টুকরো খবর
পক্ষাঘাতগ্রস্ত যুবকের মৃত্যু, আঙুল বাবার দিকে
পর্ণশ্রীর ধর্মদাসতলায় সোমবার সকালে পক্ষাঘাতগ্রস্ত এক যুবকের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় (২২)। নিজের ঘরেই সিলিংয়ের রড থেকে গলায় বিছানার চাদরের ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল তাঁর দেহ। পুলিশের অনুমান, ওই যুবক আত্মঘাতী হয়েছেন। তবে অভিষেকের মামার বাড়ির অভিযোগ, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই যুবকের বাবা, সৎমা, কাকা ও কাকিমার নামে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুলিশি সূত্রের খবর, বাবা এবং সৎমায়ের সঙ্গে থাকতেন অভিষেক। বছরখানেক আগে ট্রেনে যাওয়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন তিনি। তাঁর মামার বাড়ির লোকজন ও বন্ধুরা জানিয়েছেন, ভাল ভাবে হাঁটতে পারতেন না অভিষেক। ‘ওয়াকার’ নিয়ে চলতেন। খেতেও সমস্যা হত তাঁর। বাবা, সৎমা তাঁর উপরে অত্যাচার করতেন বলে অভিযোগ।

নতুন উপাচার্য নিয়োগ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার সমীর বন্দ্যোপাধ্যায়। সোমবার ওই পদে যোগ দিয়েছেন তিনি। রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, অন্য বেশ কয়েক জন উপাচার্যের মতো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগও আপাতত ছ’মাসের জন্য। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্য সব্যসাচী সেনগুপ্তের মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত ৯ জুন। সেখানকার সহ-উপাচার্য প্রশান্তকুমার মহাপাত্রের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২০১৪ সালের ৬ জুলাই। কিন্তু তিনি ইতিমধ্যেই ওই পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ, মঙ্গলবারই সেখানে তাঁর কাজের শেষ দিন। নতুন সহ-উপাচার্য কে হবেন, সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর।

রাতে গাড়ি উল্টে মৃত ৩, জখম ২
খিদিরপুর রোডে একটি গাড়ি উল্টে তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতের ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন দু’জন। মৃত ও আহতদের মধ্যে দু’জন পুলিশকর্মী, বাকিরা পুলিশ পরিবারের। পুলিশ জানায়, মৃতদের নাম লুইস কুজুর (৫৭), গৌতম রাজোয়ার (৩৪) ও রাহুলকুমার ঠাকুরিয়া (২৫)। আহতেরা হলেন চন্দন ঘোষাল (৪৬) এবং এ কে সিংহ (৩২)। লুইস কলকাতা সশস্ত্র পুলিশের এএসআই ছিলেন। চন্দন দক্ষিণ শাখার কনস্টেবল। গৌতম, রাহুল এবং এ কে সিংহ পুলিশকর্মীর ছেলে। আহতেরা হাসপাতালে ভর্তি আছেন। পাঁচ জনেই বডিগার্ডস লাইন আবাসনের বাসিন্দা। যাওয়ার পথে ফোর্ট উইলিয়ামের ফার্লং গেটের কাছে উল্টে যায় গাড়িটি। সেটি চালাচ্ছিলেন এ কে সিংহ।

ব্যাঙ্কে চুরির চেষ্টা
বিরাটি স্টেশনের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শৌচাগারের জানলা ভেঙে চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা। পুলিশ জানায়, রবিবার গভীর রাতে চোরেরা নজর এড়াতে ব্যাঙ্কের সিসিটিভি-র তার কেটে দেয়। তার পরে ব্যাঙ্কে ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা করে। কিন্তু ভল্টের তালা ভাঙতে না-পেরে পালায়। সোমবার ঘটনাস্থলে যান বেলঘরিয়ার এডিসি ও এসিপি। পুলিশ জানিয়েছে, ব্যাঙ্কের কোনও জিনিসপত্র খোয়া যায়নি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.