুখ। মেদিনীপুরের উপ-পুরপ্রধান এরশাদ আলি অবশ্য বলেন, “আগের থেকে বস্তি এলাকাগুলোর চেহারা পাল্টেছে। নতুন রাস্তা তৈরি হয়েছে। আলোর ব্যবস্থা হয়েছে। নলকূপ তৈরি হয়েছে।” তাঁর কথায়,“ এ ক্ষেত্রে শুধু অভিযোগ করার জন্যই অভিযোগ করা হচ্ছে। পরিস্থিতি যে পাল্টেছে, তা বস্তির বাসিন্দারাও জানেন।” তবে মাস্টার প্ল্যান দ্রুত চালু করা প্রয়োজন বলে মানছেন উপ-পুরপ্রধানও। তিনি বলেন, “এ জন্য পদক্ষেপও করা হচ্ছে।”
|
আলকাপের নাটক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
খড়্গপুর শহরের ট্রাফিক এলাকায় নাট্য গোষ্ঠী আলকাপের মহলাকক্ষে মঞ্চস্থ হল ‘সম্রাট ভূত দেখেছেন ভূত’। নাটকটির রচয়িতা উদয়ন ঘোষ। আলকাপের শিল্পীরাই নাটকটি পরিবেশন করেন। এই নাটকে অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তীর্থঙ্কর চক্রবর্তী, অভীক চট্টোপাধ্যায়। প্রচণ্ড গরমেও নাটক দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
|
তিন কবি স্মরণে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রবিবার খড়্গপুর শহরের ইন্দা দুর্গামন্দিরে হয়ে গেল রবীন্দ্র-সুকান্ত-নজরুল সন্ধ্যা। ‘সৃষ্টি-নীড়ে’র এই অনুষ্ঠানে নাচ-গান-আবৃত্তি পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। হয় আলেখ্য, ‘অবাক ভারত, অবাক করেছ তুমি’। |
|
|
|
|
|