|
|
|
|
জমি প্রশ্নে রাজ্যের আরও সক্রিয়তা চাইছে শিল্পমহল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শুধু আইন সংশোধন নয়, শিল্পমহল চায়, তা কার্যকর করার ব্যাপারেও রাজ্য সরকারকে সক্রিয় হোক। জমি নিয়ে আজ শিল্প দফতরের কর্মশালায় বণিকসভার সদস্যরা সরকারকে এমন বার্তাই দেবেন। তাঁদের বক্তব্য, রাজ্যের নতুন জমি আইন কার্যকর করার ব্যাপারে সরকারের সক্রিয় ভূমিকার দিকেই তাকিয়ে লগ্নিকারীরা।
বিধানসভার গত অধিবেশনে ভূমি সংস্কার আইনের সংশোধনে সামগ্রিক ভাবে খুশি শিল্পমহল। নবকলেবরের জমি আইনকে বিনিয়োগকারীর আস্থা অর্জনের পদক্ষেপ হিসেবেই দেখেছে তারা। কারণ জমি নিয়ে সমস্যার কারণে একাধিক লগ্নি আটকে যাওয়ার ঘটনা এ রাজ্যে বিরল নয়। আর এ সব ঘটনাই রাজ্য সম্পর্কে বিনিয়োগকারীদের অন্য ‘ধারণা’ তৈরি করে দিয়েছে বলে শিল্পমহলের মত।
রাজ্যের শিল্পোন্নয়ন ও জমির সমস্যা একই সুতোয় জড়িত। চলতি বছরের মার্চ মাসে বণিকসভা সিআইআই ও বিশেষজ্ঞ সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর একটি সমীক্ষা করে। তাতে বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে জমি সমস্যার কারণে আটকে গিয়েছে লগ্নি। ৫৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, জমি নিয়ে অনিশ্চয়তার কারণে সম্প্রসারণ পরিকল্পনাও আটকে গিয়েছে।
বিনিয়োগকারীদের মধ্যে জমি নিয়ে ধোঁয়াশা দূর করতে সিআইআই-এর দাওয়াই, সার্বিক একটি জমি নীতি প্রণয়ন। শিল্পকর্তারা মনে করছেন, ভূমি সংস্কার আইনের সংশোধন এ ব্যাপারে অনেকটাই সাহায্য করবে। মঙ্গলবারের কর্মশালায় সেই আইনের খুঁটিনাটি খোদ
সরকারি আধিকারিকদের থেকে জেনে নিতে তাঁরা আগ্রহী।
ফিকির পূর্বাঞ্চলীয় কর্তা গৌরব স্বরূপ জানান, আইন যা তৈরি হয়েছে তা যথেষ্ট শিল্প সহায়ক। কিন্তু তা শুধু খাতায়-কলমে থাকলেই শিল্পের বাড়বাড়ন্ত হবে না। তিনি বলেন, “শিল্প দফতর এক রকম ভাবছে, ভূমি ও ভূমি সংস্কার দফতর আর এক রকম ভাবছে। বিনিয়োগকারীরা এই দু’য়ের মাঝে পড়ে সময় ও অর্থ নষ্ট করতে চান না।”
শিল্পের জন্য জমি ব্যবহারের ক্ষেত্রে রাজ্য সরকার যে সব পদক্ষেপ করেছে, তা তুলে ধরা জরুরি বলে মনে করেন ভারত চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট অশোক আইকত। কর্মশালায় সরকারের নেওয়া নানা পদক্ষেপ বিশ্লেষণ করে দিলে জমি নিয়ে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে অশোক মনে করেন, শিল্পের জন্য জমি সমস্যা অনেকটাই মেটাতে পারে শিল্পতালুক।
তাঁর কথায়, “সরকারি, বেসরকারি বা যৌথ উদ্যোগে তৈরি শিল্পতালুকে ব্যবসার সুযোগ পেতে আগ্রহী ছোট-বড় বিনিয়োগকারীরা। নতুন আইন শিল্পতালুক গড়ার পথ অনেকটাই সুগম করেছে। সেই সব সুযোগ-সুবিধা বিশদে বুঝে নিতেই আমরা এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছি।” |
|
|
|
|
|