চোরাচালানের অভিযোগে মামলা চলায় বাংলাদেশ বিমানের অপারেশন ম্যানেজার মহম্মদ আরিফুর রহমান আপাতত কলকাতা ছাড়তে পারবেন না। সোমবার কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। এ দিনই আরিফুরের ভারতে থাকার মেয়াদ শেষ হয়ে যায়। তবে আদালতের নির্দেশে শুক্রবার পর্যন্ত তিনি কলকাতায় থাকতে পারবেন। ওই দিন ফের শুনানি হবে।
অভিযোগ, গত ২৮ অগস্ট রাতে কলকাতায় বাংলাদেশ বিমানের উড়ানের এক যাত্রীর একটি প্যাকেট-সহ শুল্ক দফতরের হাতে ধরা পড়ে যান আরিফুর। বিমানবন্দরের যে-রাস্তা দিয়ে আন্তর্জাতিক উড়ানের যাত্রীরা বাইরে আসেন, সেই পথ ছেড়ে ওই যাত্রীর প্যাকেট নিয়ে অন্য দিক দিয়ে বেরোনোর চেষ্টা করছিলেন তিনি। সেই প্যাকেটে প্রায় ৪০ লক্ষ টাকার মাইক্রো এসডি (স্টোরেজ ডিভাইস) কার্ড ছিল। মোবাইল ফোনে এই কার্ড ভরে তথ্য মজুত করা যায়। সাধারণ ভাবে কোনও যাত্রী একসঙ্গে অত কার্ড নিয়ে ভারতে আসতে পারেন না। শুল্ক দফতরের সন্দেহ, আরিফুর ওই চোরাচালানের সঙ্গে যুক্ত। তাঁকে গ্রেফতার করা হয়। তার পরে তাঁকে সাসপেন্ড করে বাংলাদেশ বিমান। তিনি এখন জামিনে মুক্ত। গ্রেফতারের পরে শুল্ক দফতর আরিফুরের পাসপোর্ট বাজেয়াপ্ত করে।
পাসপোর্ট ফেরত চেয়ে সম্প্রতি হাইকোর্টে আবেদন জানান আরিফুর। তাঁর বক্তব্য, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি আর ভারতে থাকতে পারেন না। অথচ পাসপোর্ট না-থাকায় তিনি বাংলাদেশেও যেতে পারছেন না। শুল্ক দফতরের তরফে আদালতে বলা হয়, এই অবস্থায় আরিফুর যদি দেশ ছেড়ে যান, তা হলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি দীপঙ্কর দত্ত জানান, আদালতের নির্দেশে শুক্রবার পর্যন্ত কলকাতায় থাকতে হবে আরিফুরকে। শহর ছেড়ে তিনি অন্য কোথাও যেতে পারবেন না। |