ইভিএমে ভোট সকাল ৮টা থেকে ৫টা।
গণনা ও ফলপ্রকাশ ১৫ জুন, শুক্রবার। |
দাসপুর-২ ব্লক ও দাসপুর-১ ব্লকের বাসুদেবপুর, দাসপুর-১, দাসপুর-২, নন্দনপুর-১, নন্দনপুর-২, পাঁচবেড়িয়া পঞ্চায়েত এলাকা নিয়ে এই কেন্দ্র। |
|
ঘাটাল কলেজ প্রাঙ্গণে তালিকা মেলানোয় ব্যস্ত ভোটকর্মীরা। |
মোট প্রার্থী: ৪। মূল লড়াইয়ে তৃণমূলের মমতা ভুঁইয়া বনাম সিপিএমের সমর মুখোপাধ্যায়। রয়েছেন বিজেপি ও নির্দল-প্রার্থী। |
মমতা ভুঁইয়া: দাসপুরের মানুষ
সরকারের উন্নয়ন-কর্মসূচিকে
সমর্থন জানিয়ে আমাদেরই ভোট দেবেন। |
সমর মুখোপাধ্যায়: সরকারের
কাজে মানুষ হতাশ। আমাদের কথা
মানুষ শুনেছেন। এ বার রায় দেবেন। |
আগের ফল: ২০১১-এ তৃণমূল প্রার্থী জেতেন ২৪, ৯২৭ ভোটে। (তৃণমূলের প্রাপ্ত ভোট ৫৪.৭৬% , সিপিএমের প্রাপ্তি ছিল ৪২.২৪ %)। ২০০৯-এর লোকসভা ভোটে তৃণমূলের ‘লিড’ ছিল ১০,২২৮ ভোটের। ২০০৬-এ সিপিএম জেতে ৩,১৭৭ ভোটে। ২০০১-এ তৃণমূলে জেতে ৪,৩১৯ ভোটে। |
ভোটার: ২ লক্ষ ৪৭ হাজার ৫৭৭। (মহিলা ১ লক্ষ ১৯ হাজার ২৪১, পুরুষ ১ লক্ষ ২৮ হাজার ১৪৬। সার্ভিস-ভোটার ১৮৯। অন্যান্য ১)। এ বার বুথ: ৩০৩টি। |
|
পরে বুথের উদ্দেশে রওনা দেন তাঁরা। |
জরুরি ফোন নম্বর: অংশুমান অধিকারী, এসডিও ৯৪৩৪৭৪৪৬৭০। সুনীল চৌধুরী, পুলিশ সুপার ৭৪০৭০০০৩৩৩। পর্যবেক্ষক হরিরাজ কিশোর ৯৪৩৪৬৬৫৬৬১। |
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |