আজ দাসপুরে ভোট
 
ইভিএমে ভোট সকাল ৮টা থেকে ৫টা।
গণনা ও ফলপ্রকাশ ১৫ জুন, শুক্রবার।
দাসপুর-২ ব্লক ও দাসপুর-১ ব্লকের বাসুদেবপুর, দাসপুর-১, দাসপুর-২, নন্দনপুর-১, নন্দনপুর-২, পাঁচবেড়িয়া পঞ্চায়েত এলাকা নিয়ে এই কেন্দ্র।
ঘাটাল কলেজ প্রাঙ্গণে তালিকা মেলানোয় ব্যস্ত ভোটকর্মীরা।
মোট প্রার্থী: ৪। মূল লড়াইয়ে তৃণমূলের মমতা ভুঁইয়া বনাম সিপিএমের সমর মুখোপাধ্যায়। রয়েছেন বিজেপি ও নির্দল-প্রার্থী।

মমতা ভুঁইয়া:
দাসপুরের মানুষ
সরকারের উন্নয়ন-কর্মসূচিকে
সমর্থন জানিয়ে আমাদেরই ভোট দেবেন।

সমর মুখোপাধ্যায়:
সরকারের
কাজে মানুষ হতাশ। আমাদের কথা
মানুষ শুনেছেন। এ বার রায় দেবেন।
আগের ফল: ২০১১-এ তৃণমূল প্রার্থী জেতেন ২৪, ৯২৭ ভোটে। (তৃণমূলের প্রাপ্ত ভোট ৫৪.৭৬% , সিপিএমের প্রাপ্তি ছিল ৪২.২৪ %)। ২০০৯-এর লোকসভা ভোটে তৃণমূলের ‘লিড’ ছিল ১০,২২৮ ভোটের। ২০০৬-এ সিপিএম জেতে ৩,১৭৭ ভোটে। ২০০১-এ তৃণমূলে জেতে ৪,৩১৯ ভোটে।
ভোটার: ২ লক্ষ ৪৭ হাজার ৫৭৭। (মহিলা ১ লক্ষ ১৯ হাজার ২৪১, পুরুষ ১ লক্ষ ২৮ হাজার ১৪৬। সার্ভিস-ভোটার ১৮৯। অন্যান্য ১)। এ বার বুথ: ৩০৩টি।
পরে বুথের উদ্দেশে রওনা দেন তাঁরা।
জরুরি ফোন নম্বর: অংশুমান অধিকারী, এসডিও ৯৪৩৪৭৪৪৬৭০। সুনীল চৌধুরী, পুলিশ সুপার ৭৪০৭০০০৩৩৩। পর্যবেক্ষক হরিরাজ কিশোর ৯৪৩৪৬৬৫৬৬১।

ছবি: সৌমেশ্বর মণ্ডল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.